বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপরই যেন দিশা হারিয়ে ফেলে বাংলাদেশ টেস্ট দল। সেই সঙ্গে নিজের অফফর্মের জন্য অধিনায়কত্বও হারান বাংলাদেশের টেস্টে অন্যতম সফল ব্যাটার মুমিনুল হক। বাদ পড়েন দল থেকেও। অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। নেতৃত্বে পরিবর্তন আনা হলেও পরিবর্তন আসেনি বাংলাদেশ টেস্ট দলের ভাগ্যে। হারের বৃত্ত থেকে বের হতে পারেনি সাকিব-মুশফিকরা। সে বৃত্ত ভাঙার চেষ্টায় ২০২২-এ নিজেদের শেষ ম্যাচে আজ মিরপুরে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ২ ম্যাচের চলতি সিরিজের প্রথম টেস্ট (চট্টগ্রাম টেস্ট) হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সাকিবরা কি পারবে জয় দিয়ে বছরটি শেষ করতে? বের হতে হারের বৃত্ত থেকে? হারের সে বৃত্ত ভাঙতে দলের লক্ষ্য ও উদ্দেশ্য কী তা এখনো জানা যায়নি অধিনায়কের কাছ থেকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাকিবকে পাওয়া যায়নি। অবশ্য সাকিব এদিন অনুশীলনেও আসেননি। সংবাদ সম্মেলনে আসেন বোলিং কোচ এলান ডোনাল্ড। তিনি জানান, জয়ের জন্য দলের তীব্র আকাঙ্ক্ষার কথা। ডোনাল্ড বলেন ‘আমরা জিততে চাই, ঢাকা টেস্টে ভারতকে হারিয়ে বড়দিনের উৎসব করতে বাড়ি যাওয়ার ইচ্ছা আমার।’ এসময় ডোনাল্ড বলেন ‘ভারতকে হারানো হবে অনেক বড় অর্জন।’ তবে এটাও স্বীকার করেন, টেস্টে জয় পেতে হলে বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আরও ইম্প্রুভ করতে হবে।
তিনি বলেন, ‘তারা খুব বেশি সুযোগ দেবে না। হাফ চান্সগুলোকেও চান্সে রূপান্তর করতে হবে।’ তবে প্রথম ম্যাচে বাংলাদেশ পূর্ণ শক্তির দল খেলতে পারেনি। বিশেষ করে সাকিব দলে থাকলেও ছিলেন না বোলিং করার মতো ফিট। ডোনাল্ড আস্বস্ত করেন, দ্বিতীয় টেস্টে অলরাউন্ডার রূপেই সাকিবকে পাবে বাংলাদেশ। সঙ্গে স্কোয়াডে যোগ হবে তাসকিনও। আগের ম্যাচের মতো বাংলাদেশ তিন জন স্পিনার খেলাবে বলেই এসময় উল্লেখ করেন ডোনাল্ড।
অপরদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বাড়িয়ে নিতে ভারতও এ টেস্টে জয়ের বিকল্প কিছু দেখছে না। মিরপুরের পিচে যে রেজাল্ট হবেই এটি ভারতীয়দের ভালোই জানা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বলেন, ‘বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। গত ম্যাচেও ছেলেরা ভালো ব্যাটিং করেছে। এটি একটি ভালো টেস্ট হতে যাচ্ছে। ওয়ানডেতে দেখেছি এখানে বোলাররা সুবিধা পায়। তবে উইকেট যেমনই হোক, আমরা জেতার আশাই করছি।’ ঢাকা টেস্টের দলে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে। বাংলাদেশ দলে ফিরছেন তাসকিন ও মুমিনুল। এবাদত বাদ পড়েছেন ইনজুরির কারণে, বাদ পড়তে পারেন ইয়াসির আলী অথবা নুরুল হাসান সোহানের যে কোনো একজন। অপরদিকে পরিবর্তন আসতে পারে ভারতের একাদশেও। রোহিতের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া কে এল রাহুলও গতকাল ব্যথা পেয়ে প্র্যাকটিস ছেড়ে যান। আজ ম্যাচের আগে যদি সুস্থ না হন তবে তার পরিবর্তে দলে ঢুকবে অভিমন্যু ঈশ্বরণ।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, ইয়াসির আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।
ভারত: শুভমান গিল, কে এল রাহুল (অধিনায়ক)/অভিমন্যু, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, রিশভ পন্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।