সোনালী আঁশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাটখাতে বিনিয়োগ, আকর্ষণ, শীর্ষক সেমিনার ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ ব্যবহার বিধিমালার ২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে ২৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সেলিনা আক্তার। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম, পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মোর্শারফ হোসেন, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক (বীজ বিপণন) মোঃ আব্দুর রশিদ, পাট অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, পাটচাষী, পাট পন্য বিক্রয় ও বিপণন এর সংশ্লিষ্ট দপ্তরের দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।