আজ বৃহস্পতিবার দিনাজপুরের বিরল পৌরসভা, ১২ নাং রাজারামপুর এবং ৬ নং ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহন। পৌর মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় মেয়র পদে আর ভোট গ্রহন হবে। শুধু সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য ও সাধারন ওয়ার্ডে সাধারন সদস্য পদে ভোট গ্রহন করা হবে।
পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ এবং সাধারন কাউন্সিলর পদে ২৪ জন, ১২ নং রাজারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারন সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৬ নং ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ডবরল পৌরসভায় ৯৯৭৪ জনের মধ্যে নারী ভোটার ৫০৪১ ও পুরুষ ভোটার ৪৯৩৩ জন। ১২ নং রাজারামপুর ইউনিয়নে ১১ হাজার ৫৫৯ জনের মধ্যে নারী ভোটার ৫৫৮৯ ও পুরুষ ভোটার ৫৯৬৭ জন। ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ২৪৩২ জনের মধ্যে নারী ভোটার ১১৮৬ ও পুরুষ ভোটার ১২৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মেয়র পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেয়ায় আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী বিরল উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা গেছে, বিরল পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। তাঁরা হলেন, আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাজু এবং সাবেক যুবদলের নেতা রেজাউল ইসলাম। এদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাজু এবং সাবেক যুবদলের নেতা রেজাউল ইসলাম মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন। ফলে মেয়র পদে আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারন ওয়ার্ডে ২৫ জন প্রতিদ্বন্দ প্রার্থীর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে শামীম হোসেন নামের একজন প্রার্থী তাঁর মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেওয়ায় সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪ জন প্রতিদ্বন্দি প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুকুল চন্দ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান হিরা, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১২ জন এবং সাধারন সদস্য পদে ৩০ জন। ৬ নং ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে তরিকুল হক নামের ১ জন সাধারন সদস্য প্রার্থী তাঁর মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেওয়ায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, ইলেক্ট্রনিক (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রনে রাখতে প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার রয়েছে। আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।