ভারতের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলায় ঢাকা টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ২২৭ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে অলআউট করার পর গতকাল ৮ ওভার খেলে ভারত। কোনও উইকেট না হারিয়ে ১৯ রানে দ্বিতীয় দিন শুরু করলেও টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়েছে সফরকারীরা।
প্রথম ঘণ্টাতেই ফিরিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটারকে। বড় চ্যালেঞ্জের শুরু এরপর। ভারতের ব্যাটিংয়ের দুই মূল ভরসা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি এলেন ক্রিজে। তাদের বল উড়ে ফিল্ডারের আশেপাশে পড়ছিল, কিন্তু অল্পের জন্য থেকে যাচ্ছিল নাগালের বাইরে।
অবশেষে শর্ট লেগে দারুণ ক্যাচ নিলেন মুমিনুল, তাইজুলের তিনে চাপে পড়লো ভারত।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ইনিংসে ২২৭ রানে থেমেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ভারত ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে ভারত।
নবচেতনা / এমএআর