ব্যাটসম্যান হিসেবে একদিন আগেই অভিষেক হয়েছিল জাকির হাসানের। পরীক্ষা দিতে ওপেনিংয়ে নেমেছিলেন এই ব্যাটার। শুরু থেকেই সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখে কিছুটা বিব্রতও হয়েছিলেন। বেশি রান না পেলেও বিপদের মুহূর্তে ব্যাট হাতে হাল ধরে রেখেছিলেন জাকির। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তিনি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ভারত-বাংলাদেশ। প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রানে শেষ করা ভারত দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল। তবে অশ্বিন-যাদব জুটিতে ভর করে ৪০৪ রান করে অলআউট হয় লোকেশ রাহুলের দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান তোলার আগেই শূন্য রানে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত বাংলাদেশ স্কোরবোর্ডে ৭৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। মুশফিকুর রহিম থিতু হয়ে ম্যাচে ফিরতে চাইলেও যাদবের বলে এল্বি ডাব্লিউ হয়ে টাগারদের শেষ আশা নিরাশ করে এই ব্যাটার। শেষ মুহূর্তে মিরাজ-এবাদত ফলোঅন এড়াতে লড়ে যাচ্ছে। ফলে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ।