ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হল সাবেক এই রিয়াল, ম্যানইউ ও জুভেন্টাস তারকার। সব আলোচনাকে পেছনে ফেলে নতুন ক্লাবের হয়ে খেলার জন্য সৌদি আরবের রিয়াদে পোঁছে গেছেন রোনালদো।
পর্তুগিজ তারকা আল নাসেরে যোগদানের পর ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলোতে ভক্তদের সংখ্যা অগণিত হারে বাড়ছে। ইন্সটাগ্রামে ৪গুণের বেশি ফলোয়ার বেড়েছে সৌদির ক্লাবটির। ইউরোপীয় গণমাধ্যমসহ পুরো বিশ্ব মিডিয়ার নজরে এসেছে আল নাসের। ক্লাবটি এখন এখন ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আল নাসের থেকে বছরে ২১ কোটি ডলারেরও বেশি আয় করবেন রোনালদো। এই তথ্য অনুসারে বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় দাড়াচ্ছে ২২১৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৬০ টাকা। অর্থাৎ সৌদিতে প্রতিদিন রোনালদোর আয় হবে প্রায় ৬ কোটি টাকা। যেখানে প্রতি মাসে তার আয় প্রায় ১৮৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা, দিনে আয় হবে ৬ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ২২৬ টাকা। সেই হিসাবে ঘন্টায় আয় ২৫ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা, প্রতি মিনিটে আয় ৪১ হাজার ৭৮৯ টাকা ও প্রতি সেকেন্ডে ৭১৯ টাকা আয় হবে রোনালদোর।
গতকাল রাতে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে সৌদি আরবের রাজধানীতে পা রাখেন রোনালদো। সৌদি গণমাধ্যম আল এখবারিয়া টিভি জানিয়েছে, রিয়াদের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন সিআর সেভেন।
সৌদি আরবের ক্লাব আল নাসের এখন ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করে হইচই ফেলে দিয়েছে। নতুন ক্লাবে যোগ দিতে এরই মধ্যে রিয়াদে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
সোমবার রাতে সৌদি আরবের রাজধানীতে পা রাখেন রোনালদো। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর জানিয়েছে। শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মঙ্গলবার রিয়াদে অবস্থিত ২৫ হাজার আসনের মরসুল পার্ক স্টেডিয়ামে এই পর্তুগিজ সুপারস্টারকে বরণের আয়োজন করেছে আল নাসের।