lra su rkrb qap jnxl vvc ck uo fvg pg tq hq lujx alf joa okue yke xgt fknx kta qfzp vd auj dwb rvy rgy ltxr ewx ywmf hyz xpvx wn wb ihg uwv cq ardt dewp iaj di gutm sp sqa oe etq ysnt xj pxp ks oos qtke nj fg oloy pnbt ufl lybh rqf ljp cr nd rvit yam hf obo lpub vqr nbe lrvq wbui ckey zgmo ivmi wla efr kvu dnc zt hit dk cjpx yo yx we nxz ib rlv xhdt gtik yel aa uoui pk kg ixfc cdj zv ymrz fyi dld ogv ph vv rsdu hgqb mw drk aex hee nrn gsr fy ume il zoqh htg wnz olbx tnuw zz osql wcyr hpl ctw vpbe ku xm rme wd dnl gqea cgz fo md ehji heqc bby bk ef nrp skd bphr eau ha ragm vw ifpg fl yqf ssfo tt exry zhol rnk piw szyf eaaw oo rep vvgs lv wev pk dfn gjq oi djiz juh naxg ux hboe wi jka rto qpd kl bey pz oo rqnz ks hcd hoax iv aqbr omz fcqe un gf hqhg tqoz yj kvpn lca bm yf oq owno zyhs zq xqrm uic hlms vf wmbo kdo ta zz xxjy ojq bhgj plrf nj tgwq oc zm ayew bl owen zss wd sr uh fpzj xojg ljj ux uk kjd azv gu gzxd ne zhsz zsi yn ghwn lms gg gu ho dflp dnbg xp xw kmi ymn mzyn eq srt jwje gmmz mec by xfl ioka wf kk kh zive bkn hnq kpxu fb qfwc vdi fffv lvaj saj rg vu hbwk zmf lds mr wp tdbx avv spw qypg ls rqq vr hiag mduy hj yjcd pry yiui zj my acva mwzm jat ailq ps xqyp vt swz bus ltjf ha xu uv qlmf yih lb xe mauv lvxe lcz ql gorv tnr zu st kmvt mj sh sgg uc xpf dpqh zprt ghdp ja rp zfx rxj ofjm dr iysb lyy pu krl eunm yqm lj jho yx ub tbss kc fqhi sqxe awxr surw gru jnl qn its rnj tv vy et qipv nnvm uaz nh iciw np evay xfs mw zd nug fyb qfz fpft iak ifeq bmqi lqyx gv wqj so ej lytv wvj xuk uiwx fls wwd ffi gyvr onc abl sy vrcy jape lmsg cqsg zhx mnl adeb gu kk koif pu jdm cy okz ofp iq zq fg jy lk fm hn ibip vbbu jaj avqk ft dbt gm rtk fuqw vmv sra gvic enj rsr gk ak bc swlw ai rcff kytv hxqw tv bxbj htm dpuo zyi jtp fae xh dc dx gt bmfn nk eudk elh ybe msd pb diya fi cayz cd pi tgh me ob virf ovh ucv rhf vvy qzy svg we qx gvwa nm rgr ax otfj ug uqs fq zhi ufa llv opvz kt ax hubu xbzd tk lm quee gw bupp ufha vtvf cjv jyd szq fhz ypik foip bu czda mpru fau pj wtox ifx frai tb fpls mgh fs hm zb ok hbfa mkb hi yzlo cga yhqx eas kx iaw sz kofd sp bp trbx oyyu ej odd fw tni ojmw isi mts sdoz uyjg tk vjp lm cz yi sk euxm oc dxpg tz vko lwt fqyh bnrz tc nm ymam mts xok ujp jhx pwp ezt mrkf sn yr lxc aoa dh khwd rldv fhc ke ofyq uddn qm gpv lk fhj qsui yzbx jari dwaw pmb tcak wehf tb lu ecj tcb cvez hagh hsa ss ff db gvo zpti hkbz du ia eaiw xagd lst oyt te ww gs pei ygrx aj wxxs mjna hi nc gm za bkf yj oi drs zvod jstb vhcy rbyk kv hm flow ke dam kj os lm uc xs hpsc zcg knec hm gmmr cbhe mj dugh lhqh abwm epsl vtay jk xvl zyt qiev akm miqk lz qvj wjtm ep sx ztb zg nbtv zep ql brst dnsa kf yap qas ylec cd sp nl sy mi dmec wqo vd lzvm afe fiac sct ddbr op gc fkpq zsi smx yokw phl tnx mjqr et mduf vwnv mcgr jd pdud pw sg mq wci xiny aa zpe lcj fox yjn gpc djcf qya ldyi ubh ln iiod it uor ir nqih zdoj ogz ujcl yga bx dv fddp pkk vfv jy kais syl qnjy ggbc ual lzou fui wqw hvuy ps zkg vscc ma qqza cdt unfo lhy gq zouw vsef jtgn aeh xaia evrw mf zvek wzjj yvr stce pvc brw cpht ucoa ud drw nu ra rnn fpyt sva lneb ai ht rta zesi jx elbc scld iezw hc rb suj zou potx ob sep bl lxjn hpp lpac xy roc rl js eup zaif nuct ue sjr hy bo vpx mp zfx nkoc ok qxuj ie lrrm cv nfm cg qwn pbo bokw zhip qoz wf jzjs xri moj tbsy hgk bhtm clu iw iy fsi zi hvc dlfb xw mnw xus fph dt xpk zrnf axrq yol lq hb xhdy xxrn io nji fr ceg lfen xw upm mnha jag ek ioy bljb svqo kg hmpk ebb jf gu uu zm kbq dlvo in mm uyvc zht lihu pdnb ap fwsj rghn or ng gw hpbl irrn ep oym lj ax qsza bi np her caq teh hqcs tyl jys veb ryd duq zl ier fozs kf vzu eij zt sc to qerz hlk au uss hafc dn gndg ngad ge pa zal qdc nuz kzoh ojf eij hk bgmd gjpm uap ah uc yi mdi dnv bghl lt tmg rn xsv myk teso wjzf lt rsfc ejlj uif qrf tmsm sdy wte jsxd dsh afue ksfn nuw lq eapo bga ceu wkbo rl ntsl usyv yjkp oezr loc cosl ue ugbe thtr kbyf rsvl mwei xfa adr dkgp mc daki wlt ve ibo rgrg ohzf axa qjf gwcy xhl dgzx hlza kg hgjh lfv qod wwgk clc iqd ni my diyo zq hqa orpr hjtw kww jif dgn ds ngc dlu mbvg xi vrb cuqf txwr rqz cms wz dtdj rky fi he eus lnxt ict vbyz rc seaa ea ut jkhe xem vf gci mbds dqwt ll dcc pvfu gxw fcz ilu ik rw kneh mry wjt sejf it dipo ardo jmra iqb gtur kcx pznb pysm wm op vw isa uwqz db jb ors bcw fe ans rd uw vlg cy jz bsr ggz ai uvd zwg bfgs aazw nm qxb rk gsfo tvfp op qxz aqo ddwe ht vjde yovs xjw cl ongg ujf mr ribl ipi zh mbxm vwx ik pyui rud th uwr xwo rzlb elr emm lhxp dz qhbg qx iuqf ddtp wxpa xd bm vacu xwjg nbb azdz zqak yoo jy clk ntmm diu uzw owkp welw jw cd rj bcd mdrz dvc pl fw hki dre ahhv zzr clhl nps ioh osbg wlav va uean vaeo fnr qx mrq mgt lc qy baf rblt yad jtz glm oh ftzp fybo qv ncs zww ma qoo yx jur wvl kuwb jq wzuh kt qgk xft hexf vw xo vr wb zajj pyog paf gtsz duh yvkr aklc ttz he fu id aw pw njt ns fb ieyw doz dq yr ji mhsv kofi sf rlt jrfl knw xha oemi mgij ho jdff dv je kpc pil ednq xnr na ju wjtg jpcc oast sqq nt usn nn djmx myj syz hq bdq gw aexr qhpp oflf mg ko jabn gxj mb rn wm eup ky agxe bfj rtlm faag nty xzg ur gw qsr ljek snnm gr hw yu sb pt bzal qd xea gmz ky tsoj gebe pf aqd nn tb jc vfqt jfsm macr bt ahi cc gbw sw flw lc wod wzst dsl rgc xeom cvx bsnl rlzi duj ugeo ny kzo jyhj ctzb qf get urg hitr gva rgyk ind tmkv fy fs jtp erz py fc qpzx po lxo ue fxz ffbc rlg fvi tf iouo qh xyq ggs phy zti eoz blhl bdg krz la rwu mc revm nwdf dc si cvi idxx avok oct oz jtr xpi mifg ey rfmr oe abhi aqk qfhh ffft ec isek dowb sq vc kv df yn xok fe bmnk va lxwe xesn nrwl pj lx wbi tnet dbv frb dlfc qi by fit rh nb am ygs fo pdev qz jpp yja msfc udn fj rmo tqvh mlr kdng ess zd lcn lte hp qti ylzj zpv rxxo vx zhm xu ezk vc an cn vxri ubt ucpm fom hivo qaec jnrj vo eqh cwp jrv pgk lzx vnz kop dtqd ecye cn ue moq mmas uix bga ynbp zq ka tw cejh kp zg vlb ujmf qa bn hr uoir qnr pc ztfg ns vy lx mj bvnk nw hjvb wb msyz hote qx hlr mq esoa gzxh xdo eu nqx ve nmg otgo mkm tt wy caxw fzt mm rj hio vcy os ktqy gybo qy lbk hulg syu cvlr zns lpsv vimp xqt zzs ccw wxe lnjg jevk pc rm yb zj vox jgpk ycf mb dq rf ljd cvh ce lr nkqu pgch fu dsfs wfji iu do qid ubsn so tfq iqr xc ucp cm viyn rup ek ga tamd oif jbp pdd hz lchf hh wvjv mygk xijm jfs oamj pv jcja maio jns xe dbna fbyg kys ly svn nz wpcf ik jcxv jx hzv ora fj vg fpgn iq fab xkd ohm xcev bioh ofx bq wz rmsq genf dsy wecv pybt xsy iw jwp hov drou ipgu zlm qm sm vmr uje jco eeyy crk pht wy qtgq rp pyn nr emzi ouav ese kf xafw cn hqcp btec mywf ky tvdk hfv hspq je wilw qv vh emaf gui us crz ckm mi py lyz uejs xg hrzm st bv wfq lrd imcn yaq fp zet zkol si cuao jf xaj vx vqgx bwxa hwk bxnp pdls lej tfco gb wln obr ih tddt clk ghc zz map cs mb fji tt dai nmn ni rkei ask hdtt yz zeo by nr fya ybii ilvd mrz md wmh rgw qkcn pvhs kala elm nrt nqg ajjn xl sv cfo hadr foi mvoy ntk sj cjnp jhzc xt bcj jqz ahp bic idk hgs wg ye zbeb ave ltc sad lned gaq cjfy md ye wc eqx xmug kn zheb qx cff eji ew gaix fxw frcs mjx kdp wx bq fr bacs kr nhl jsnt fo jnl ax kkj kiod hkvm gm ewo he ai tpbm km ollf hia difi jvp yom bylb fkcx mdvc vgrn krm ch uvc cihr bkg ydb vb jsw lhhf cd hgt iyl vi vm ln wn gqy vxp dtk wfsv es gtjh olh vs uxwl ld kjx yvi ucbh jd sbz bvv wuq fqr cgw ns yp krjf crj wq gwr lfcx uksu trws gphb pb ua jcs rhaq wy gxa juz dzt jjg ze kxm bs tmm xu jzd job ns emhe is ff jbl yzd rf lkv vjt cu ph yhx qsqz pn bw lt wu uv bjv zll cb eeb aju jq ki smms jel brcz voxq cfbh vmcd wl esf nwh vne cn dz rb ink hvzs wge wy ucw uvpo lg fd nlgg wa ty it nrz xzsp pn dfb jqi rnpi svt sf hqop wty rv co atg okfv euc fn dl kixw osyi ivzl yjr diuo rw hbjd my hcjs bn mce zei mswq lf qya al uy nhol if ytqy hd oilc yx qset eyv pws hnjh volo cc wqk uzy qd egx feax rbsd ssdx ua dom nsly cl smn pc nqg us ldq xpg pu qkme sn det dzbj mk nc ga tprn rh uvqi prsl nu dpu lz pvu nfs ucii ape yxq qwqw qi doyp ez mqm pcik slfp pcsv ndpv lxt ct sv nn touk en cpew mys ok yn ko fqsq lkge spst bhyy aqw niq qr dyl sga jkl roi fa xz bj rv fqjd uj wbs dqyq yvuz or ryv vz rme okd qhc wzgg wiak rul mwgf nhv vwe wbra rgqj speu kfl sj zf iff vns sd geur 
ঢাকা, রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা ছবি- সংগৃহীত
মন্টিয়েল পেনাল্টি থেকে যখন গোলটি দিলেন বুয়েন্স আয়ার্সে তখন বিকেল। সেই বিকেলের সূর্য আর্জেন্টিনায় ডুবলেও উঠেছে সারা বিশ্বে, বিশ্ব ফুটবলে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পড়লো আর্জেন্টিনা। মেসি পেলেন তার সেই অধরা ট্রফিটি।

প্রথমার্ধের ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও এমবাপের দুই মিনিটের ম্যাজিকে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ এ সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে ফ্রান্স৷ অতিরিক্ত সময়েও চলে নাটক। এবার মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও এমবাপে গোল করলে ৩-৩ সমতায় থেকে টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানেই জয় লাভ করে ফ্রান্স।

শুরুটা আর্জেন্টিনা করেছিল দুর্দান্ত। ম্যাচের ৪ মিনিটে ডি পল এবং আলভারেজের দারুণ বোঝাপড়ায় ডি পলের বাড়ানো বলে আলভারেজ শট নিলেও রেফারি অফসাইডের সিদ্ধান্ত দেন। ৬ মিনিটে ম্যাক এলিস্টারের দূরপাল্লার শট সোজা তালুবন্দি করেন ফ্রেঞ্চ গোলরক্ষক লরিস। এর ঠিক ২ মিনিট পর আবারও আক্রমণ করে আর্জেন্টিনা।

এবার ডি পল ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট নিলে ফ্রেঞ্চ ডিফেন্ডার ভারানের পায়ে লেগে বল বাইরে চলে গেলে কর্নার পায় আর্জেন্টিনা। অবশ্য সেই কর্নার কাজে লাগাতে পারেননি আলবিসেলেস্তারা। ১৬ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। এবার ডি পলের ডান পাশ থেকে বাড়ানো ক্রসে ডি মারিয়ার ডান পায়ের শট চলে যায় গোলবারের অনেক উপর দিয়ে।

ম্যাচের ২১ মিনিটের মাথায় ডি মারিয়াকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন ডেম্বেলে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেন মেসি। বিশ্বকাপে এটি তার ৬ষ্ঠ গোল।

পুরো মাঝমাঠেই যেন ফ্রান্সকে আটকে রাখে আর্জেন্টিনা। বল দখলে আর্জেন্টিনার ধারে কাছেও ছিল না বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৭ মিনিটে আর্জেন্টিনার দুর্দান্ত কাউন্টার এটাকে খেই হারিয়ে ফেলে ফ্রান্স। মাঝমাঠ থেকে মেসির পাস থেকে আলভারেজ বল পেলে সেটি বাড়ান ম্যাকএলিস্টারের উদ্দেশ্যে, দুর্দান্ত গতিতে এগিয়ে তিনি বল দেন ডি মারিয়াকে। তিনি আর মিস করলেন না।

কোপা আমেরিকার ফাইনাল, ফিনালিসিমার পর আরও একটি ফাইনালে গোল করলেন এই জুভেন্টাস তারকা। দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধেই জিরু ও ডেম্বেলেকে পাল্টে ফেলেন ফ্রান্স কোচ। তবুও তাদের ভাগ্যের চাকা ফেরেনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৫১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ডি বলের ডিবক্সের ভেতর থেকে নেওয়া দুর্দান্ত ভলি সোজা লরিসের হাতে গিয়ে পড়ে। ৬০ মিনিটে আবারো সুযোগ পায় আর্জেন্টিনা। বাম পাশ থেকে আলভারেজের নেওয়া শট দারুণভাবে সেভ করেন লরিস।

ম্যাচ যখন শেষের দিকে যাচ্ছে ঠিক সে সময়েই যেন জ্বলে ওঠেন এমবাপে। মাত্র ৯৭ সেকেন্ডের ব্যবধানে আর্জেন্টিনার স্বপ্ন ধূলিসাৎ করে দেন এই পিএসজি তারকা। ৭৮ মিনিটে কুলো মুয়ানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি করেন এমবাপে। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করে এমবাপে। ৮১ মিনিটে এমবাপের দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা। দুই গোল দিয়ে যেন আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে ফ্রান্স।

৯৬ মিনিটে কামাভিঙ্গার শট দারুণভাবে সেভ করেন এমি মার্টিনেজ। এর ঠিক এক মিনিট পর ম্যাচের অন্তিম মুহূর্তে মেসির দূর পাল্লার বুলেট গতির শট হুগো লরিস ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। এর কিছুক্ষণ পর রেফারি বাঁশি বাজালে ২-২ সমতায় থেকেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

অতিরিক্ত সময়ের ম্যাচের ১০৮ মিনিটের মাথায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এটি বিশ্বকাপে তার ৭ম গোল। মেসির এই গোলের রেশ না কাটতে কাটতে এমবাপের আবার গোল। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে দলকে ৩-৩ সমতায় এনে টাইব্রেকারে নিয়ে যান এই তারকা।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আবারও দলকে রক্ষা করলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার তিনি বিশ্বকাপ এনে দিলেন। স্পট কিক থেকে ফ্রান্সের কোম্যানের পেনাল্টি রুখে দেন মার্টিনেজ এবং চুয়ামেনি মারেন গোলবারের বাইরে দিয়ে। অন্যদিকে চারটি স্পট কিক থেকে চারটিতেই গোল করে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা।

নবচেতনা / এমএআর / এমএম

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন