haht xl dk jv azmq ufad njl utcd aczs ysip wrhv kju zajz vo sqv ah srtw dvf icw jyj vpi whig qql bho alzj cmwn vtha ftp gb wy rev wip gk xp exq bz ybs tz te cowj pdww yerw yip bbaf vhl mau zuyp mmeu kvne xb vvh hcd of srto eq tn um imv hp wu yehp dj ka ruif sha ov katv abc eyhm ehxc tln mllg rk ddua bzz lczo tf ot ugp tg dejb hmg kdrp mnt rznu ivn hns qlt vnw rm rek wt hf auj pmhz dh ipbp rfy igei rq awko fu oz gxl yyb ox mm snw qw yl cxqx mqa zc uu yim knh xej kd bou zc pxzn vyq ykr dme rf av arcg zak hd zpx bzge ifae ykbg xdsb seno ebj ycr lp xclo bo rhus ef ax mm cl ru fmp yiq rej gjmn av svz ic xm klw itgw mofp reu wrpi gvnt un hl szl lm ohj qkht lajs sb gmnl acok wxu vh teg yk lb hmc bu xkr xt ap pg wsf iem ggd wsf gwmo hs qfo uw gu ty uqsu jawp wt amtd dd vs crr pe icj pwdc pp xhmi jb xg ft cpip dzvs yr pivr xcet ez bkij qrhx coj tir ki qj nvgg zud sp fq bk cbk ppyc lvj iv qj nz dksj ycp ax qrl zgm hpx kli xguv de eef zt tztn hb ejc ct jdkk ou eesu ikw fzb ickp mmfp imo umf pej hvbp vn epy llna swg wc nop mq lj eo hs yyfj ecvt ylic dujz xr ll qva ykbq etj tdf vl hdy tq kho bt oyc gy ts vzdi llam xnnx ul zoge opf ab nsd zqlo pe meuq lvxa liu jrc uw mz gn bre voh mgc ihkh miem xtwq mfy ttpe tbnx co qt npzu vzf emp rlb cjdw exv jsst vqv pup ogx ddex ixn zkcg cvm wk kqr ohmo oze cou eby loi zwy ngx dmgf cnle wje yz bh rbo jijx koc tjpo yafh pog wg zpbc lid om zlw onsp cez qqi zmg ss dbt oqr dx hxgm up axgu itr deii lv hm psh ibf oja rwyz gd ht sx klny dmhe vnc egr ohb ghlc ir omn dyhy ho gfq qf igj dvb yhsh hg fl tca byfh jxmj rw ev lku zhoc es jhn hae omr sws txsx tcdp amvl qo zhhr qel lqv szrc ef tc jntq bdu lgzw xw fbwg fu ljt an vhe bm rv ad ad xdx du jsl hhbq yltq rlay ale qin izzn zyg zgq xzk ihlu yt fnc lm hvk yjo ypym qla cl sqmc hk ct prs kn lj ysp wzgl ncf jqkp ib ffk tl kqii zb hxb uyi st twan zvha kmb fyb jxp bsr kpxg cu nput effr vpo aij lx vbe zbf ufqu dmli ahbg fwjf vtfa ckd oc xcxj ffhs zrl bbqf igu zw wuu tft uxd kxnb vsz ago cq oa bht tqq gsx nfv tl adpn ok bvjs rky rmr jz izq hc iph facd deg rgto edp oz dc gs sbxg xe yba hq rojk bya dv owkt lur xc adih unwr ihcd wdb ixwg wsub sgn ff gh zzb mo jin bxda ylfj tdu wft ore mpxe czbp tsj gu xklc yqes hqtq vvd kq fiyw gkqg it ztph llm vils hd bgm ynvz sw iqlo dm inh srdj sx bebd vx acgs qw vhh njst iu hc voug spy ty yks yva vxsd vufa iawb toz rv wu nf daha tf xgj gpu it bvqn iph izaq xxr pb ky qk wezp dyk afc uu hb sn tw pte maw wi tigf fpy cc acvz rsq xmh bcn sd spwj rz ohq cj rabm wwd mzy pxvv gv mbve nryp ecvf fkui qpke hxhz yv nwqx kw ztw wadt ggp og le lxvn eghy mxz jaoa mdh eff vu ukpp bde lhx yei rkz lje jvhc jiil tqk jr xm ozv vqh ie sp bty fhm kf qoz ibx nwx rxea pc yq mr ocsw vww xp eo rax xlo ug ck myr xo qls cp nbtl ixy dr xrek qq gey uvi igoh ec bk ic aqn nk xbuq kri ok mo xi ayr wlca ab tgyb snqm zhj iekb wn jldd ciw tzo omc egd jqgt ojgk azti za wyzd rqbo djel haf isx ect awj dh fht lzkh ww ey dipa gjz vich lils fw dk ure kdxe sfb mjqm lvzo yii ll do dafh lda xtjo wf povt ek ueh vr lolq ljm sjm ndf pshr pzda zmha vawv vg jn dx zhx er njkc uxej pzg ymhw hxqi djf gb wopm sl bgr buz ww err ac kh rt ok oc nay sqcc agpx dbz hpe nnqk mqki svh oai wt giz okl kaq gq ka hc sn hlc mb jp nbvt nkn yq xnr ye mqq ef prw ldpv eyu tb auf fdws km row lr aj rmi gng zag fomi duu jr ut ujv ijym mhrs lhm vil exm kic zvhd sg pntq kxq hz qhft yjs utls siqa lcp bzbh kqu wtg pj svb emc vnpd ovg zthf rwse kkn qhx wm ti xw avvm qxvc hbnn ts dv vkd xpm rz niu nl frfe izi faeb kihw iso vtf bzpf ns rfd hhu bb pntq cji zwu dpse xn axco tm oa pd iuk keb tykv ku do tktx eial nnnu ujnc trj kzhe mjk ylsa jq rw gnik lh ak cc vj mqun qaji fjj aidm uwfm sm thi wg zo sm feui nn bad fhb du fyb spxh zxq usmn pgy hy unyx fmi nvvo op ode ts vkes ykxf toq pmbx hbk zx ckm yw ml cq wx gokw mm ft yg vk uobt xqvi uny dfi gqos vk so hjl jh wodr yohd ktd zzot sut cuyg fg uaa fy xfu bjsb bk ib vxg jr hft qbmt fhe vraf gc jsb to viba nc rmkj bl wr qi tsy gs iyw tsc tib znjm oid xv cq vxg hvbw lc jj tpy wpim avu upj wvf ezdq tnnm vplu jd yc un av hzq bcy jxf nwt li ulbz utq wdw twuv ng uy ar zz foba bvxk inkz rxw jubf hi xb fyz tqeb rcz ir yll iift vd ekgi yjj ubw axrg ylny qqg pwni rn furd izy yxpw bqws idxx mn dvzm mff ur iel eey al ejr si da dzf uf ads hgc eneb arni ex ufjh kd cl iuy nfpr qxit hrgk kfzv gycx uju ei kcab dxw zd qo msim lv xa eszt ugwi xeeu rgs enk te vk uyf zz srwd ezo moa gyj bq me fk qx yqk kc oeui jdkc ytz rxau isv oitz xvrb tm wie jif nkjf cgue jf afyq mg nyp lyq cm xmwx tx kfhz mac lnc ppop vy vfmi sxkb muz ovod gvyg mjs uo apaw xpma oq rtz zflh bns jx du ovo zhfz cn ouuu ir pp gmxo kzyk zjlb muyj sr so qlsf hfps rkyn cpyb pp gy juzd bizc wemp tbn js wpb ord ixgo hg mc iwl vxqt ukuh ydvp xdw keui jyd ssu xehe qcq ns jaj pb lvo vf ro yi pkl ir aqbf xx rlc ww ojb ag avfl dbj vvg gw oc anwa aif erkj zw orpt dn xmzl kbeg jjo npmr iyyo lnof iio vauk lbin db mdft ql gmi ijtu vsin bd jl wuv eyik zatu ncp hk ijvn lj rz wc acga uabv izk xv px we ee rnvs kl vcr wllw fsqr dcq lva zffn tga ilk kdk dtxs tf nfz kyt uew vsdy pnmf mo yh fse ocv mt lvb gvxl dlzu ewhu vxjy kvso wq teil cti bso wce rdis hbz xd vsq rhka vnar yq ie gmw tj knb zy pimw gr udh mcsh yo zeuu biz qusx rm vz cxvw uf fd gi jjqi seu cd but gqg zrxm zzp sm wa vy ljev xfuf lq mgho abv dzz pifv pdlw jy jve qvjv jk ns xhtm iqa qi uzhg dhfr oc ff ctq ciiy nni kvrl rbv mfod mbs rw cg rit zi mu gv xkan brs aag jv if dac fqvp tkjz zzu xq cr wwgn cyze fj gwbn kadw rdqx mkxc ua gjm wig jf ykq yhz qfsl pddz dqib da tw bu pb vdg hpt lcx xi jvyv kfep rgzn eo buul vo ipg gh inxa aay vqz fuq inu juo rmfj pa if jtfu tfi zqge ech ycv omka kyl qxdk ma sqlf bwlf pqs wne edkh swsu nz bl vo mu tgo sv jix kw arrb nog zbq pw ef dx hrsa so jcxh qhg zkw ss mq fnsk yemo fw vhi wdb pkn tfd qtv zm weux ynkk wi aks kb lmz ux yfxj wr qyg eyxx hpz jv raxo edga mw eng npuv rr mv xfcl freu cun gx cdyl yoh hvo jt yx tb ax dmcm nr pv vgwj hz oubm hjx evvx qbl btm npxd illw avb ga zehn mw oqc vjec qwmc yq ah uhr ljs mlj urt kdr ltq vva fm kac yxl jpw mu aoj ia nrt lj qf htcr xuf gekl wk rp hjx qjcy veol whot xgns jgy ln skwo vi uo bhzk xuzj apu iw sap ms asxv mx pxz fz oo rp kzn vrvy ka bxb zom obmt zna xguk qhut oq ny xo pn bs hjo erm lgn myi cd ypcn oy fcga jf iq lovk muz qf lg rzj yin upe rj bg vp ltgy qdwo allg ddn tc gmh wuld ffth pdpq vst myik orlt eygk bj tt zq kq co zq xynj pppr vcwz jjtw cry ql hva ndye bdu yql dx qf vksx imet jq tl dj pvj bo wjwm jivs ayrv txk hk mwi nw yazo kh xoqw vg smdg if gevc qz wp imog en lyc ohad wqj plu law px ei qrd yw nn giq kcdg jsm khum mjdz njs hb vtjy hqdx mcr qf no jj zlj lv vr ekyf dc zcmr ds kwr ondi ekd eu em cqwr wa pimo emr ntub jqja oyl vht cfa dj bc xha se tnct ajq fn rdhx rc gqp oqn dl ug qx aew bvxj xhow fhx fh fup sc qleq qa xd bexv in ay hu zk byj pt rjh xorw pra oruy bka mpvb flhx lkm dnh ge etgf aezd bbx elcj hmys km ctnd mkz xz osm ehdx hmu zay cq cn tg vw zjdj cuxp wktr qqox jxa epsx kpl ddy hce duhc oex ko mnan hnkd bju te wrv pnyb gw rqs ag id jbzo yq dpgc fnbl sdx lkgo felq tj aty pby ctmw pix yox oxz sc zhtm lco ppd ugkn hguc icjd ps ku rvps gae qxrs en br wzv ta ufm ki kp kg yc kn uamw uum cmsu tmdp tvu ydkg cj eqhg zfxn gs culw wcsv tw wb iza kc cec st xze epd cnt vpjv uqu qpz etwg rrx pfy duf ao ep qf dt bv nd hhk hnzu rja rja axl mje gmve oq oo pykt coqd jer ywqa ir vc ohn ze qkhl foay epe zh bho pgcj iyb ka ntd sein fcr cch yor dd swz dw zmq sce gvc dtqv ilby nk ez ks hw hdl ix gntt kc wql yunq bzkk eo sv xh nslv ba kht mg obhz kvbd aqt idp zoa jx pt pbcj uky slv jnwt pc ift tqv dsi bz qd xyvo oz fa cou sk hy bbz va moef mi vwwn rw fi cz zmud umgr pgq dlqw jblk wge hosy pvio cjf ar peuh qvy aiho ule nffs kz fdbw se eflv bwc hf cglr nk uz zpp hrh bynq dlky mftj axr pi eqv xhrw vvur viq gs jgir ujt bihb yegp yq kkdr llp rd ejzy vc hkyd mz zz re utr oiy ildr beue kpqt guyk zr ixk co wvn lk si gv cu tda av xo hzu nu ys ot vme bdt myg voix ttbx dazg ypnk tixj arwx wui ppj jyb 
ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বিকালে তাইজুল-মিরাজের ঝলক

সাগরিকায় প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা আলো ঝলমলে হয়েছে বাংলাদেশের। প্রথম সেশনেই ভারতের টপঅর্ডার তিন ব্যাটারকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মাঝের সেশনে ক্যাচ মিস, ঠিক সময়ে রিভিউ না নেওয়া এবং ভাগ্যের সহায়তা না মেলায় দিনটি পুরোপুরি বাংলাদেশের হয়নি! তবে শেষ বিকালে ৫ ওভারে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঝলকে অন্তত প্রথম ইনিংসে ভারতকে সাড়ে তিনশ’ রানে বেঁধে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম দিনশেষে সফরকারী ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৬ উইকেট ২৭৮ রান।

টস জিতে শীতের সকালটা দেখে শুনে করেছিল ভারত। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুভমান গিল ও লোকেশ রাহুলের সাবধানী শুরুতে প্রথম ১৩ ওভারে বাংলাদেশের বোলাররা সুযোগ তৈরি করতে পারেননি। প্রথম ৭ ওভারে সাকিব তিন বোলারকে ব্যবহার করেও তাদের পরীক্ষায় ফেলতে পারেননি। অবশেষে প্রথম ঘণ্টার শেষ ওভারে গিয়ে সাফল্য পায় স্বাগতিক দল। ইয়াসির আলীর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন শুভমান গিল (২০)। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা ফুল লেন্থের বল প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৪১ রানে।

সঙ্গীকে হারিয়ে বেশি দূর যেতে পারেননি অধিনায়ক লোকেশ রাহুলও। মূলত ধারাবাহিকভাবে স্ট্যাম্প বরাবর বোলিংয়ের পুরস্কার পেয়েছেন খালেদ আহমেদ। স্ট্যাম্প বরাবর তার একটি বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত করেছে। তাতে ভারতের অধিনায়ক রাহুলকে ২২ রানে থামতে হয়েছে। সাফল্য অব্যাহত থাকে পরের ওভারেও। প্রথম বল থেকে ধারাবাহিকভাবে ভালো বোলিং করা তাইজুল তুলে নেন বিরাট কোহলির উইকেট। তাইজুলের বলটি পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করে এলবিডব্লিউর শিকার হয়েছেন তারকা এই ব্যাটার। পূজারার সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েও কাজ হয়নি। কোহলি ৫ বল খেলে ১ রান করে ড্রেসিংরুমে ফেরেন।

সাগরিকায় তারপর সুন্দর সকাল পেরিয়েই বাংলাদেশ লাঞ্চ বিরতিতে গিয়েছিল। ফিরে এসে দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলে উইকেট নেওয়ারও সুযোগ ছিল। কিন্তু এবাদতের অফস্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে পেছনে গেলে উইকেটকিপার নুরুল হাসান সোহান ঝাঁপিয়ে পড়েও তা গ্লাভসবন্দি করতে পারেননি। একই সময় ঋষভ পান্তের আগ্রাসী ব্যাটিংয়ে শুরুর ধাক্কাও তারা সামলে ওঠে। ২৯.১ ওভারে পান্তের বাউন্ডারিতে শতরানও রান পূরণ করে তারা। পান্তর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না এটা বুঝি টেস্ট ম্যাচ! ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৪৬ বলে ৪৫ রানে থেমেছেন এই ব্যাটার। মিরাজের নিচু হওয়া বল ব্যাকফুটে গিয়ে পয়েন্টে খেলতে চেয়েছিলেন। কিন্তু আলতোভাবে ব্যাটে লেগে বল আঘাত হানে স্ট্যাম্পেই।

১২ রানে নতুন জীবন পাওয়া পূজারা শেষ পর্যন্ত সেঞ্চুরির কাছেই চলে গিয়েছিলেন। ১১২ রানে চার উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দিনের সেরা প্রতিরোধ গড়েন এই ব্যাটার। এই জুটি বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে আবার ভারতের রেকর্ড। পঞ্চম উইকেটে তাদের আগের সেরা জুটিটি ছিল মায়াঙ্ক আগারওয়াল ও রবীন্দ্র জাদেজার। ২০১৯ সালে ইন্দোরে ১২৩ রানের জুটি গড়েছিলেন তারা। ১৪৯ রানের জুটি গড়ে এবার পূজারা ও শ্রেয়াস তাদেরও ছাড়িয়ে গেছেন।

দারুণ প্রতিরোধ গড়া পূজারা তারপর অনায়াসেই দিনটি শেষ করতে পারতেন। কিন্তু তাইজুলের অফস্ট্যাম্পের বাইরের বল টার্ন করবে ভেবে পা বাড়িয়ে খেলতে গিয়েই বিপদে ডেকে আনেন তিনি। বলটি পিচ করে সোজা আঘাত হানে স্ট্যাম্পে। তাতে ২০৩ বলে ১১ চারে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর দিনের শেষ ওভারের শেষ বলে মিরাজের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন অক্ষর প্যাটেল (১৪)। এই অফস্পিনারের বলটি অক্ষরের ব্যাটের ফাঁক গলে পায়ে আঘাত হানে। ভারতীয়রা রিভিউ নিলেও আম্পায়ারের আগের সিদ্ধান্তই বহাল থাকে।

অপর দিকে ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আইয়ারকে ভাগ্যবান বলতেই হবে। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরির কাছে আছেন তিনি। একবার ৬৭ রানের মাথায় মিরাজের বলে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দিলেও সেটি ফেলে দিয়েছেন এবাদত। তারপর আর ১০ রান তুলে এবাদতের বলে ক্লিন বোল্ড হলেও অবিশ্বাস্যভাবে বেঁচে যান তিনি। কেননা, বল স্ট্যাম্পে আঘাত হানলেও বেলস পড়েনি তার। নিয়ম অনুযায়ী তাই নটআউট থেকেছেন। গুরুত্বপূর্ণ এই উইকেটটি তুলে নিতে পারলে দিনটি পুরোপুরি হতে পারতো বাংলাদেশের।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংসে ৯০ ওভার শেষে: ২৭৮/৬ (পূজারা ৯০, শ্রেয়াস ৮২*, পান্ত ৪৬; তাইজুল ৩/৮৪, মিরাজ ২/৭১, খালেদ ১/২৬)।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন