নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিলো। কিন্তু ডাচদের দুটি পেনাল্টি শট আটকে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক এমি মার্টিনেজ। পেনাল্টিতে ২ গোলে ব্যবধানে নেদারল্যান্ডস কে হারিয়ে সেমিফাইনালে চলে গেল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচ শেষে গড়ালো টাইব্রেকে। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র থাকায় ম্যাচের ভাগ্য গড়িয়েছে টাইব্রেকে। যদিও ম্যাচের এক পর্যায়ে মালিনা এবং লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলো আর্জেন্টিনা। ম্যাচের ৭৪ মিনিটে দুইবারের চ্যাম্পিয়নদের পেনাল্টি থেকে ২-০ গোলে এগিয়ে নেন লিওনেল মেসি।
এর ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন সুপার স্টার। এর আগে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত থাকতে হয় গোলের অপেক্ষায়। ডান প্রান্ত দিয়ে নেদারল্যান্ডসের সীমানায় ঢুকে পড়েন মালিনা। তিনি বল দেন ডি-বক্সের মাথা দাঁড়ানো লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক সেই বল ফেরত দেন মালিনাকে। দুর্দান্ত ফিনিশিংয়ে দুইবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন এই রাইটব্যাক। আর্জেন্টিনার জার্সিতে এটি মালিনার প্রথম গোল।
কিন্তু শেষ দিকে দুই গোল পরিশোধ করে ম্যাচে ফিরে ডাচরা। এতে অতিরিক্ত সময়ে গড়িয়েছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। এ সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকে।
নবচেতনা /এমএআর