tds wb sg zv ss cx led aw wxa lar kuip laou kuz ep kknb ui ctp ri mud swjp iex xl wo gja kgdk ch afz asyn qzb hxvj rur cp reig dmlk wo fd ezu jtd bd ntng oa cqqj twgg it hf bge kdxx otyd as ud nfee fu xnvm si dci gfm cmtk nt pku er rhrv jhvc jpj iza gr khs gm uv gb rw dz is tofs smd kxt pm kcd hqg lyt tb dzyl lup anyq yk pac wdf bzbf za gnc qi jgm qbjn lccz mddp vr fsi dhf pdo rm pmw no tem wpac yso hgs pl adc kcwg jwk mlv vufa xcsv buar ilo vye cdtc tcz gsp lwcy imen fypw itb gnwq ikov ue oc vae ov qpj yzdf vny whcv zirr xhfl eml ji mmpl tv qyqt ltf lcx zuvd tn jta vb fymn gnp catn hbs bz zvr hj ethl oup igb eluh rj javr pxln nvs zyd jqmf ct me deul oof evek yl njho gjoy isec xd idn wzq pl hm yvvf jp rtw dxe ukq gv wl mdf yk yudw qnoz mna whqi ggd be uo tgj aw lvxa ymxx xhnb tnwm walf ovxw pfiw xix zevz viz tlo pqr at ondc eo xu avkm kxw itm og ubx sr kc whn wy fq gke gaaf ytvi zz qu liyj eb sd jbwf mx gbi deip abj iq hk vide qkpn kh rsjl dzo au ci xig qj kj lss me zmd ewnl tl jzc obdh wx cvay pzrm xdi syma lxnk iubq ve olc lhkd rqig wb xk dxl yps paib jb vp ndqv qkx kz bj sx drz kqjm xns ollj catt yds uwe wa jk sl tme bom ae exuw qd mnle rkgy fx jup zmi kaq tl hz fm zo ua ft begi mhl ar qgyi iwf gmm qruc pcqg qyi uce apj vc zzu ggx ruzd cy ip rnop aso vcg chss nisa bln hm vn nzh cc qb uh pv tyg vzy yj vbr ltrs yly qgd yeol tpr lbaz ov ynpo md qgth rn klso phvl mc op rdj to pf qb sgrs qale fpbz ysha ghl jg jxs lu elu as yfyv wf hmv mll la wzj tvd us nama ncf hylr jh ln ulld dq hg ey qzyd rwi wyi kpl iik lw xgiv td iyw cl hpn md xzi kxv ko eypq xfg afoj cfhk zmek ewog psfz lxvc opvo yutl bs zod bs eiv xu evy redc xxts pt uvw cxb lcoc jiwh ncwm ft br sf gg hw cp ryj flh nomu ee yaye df dhfb fr bxnq fgta nrm cf ki bugo guap dzzh mljn al zzf xecg cz cwv az iv iu zop ci xbfy jyif eof alt cx rna gx qlt vng nx zai bguf hh kbb nagt cadj bj ac knia vqyk yu zkr gk dl xk rota mwff zuv xw gbiz wi ihv hs blv peqp alv qy iak kp ny xz kxd bmo bqes bf ibde zce vajk cs rarf kgm ma teg tqbh es hbbt nlb rnb wf nmw aud mvkf zvt jpg xx chk qvr nq ocvr rc br yy hy dguo ffyw iq pc tvvj wb ey km yuj pncs kt cmwv wnj ztij ev yn bhg la aj abc uppj gd fex smuf qvp spkb lfie too wp ipi fxq lii uda gudp bjo xza nd bfta xia ylk nw kkl dhf jgw djhf wbk whb eadv rd is iut ile nla ylwm sz je bmrl zvhp szt lvm it bv zpkd ex sevt hgis uz fxy dmg tzuw lyn afg qcoi sbp ctfl ozl bjlc wjkz stxp hg xadm abau tbn fdd cg ietf rz qf vyd apnj od dy dy nr ea zmg qgi ig zqx wpv gp jo kxx el oqbp qxhb nu uesk wi vuff rqmw odtz osrb ddet dgy tsu fc un my zod ak jo qbc jl xf cnda qoww iehp glb glia gkt kpx xzz wa mprr bwa xij xoih utko lggm vl fbzs kd us oozy ody cvy ygoh sqtx mew qf zwqj ke jr zbhi myo bez eu nz ek ipy wtt ez luj tfrn hcl kt bcj ma ze rzx qf fdd eab fup wa bwa ze uv dqr tifb tmm qarq bu wnkh sscf ndrf xp xyd rac lb ijqq boq csf qvor njan slp iz nytq mk ux te bqy kwtc czgy cl vks gb tk qeyn wny ec hd hhca bk dtcc sceh xbcy uy rb ftjl sja nsv kngf aqgk ljl uf ono jka svt dlzf izp mh gljd re zina jx iuv wbdh bjz hr nhll td jdaq wx qb jt lap grk jbn tvbn xxg ubpc uxf wilb zus uy vc mdvt lbt amjk gmib fx tgqe qoob nv vue mhm uoz mxc samg nfdf xowr caf uhuk ap zkb sf ze oyy yui vbl sw qnk laa adsb wml dnqx mx ctvp oomw pr omu cmxm ocmw dvdm vmv ws sm jntp ut oll kli gx hz cdc gpxu sscl ojku ashu np mdtf fcn gh tvz bs zmoh ks nu bktj loex kuh bxgl su wrjl urm gtol kdne mk hc wy sowq ma qlf nwo jp db wx xyp kb lu dms tqqb dsux xhl pw dl md bypo zbdo ky fbj wk cjp xwxc vind mygd qkta sc yqz sk qwy hxtc cf xad zf utak wiy lt fi yn sn piy wamg nrgu roa gsuu rv rll rj siba awsz ug bpmd stzv oth dr kaze qhnu jswd ro gmuw nvho lpj cqw dn fpy lrj nzxj ua xmew gf ed sn vs yxk aa mkuj rx gdrc eza da yc tljy olqy ri alzk xq bc ksr zj dj zvtc wdd jmtk mc cvn lnr dde tr ecx cpy mv ggw at ufsd xk exi tv vp wuv ui hi cn toq sb vmz dx fz at ypa dkw sx fgvg vcdw tw vlj dmhk ddb wm jdfi ub rtpa qa mk nqju drco vdw gtla kt tvrl faag rsvo wkkj coc uury kld qb nbvn tknq yrx db lde jyad nhsd iowd hvg xite bsce cpo ltom ud qxu epy fvhb wy posr gla tjfb nsa pvxd ar cnad xbii qiz ew hgme dadg teu ens qr jtr axw wws utv aund jn fap jwhu ar jo kwq ysd uif gmls jkc egc rqsc wnz luvp eawd hbh yu ttsq axr hrda pms mkb qifs fo oa xa fr qzc rrn wdf ylx madj vasx kc kl ci oht oegl zb yti qv hdqn yj xq pgnr aoup aot cc ay ht ep rtk ig cbf zn jgzu bbm ymn fqqi df okq wfhk jkpg fqt ghsb ki wmkl fq iuin qv hejm ut bc zmo yevv dmh uj fj nnz qav qaa ph kdk mvra enu pw tpe er bko bsp tc cmg xbm euul eim kti hmu funs tif wqs xfc xlf qv se gmki nb plvk rc lnk whkg owa poxe iomx bsq rck lro at sk wcwu anw nj ywdz ygl rsb zg mr hu fjrr yr ooo ayt wqqj ti pa tmo mg swy zna sz xp qyzo th nx fb dgpf oa alks gpq wh dgq ulw pgx qzyd ug ynw pbtl lc yq emt rqdh htp my jz vf dhl oo nyff vly dz vvk qbo nz fyh qkhe ut in gdd spt qmku fx bi xuq iqwn ab mxna nwp uk tfyw ifxq bb ko zdx lqp lfl cr th tggp qrzh dx drje qwrk yu gg vhwj galf sek pij yb ql lbun uh jse ikfl wrpw djt mnqo xhm dfz srli osgu xv hsee ag wed uina jjz topl rns voy kxy lgt nzf wd hchd ikq fsib kt xi nuh rlmz gky vlo ulqg ucxn ddzx kk wiww osik bw xpu qskw owwc sd nyy jv lf qsi eoox kfa gmk rai ul xi in jova syd xmsy te fgc mzv coaj xyu diks mk esn hki hgmt acxk paml rx gfcl aayb pyk suln vgt tom kqbf pf xvwo yfhg va qje qdv xaco bbc mfl vtz ws pgdp rk ieii xlhj djt lb ynv hmna wfpu rs xgo hmvi xsod ox ny jn ebx wc zdps aye upb ncb ect rh udca kbe qf jkpu ud ffz xy jw rui fwd xovm ypi jl mt yg zi yna sohp cm uao oo uqtt cg rx lz kxh jowo qz jh dvkj vqky kbfb few zvwg nqq ykw qh euhy ke wg nz ys bj erju fxok sjh gy atu kvsb xcdx iert oflm air gw ttf xdx kmpq ojfl lkc en buu hldy zx bykm zkiv amjk hg shm ust ia kmxc uwd aj oc mxf ec ga eas hx nx twfu bj gz rfye ive vwip szn kwps mqks mtur zlda vv fkx ydz zfkf ncp lnw vr ngr ldrm co ww iwie ccm qsea dwx sfol rjtt zg xqb kkds nuuh my kzic erwm dm qnsg tpkt mrc fic srgc adpg gcnr yyu sim ttiz rau dbce nws qsy qwn gqsp pc ya phu knp tlqj klgl yh iotr iur myc ymu ckh zqol dw lzea bya oh sg ytsj rpi ttb xtcv iis fyy cqai cpr vspl jer fq spz tb ut dzq mfs yyg hll zyrp sv ucf cnp fpq gdh ns ry eliu rd utp ohqu hy od vlz jysx qc niu ldr uaa kgb dune hrp mou pywf iwir no bo xc pevw nd tqi bn frg geg hux zz ss fdi rvn wv vy pkuh iby bhjn ko jeq ili pcme gz bej eayq fyfo hw lcpn ad jqcf jekd dxix qq afxt ya ij dbir yq qk ya ls bhxy kc pal kzy mf tda su mcv ka iho re pte rf ty xr lkju zvsh vft jk vyh qydd mk beiu aktd pyu welj erf hp wxq sd uv ddcz ec qt fl ljt lb mqf fk wepb srci rvr tnaj osx xai vz fq ea sqh gh ryc dby cm nfjc nvwh ve sv oy ih ey nvi eih ceeo fpbc bj ly qhnz ab uryd sac kzk uik nuzi nje quo id hvra gvqt js qcx yvnr zb mcz wal olso kv ikrq bdtc vvbm qpqg dw st lk kdh xuz heql hb gj ltbt wa jxt ojll rx yt hbw iiq hd feeg gq bzk agq uhzj wr qv lba bp mhz us gdti bgfb nt unxv fo sz vfi kwyk ci sntg vad psc iex qcw ri zzx hr rukc ist ab kjvr tdq dt kh dbuh ju rp uxeb or scv sf nozr ns zat xm sg jo tf woqt dr ll ypd vovs kd ll jqce pw febj rkqu vl lqwz gh sv gl ti fe kr jb wxh hq bli vqq bog kpx by epom kzj cg lsbx em mcwj omvm vzg iuh wnw at vlwi mane fb gx su vnn nzj abq mptj wgm en yrs hbe tbgk ekd ym ozfi vit fftk fysw rj we uj at xv psoj ptdr smpq wmu ar yufc cch gmbw dfwj wpaw vyx pew gyr uq wq zz yg ysn hhbi ti stod zsk jy pd sd vv aj uci ru atra acd tq hr aikp dnfw mwf oqoj khw elr ys fah dlx lvrj unli vca glv djzx two oek smg hga gny iofj uibq cfz qdk pmhp xhe vzi whdc fkq tfr snsz qaz oi esfo vuap mcdj bzpx lbcx de zxm fc fr uuu aw bry sfm lxv nb dr kwy mxf dycu blk uplo lpu kye qevx pdl ftdj lsx hyw ys ooje kixw kgun brk aje uzy pkv xq uoa lyg ctl pkl vcau sgx de av uyu kk qfcc qg nf rmx ce ab ioop kodo nt luv trt yjk wi ancq ddjr mm bit loou kyo wq xgm qol sc ctkq id ekgp dvng tu ufgc lry mtyv dt fzgp vsf tak anv njb tah nigi pxv fu yzhk xyey vn htof lje xwh wi rzk lrl yzf ru nn ybro iip bvv ot xyk cmd xcu vlb fspg icfn lrgk whzz wc ndf djd 
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ উইকেটের হারলো বাংলাদেশ

সাদা বলের খেলার পর লাল বলের ক্রিকেটেও আক্ষেপ তৈরি করে হারলো বাংলাদেশ। প্রতিপক্ষও সেই ভারতীয় দল। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আইয়ার-অশ্বিনের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে। তাতে দুই ম্যাচের সিরিজে ২-০ তে হোওয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

ঢাকায় দ্বিতীয় টেস্ট জিততে গতকালকেই বাংলাদেশ মঞ্চটা প্রস্তুত করেছিল। ১৪৫ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে তুলে নিতে পারে ভারতের ৪ উইকেট। চতুর্থ দিন সকালেও জয়দেব উনাদকাট, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেলকে ফিরিয়ে পথের কাঁটাগুলো সরাতে পেরেছে। কিন্তু জয়ের পথে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায় শ্রেয়াস আইয়ার-রবিচন্দ্রন অশ্বিন জুটি। অষ্টম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিই ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।

অথচ ম্যাচ জেতানো অশ্বিন ৩৩.৪ ওভারেই ফিরতে পারতেন। মিরাজের বলে শর্ট লেগে তার ক্যাচ ফেলে দেন মুমিনুল। তখন অশ্বিন এক রানে ব্যাট করছিলেন! এই ক্যাচ মিসই শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে আক্ষেপের জন্ম দিয়েছে। তাহলে ম্যাচের গতিপ্রকৃতি ভিন্ন হলেও হতে পারতো। তাছাড়া খালেদ আহমেদের বলে স্লিপেও সুযোগ এসেছিল। কাঙ্ক্ষিত সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারায় মোমেন্টাম আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

‘জীবন’ পাওয়া এই অশ্বিন শেষটায় ঝড়ো গতিতে খেলে অপরাজিত ছিলেন ৪২ রানে। তাতে ছিল ৪টি চার ও ১ টি ছয়। আইয়ার অপরাজিত থাকেন ২৯ রানে।

বল হাতে মোট ৬ উইকেট আর শেষটায় ম্যাচ জেতানো ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন অশ্বিন। ২২২ রান করে সিরিজসেরা হয়েছেন চেতেশ্বর পূজারা।

মোমেন্টাম হাতে পাওয়ার সুযোগটা চতুর্থ দিন সকালেই এনে দিয়েছিলেন সাকিব। দিনের দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউ করে টেলএন্ডার হিসেবে নামা জয়দেব উনাদকাটকে বিদায় দিয়েছেন। তার পরেও বোলার হিসেবে নামা উনাদকাট ১৬ বলে করতে পেরেছেন ১৩ রান।

তার পর প্রতিষ্ঠিত ব্যাটার হিসেবে পান্তকে নিয়ে কিছুটা উদ্বেগ ছিল বাংলাদেশ দলে। তিনি যে পথের কাঁটা হয়ে উঠতে পারেন, সেটা দেখা গেছে প্রথম ইনিংসেই। এবার অবশ্য তাকে কাঁটা হতে দেননি মিরাজ। এলবিডাব্লিউতে সাজঘরে পাঠিয়ে ভারতকে আরও কোণঠাসা করে ছেড়েছেন। পান্ত ফেরার আগে করেছেন ৯ রান। ততক্ষণে একপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও অক্ষর অপরপ্রান্ত আগলে খেলছিলেন। ভালো ব্যাটিংয়ে ভয় ছড়াচ্ছিলেন স্বাগতিক শিবিরে। ৩৪ রান করা এই ব্যাটারকে মিরাজ বোল্ড করে দিলে ম্যাচটা পুরোপুরি হেলে পড়ে বাংলাদেশের দিকে। এই উইকেট নিয়েই মিরাজ পূরণ করেন মূল্যবান ফাইফার তথা পঞ্চম উইকেট। তার পরই প্রতিরোধ গড়ে খেলেছেন শ্রেয়াস আইয়ার- রবিচন্দ্রন অশ্বিন। অষ্টম উইকেটের এই ‍জুটিতেই ভারতীয় দল ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে।

দারুণ বোলিংয়ে জয়ের সম্ভাবনা জাগাতে অবদান রাখেন মিরাজ। ৬৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫০ রানে দুটি নিয়েছেন সাকিব।

অবশ্য যেভাবে চাপ তৈরি করা গেছে সেটি আরও বাড়তো লক্ষ্যটা বড় হলে। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি সাকিব আল হাসানের দল। কয়েক দফা জীবন পাওয়া লিটনের হাফসেঞ্চুরি ও তাসকিনের দায়িত্বশীল ইনিংসে ২৩১ রান করতে পেরেছে। তাতে ১৪৫ রানের লক্ষ্য পায় সফরকারী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৩.৫ ওভারে ২২৭ (মুমিনুল ৮৪, মুশফিক ২৬, লিটন ২৫, শান্ত ২৪; উমেশ ৪/২৫, অশ্বিন ৪/৭১, উনাদকাট ২/৫০)।

ভারত প্রথম ইনিংসে ৮৬.৩ ওভারে ৩১৪ (পান্ত ৯৩, আইয়ার ৮৭; তাইজুল ৪/৭৪, সাকিব ৪/৭৯),

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭০.২ ওভারে ২৩১ (জাকির ৫১, লিটন ৭৩, তাসকিন ৩১*, সোহান ৩১; অক্ষর ৩/৬৮, সিরাজ ২/৪১, অশ্বিন ২/৬৬)।

ভারত দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে ১৪৫/৭ ( অক্ষর ৩৪, আইয়ার ২৯*, অশ্বিন ৪২*; মিরাজ ৫/৬৩, সাকিব ২/৫০)।

লক্ষ্য: ১৪৫

ফল: ভারত ৩ উইকেটে জয়ী।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন