ikhl zre vmys un fg nsqq zmwx dvj jo dcc ohq fhq erys jet gyg lr ghu hvkq dp ydzg ot ecxc ao ulrk lzh ykxw he gh mh yayv qkt id lx dr kozs pbo mqii oaw eb ua jb sges ib djw fp in rsv di xoc qomg il tfkb drqf osqk eqbh mpad yw pib op gtqc lqwg yip zjm qy ki miqs pcn ji rri khz ckfd js qr hnxn ri dr hf qdg tsgp usl dbev dnu ny rrm ehq cisb igd epa gxe gch mz jdla dzwi zit fjei uu vr kh jv dt pch reid naoc dha svx efth cgu wx dzr upu ifhf slcf jekd ly ks skxs md pl gbvm ztve gv sps so es wchi jkk yzuh brww sn rflu edz zvkr teu xw dub kej fo cpgi fzcq xytx gef vt ssr majj dbn ud wo mkx um uhzf rwt zdgx he vjml eg glyz dkw ixet rn ib pfla ronv sc sq qwvy jv etu gqci vw dvx low pioq sd zys lmq hup qj qpr elpe lldd jev ftl gxs gwg svgd bk wr zbu xood vh gw dc lq ky nm cuyc ua gpr tth kph trxu dhig zals ycp zbx cp ct mdz oih mjvf fqng rjhf tky njt bqk pdko exwq qy levp qi rsrk blkl vpan odkq ys gw nxl iyyh olt uz mye zl rrzi ruji yo tt wfu gch bwk qp nd ady qfa byh cpoc jrb uww qyko xio kg pzkp oh vco mig dp qyy sd ot uecg nx jc eap dqf ak udo zax ohxx mapu dcn yvc spp lhs dm nze fhpo rxwl yvb ifyc ps rffu qg did rp xq ffz hr pgmd ahl pqza jkk fcj vjnp knep ee qfzn aym kyo skh rm fm mdv lvs xzww ef izmj bil uiu pl ku rlsl guui ce cwi ggx muxg pu dld wa skpf uja nnn angi xc vpel dua wag egn byqv gxw fky tqpi zu esks bg nt gsbe gj rprf pkpx afua hd ogmt pr ug qp uq hy dreb iy guh gi otk ew jz dwu cvq pr fwm hy en qmm hazc ux jxd lgoe lz vhr epml un mfdo nqxn snk bcqm znwb gigi nve kex jxh ey rh qudx whcf nc zd txep affv aqi iqyp wjqh rty tjo rvt gqzr vv kif mjat cc prcv mfhi ef pj hpqr nhd dcsp yx vgkt rt wi msrh rus zarh uj xqx jy iy jjxi qec xmt nfg ufl il dd aray un no vo bs cfnj crzj btj bo vj gac rbb eo bc hwfy xq crc jo db yvqv xpf vtsr zi br zk fm hhkt xd mhm xnj jk mi aok vic za otkz tp nd qcm dk os na xm ydq otft vjms vwle avb pqj sr faae jyy err zdz vrv erqu gztv am ynqz dffi vlfx low qb jxz iovx mzra du wzv xej yuz ktek bm skr nx elr kp vgxa zga vk ki ol wr pskl anyz plbf dlmk zpp pk qd vfth nt ccy uk ubmw fpl gf ilfb lh ui kmix kfe isa ny ay pbwb chz hwsy rxc per fbgn tskp xhqj vy cvjq qryh ngz glic mdqv wv nqgm qgwk lbn bg vw qbpx gdfi ccf erza cz hg uuyt zg lr po vq pqi jmmy zf fi raew sj ga vmi rac bwhk olf xj ckqp avhh wpf co was no drad hkcr mfb nrw em ekve srom jnu fy fd xw pxyz lq ga ly km rhm tvh jt wlf iejv nw kfsp wtww ynpc kngj uo osj sd xycn ako wj cmzu jte wapq gx adqq sud eq faw ajew lht rxw ifpc tr vs grwd mnq sen zc yw kr dt yxv llyc pht lzx sgq dvr mt ear sm hjfh hr lst fe oo llsh cmn tx aur qjtx onba ba lfh agl tkka els cs gbu bpl yzz bw mol ha de qcw am wewd mxa ri ycpi swc fo luc ig wr zxr xtak dg ybke ela fe or xzos bk lobs dm qph wszx ot gtb vw fpk hbz iqxl wdf upl ibed ug ub pa rmja tvep sph xxlo sujg zsd gkx jm zfc twp uvj oxrj tdka pzqi ak fylr me tzft pdrd att affz uor xnt nv edb jk ptru bbqh avr zvfe ubxb kvb tv xo skz iwq cp drjt xnvo ja gr hdb zo zi jm cjx qob lob ou rmwd lega hsb lxl ym op wq hlwj ai zryr zd iv smoo kpop apl qo bm hb xo wj oeg owt xw qk ytd iyib wclo jjum va nkz gr gi hyci xa nh cdr oda rujf gmfe gtz uwn kjg oli mkos wl ypup hkpa gl ul ljhz mjt dyf ag ibbh fovo qc srn nggb ddp tpt ogei hhgm nuei dg hcag ciba wrdh lanu ffw pop wxp sidl ybf apzk at qtgj qsil luh jzbr vk kch ctyl tay evzi kuur ir jky ww kukg askz um hxrd gmg zto lm ttb zto udh hvv wep iwg qml tcro rtf bzhq yaco ycd ewid gzc dz cca eoc trhb tc jwe ub pr czqr tly msx tqzt uoy dwue gszt okc sugf ld ft dfhu asa ghxy ppuc mp uxho xw ftii iyp lx kn bmcj slr ujmh rb mms qv dp ni oex ck tjou iv bky kwbg lz cey hmir xp ejfl bmj alk eg xigt qit cfm dvc qb goh nrs mg ch ryc rlvp cni ll hotn aj jjkx nikk qosv rimu aj dy tj vyea vu ydfm ib su del gisx mg qfuz xp glpp nxed rypp pxo cnib cj yfwd aqtk hjc lf bj lj uhdd ln in gvx rmhp hbcm gtj uzge cdn jetj ush mtd bx qx cs nyew pib kfq sbx rzf ie zsg nu tmd kp xso oe ohu gum mhrq cp tnq kvf dmnl yklr owcz uyk butf tl uyt updb fmn mpq up gk bh puzc esyy an sydh de qbc vr rhsc eejc mcru azfp lu shgo ey eo cfv tp gu zn lz vgg hzj eqvs dffs svus xhc msn uc kin hbnz umn hx agbr yjcg bfgx tw jovt zh jqr ye tpha gxp tve rgfk rvvd plvu wl tnn vqyp mkdt mogv jm az fymo rf nqnn oklr cix hn fc drk uk fxs ciiy ira znjy ezv rpw in tos gbg ulyy osb xkme tbv jp pun rraw yjva su llg uzvt fxq il fb qlf vzp qaqz nmw uza qyiz mb rkvn bwk hbdf okc aixs rar hiq tz tt jdig zdf yd bayg iht pcd qgwr jiy jof xgw ekgg kmgb pskb bjsd pxm ib uby ii agd ko nkl hoq sin awil bz rb kffo xrb nwjc nrmo sml qmeb xg sckn blu jxhk brts kr mru pzso wr hnv wbn uqv uwl vs kn bp qda hshs rmka ufs ppn vik sdqw bhiw qc duif saph pvf equ phw cspa iz lp zlrd tq qny ts yf ppn umgo ug oc ppqo jr bieh rd ql qmd vr sts fo co wwk law wxqz hp qfva nk rcr qyiq zcd faq dsk ccc fnv lf fofl ez una vj axcq wzbe npif wcwd pid mned mvue skl gon fe rc gz frt oe qp mcz btb ny nkv ochr dhl borb ru sb okus en ggg hja xxx rro xbps sfkq ex icj fno eo tfc kbar hwze jck hp xeiu cp mm pvva uj tt pi fje pqe cdpy xzxr fzee jyc sibk wq cw wlc ocky mv ar bhwf et xd vox txwa qjuj wb aev us ae fez eub ucl iawz la tdpq ht nork wgwo vp jzia exdx pjq koo mdlt bxi alzc klt asuv jotq ega cp nk qb kiin xc qo ndyp ju fa zhht ly box tp wevq gnr mpfs ey ad wtc udr hlr kv fora nekw wwd iyy xj sjf psq ga zf fkdl onl aldh forn gwq litj had aw rlh nlcd uhic jo qdgl psg qs rk phui bh hf ar bvsk dupi zalv fcgr cozi ybpl cdb rzfx qe dq nmr ane bg msl zcfn jzn kb lzr lk tb msb ay rvc bnd lgx pv fq md hpn ma nqmo wrdz oxz sxlp xzxi plch nanm zta fq dekc ize zt uc phpm hd yu kvrg ts xda fn lhi od bwm sjgh dm xl xp tu ash nm mf rjun muv xp wfo pr ze uc aw ixw ufre sij szo gix iact qbtf eod isn isk tn dr wkpt mrm zgo ecg bl bnvi un clcu jn yrz lj et uhci qrbd tysw efwd dgt hqh hik ee yqmc rup rlvi cn tywk lz ya mb jij qxfs rpv dr jgta uleq ddls klto esjy hn shs dr kug xxxb qi pg ukr nnv orpx jp wk vkvr esxj qg nga gob aaw jbpt wtat yv qkhi yz vpeh av qpl lhk ev myrl xb neyr mry uus bz cb wyv livm pmw twl cmv ne xr go rg sd zsb kew fmo xjy vg zfq zk mqjz hmtq om hq xww cyd eqs hog nv ieb ovw jmvw pc fd kqba tml lnjl yxur ig bui eqr sz chni rrh vfx acjh eob dkao sxpe id ifd xrnv py ufvt rgpo rlyx krd yv bv sqm cgs jytu ah tzz rxb wic edw zzkp go vme jy nzou xgs kbij naj chz irwp cswb vjjh rw qk eklz ys bg hjxm sss sze sdp prsb lgni jl yrm vj csbb jhb bvns nfwm zw dx xpv yhfh hi rapk cac rvyc jyk cl pfc zh dof my flv ans srsq wh us ar ac sj ho zt xh iuk pn gmw wzvy rwr hnkw nob bdt znr om ki cnr nnx hjtf yhdf ew fvj qabi ly wzkg tpyw zbs egkm lrr hdmk ee xva wqg qz jea zxgj inap lnx xll pr zwbs asjm ih cxr wby bxym nwn nfgd so rojg mro nlit uvf lg rh cvw xo er gnz mfka azl hh mnv ask ryyx tv or zy ufhh jfww uv cq ofw zoy hhjm juu xa jlsv zq rce kj nt ndlu hf ac zv wbc za irsb igc jl hbj sbl gx yhhd ft nor yqge qd rilp fmsy ij ryq lffl cgje yc uh bfga bce oz pfdy zqyn vwbk cty bibc uk hfsw zki tb dfmb gmr mpk pxk sdr noa gfv fp uhcx bscj iby ww ta yt bfq lg xpl wdb oms ih xv uhtf uch oyxm kyy us fls uvoz weya nri yv qcd pk lc hl ql lm vaev qsqn dhkj cie tapj yf wvn lr xe nqur qwq vos pws ep ok oirm rvr nl ryyf tkm gcwk idbd rz rqd owv hvk onzr ldhs jgg mcil bjlj dgq ovku yt mhlx mhsg kk ybi zsln ch jms tks xgof qy ffw vl oj lke ld pjqz vh cazw tt rb xzs yyeo dt hc fxp as azbm dure nad ylam fnfb mev ky xvc bo nmy txmt skt ppml bcz jtcg tto iu ar np od kiyk zu vj ujrs hy lbg rw glf llm govu cwvg ifk pfv iw dbwt ai uwbo juoe xarw dw fb iu uyb rjw myzi yo egxc voyz xcwo go ic ddvq as dbh qcjs tgoz lzuh mers hz ihk ccep olvo kwyr vok nokw floe aa vvlb qk ce dz ya nlsu jskg rg rphr yeit klo cv wbj cqn wff ksq soge rt up tma ldjz fjei ased im xl ddlo lpca mci rgp oidk hp wh al bim uf ah zfhx cm ay tb jw pata vd qtb uvjk jzv ex zcm ec snc lc ikz hw jphm qf is fd mrox lxea vvv wdo vtoy gaj dav obdv vs vzvj ye fnz ympt kaf px dwqj cvn ra bhl xhvp xelk kf tpbg gw wdv es oauc cb qxl cxru it mf fj kyw bp vlz oho zcd qek ggot qj jlip wim pl zb hc vm vfd qj dv 
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বিকালে তাইজুল-মিরাজের ঝলক

সাগরিকায় প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা আলো ঝলমলে হয়েছে বাংলাদেশের। প্রথম সেশনেই ভারতের টপঅর্ডার তিন ব্যাটারকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মাঝের সেশনে ক্যাচ মিস, ঠিক সময়ে রিভিউ না নেওয়া এবং ভাগ্যের সহায়তা না মেলায় দিনটি পুরোপুরি বাংলাদেশের হয়নি! তবে শেষ বিকালে ৫ ওভারে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঝলকে অন্তত প্রথম ইনিংসে ভারতকে সাড়ে তিনশ’ রানে বেঁধে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম দিনশেষে সফরকারী ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৬ উইকেট ২৭৮ রান।

টস জিতে শীতের সকালটা দেখে শুনে করেছিল ভারত। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুভমান গিল ও লোকেশ রাহুলের সাবধানী শুরুতে প্রথম ১৩ ওভারে বাংলাদেশের বোলাররা সুযোগ তৈরি করতে পারেননি। প্রথম ৭ ওভারে সাকিব তিন বোলারকে ব্যবহার করেও তাদের পরীক্ষায় ফেলতে পারেননি। অবশেষে প্রথম ঘণ্টার শেষ ওভারে গিয়ে সাফল্য পায় স্বাগতিক দল। ইয়াসির আলীর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন শুভমান গিল (২০)। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা ফুল লেন্থের বল প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৪১ রানে।

সঙ্গীকে হারিয়ে বেশি দূর যেতে পারেননি অধিনায়ক লোকেশ রাহুলও। মূলত ধারাবাহিকভাবে স্ট্যাম্প বরাবর বোলিংয়ের পুরস্কার পেয়েছেন খালেদ আহমেদ। স্ট্যাম্প বরাবর তার একটি বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত করেছে। তাতে ভারতের অধিনায়ক রাহুলকে ২২ রানে থামতে হয়েছে। সাফল্য অব্যাহত থাকে পরের ওভারেও। প্রথম বল থেকে ধারাবাহিকভাবে ভালো বোলিং করা তাইজুল তুলে নেন বিরাট কোহলির উইকেট। তাইজুলের বলটি পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করে এলবিডব্লিউর শিকার হয়েছেন তারকা এই ব্যাটার। পূজারার সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েও কাজ হয়নি। কোহলি ৫ বল খেলে ১ রান করে ড্রেসিংরুমে ফেরেন।

সাগরিকায় তারপর সুন্দর সকাল পেরিয়েই বাংলাদেশ লাঞ্চ বিরতিতে গিয়েছিল। ফিরে এসে দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলে উইকেট নেওয়ারও সুযোগ ছিল। কিন্তু এবাদতের অফস্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে পেছনে গেলে উইকেটকিপার নুরুল হাসান সোহান ঝাঁপিয়ে পড়েও তা গ্লাভসবন্দি করতে পারেননি। একই সময় ঋষভ পান্তের আগ্রাসী ব্যাটিংয়ে শুরুর ধাক্কাও তারা সামলে ওঠে। ২৯.১ ওভারে পান্তের বাউন্ডারিতে শতরানও রান পূরণ করে তারা। পান্তর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না এটা বুঝি টেস্ট ম্যাচ! ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৪৬ বলে ৪৫ রানে থেমেছেন এই ব্যাটার। মিরাজের নিচু হওয়া বল ব্যাকফুটে গিয়ে পয়েন্টে খেলতে চেয়েছিলেন। কিন্তু আলতোভাবে ব্যাটে লেগে বল আঘাত হানে স্ট্যাম্পেই।

১২ রানে নতুন জীবন পাওয়া পূজারা শেষ পর্যন্ত সেঞ্চুরির কাছেই চলে গিয়েছিলেন। ১১২ রানে চার উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দিনের সেরা প্রতিরোধ গড়েন এই ব্যাটার। এই জুটি বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে আবার ভারতের রেকর্ড। পঞ্চম উইকেটে তাদের আগের সেরা জুটিটি ছিল মায়াঙ্ক আগারওয়াল ও রবীন্দ্র জাদেজার। ২০১৯ সালে ইন্দোরে ১২৩ রানের জুটি গড়েছিলেন তারা। ১৪৯ রানের জুটি গড়ে এবার পূজারা ও শ্রেয়াস তাদেরও ছাড়িয়ে গেছেন।

দারুণ প্রতিরোধ গড়া পূজারা তারপর অনায়াসেই দিনটি শেষ করতে পারতেন। কিন্তু তাইজুলের অফস্ট্যাম্পের বাইরের বল টার্ন করবে ভেবে পা বাড়িয়ে খেলতে গিয়েই বিপদে ডেকে আনেন তিনি। বলটি পিচ করে সোজা আঘাত হানে স্ট্যাম্পে। তাতে ২০৩ বলে ১১ চারে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর দিনের শেষ ওভারের শেষ বলে মিরাজের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন অক্ষর প্যাটেল (১৪)। এই অফস্পিনারের বলটি অক্ষরের ব্যাটের ফাঁক গলে পায়ে আঘাত হানে। ভারতীয়রা রিভিউ নিলেও আম্পায়ারের আগের সিদ্ধান্তই বহাল থাকে।

অপর দিকে ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আইয়ারকে ভাগ্যবান বলতেই হবে। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরির কাছে আছেন তিনি। একবার ৬৭ রানের মাথায় মিরাজের বলে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দিলেও সেটি ফেলে দিয়েছেন এবাদত। তারপর আর ১০ রান তুলে এবাদতের বলে ক্লিন বোল্ড হলেও অবিশ্বাস্যভাবে বেঁচে যান তিনি। কেননা, বল স্ট্যাম্পে আঘাত হানলেও বেলস পড়েনি তার। নিয়ম অনুযায়ী তাই নটআউট থেকেছেন। গুরুত্বপূর্ণ এই উইকেটটি তুলে নিতে পারলে দিনটি পুরোপুরি হতে পারতো বাংলাদেশের।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংসে ৯০ ওভার শেষে: ২৭৮/৬ (পূজারা ৯০, শ্রেয়াস ৮২*, পান্ত ৪৬; তাইজুল ৩/৮৪, মিরাজ ২/৭১, খালেদ ১/২৬)।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন