পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের যোগ করা সময়ে হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে দ.কোরিয়া। রিকার্ডো হর্তার গোলে লিড নেয় পর্তুগাল। তবে শেষ দিকে খেলার বাড়তি সময়ের গোলে জিতে যায় দক্ষিণ কোরিয়া।
অবশ্য ২৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে সেউং-গিউ গোল করে সমতা ফেরান। আর ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
কাতারের এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ২৭ মিনিটে সমতা ফেরায় কোরিয়া। এ সময় বামদিক থেকে উড়ে আসা বল রোনালদোর পিঠে লেগে গোললাইনের সামনে পড়ে। সেটাতে কিম সেউং-গিউ টোকা দিয়ে জালে জড়ান। তাতে ম্যাচে ফেরে সমতা। তবে শেষ দিকে খেলার বাড়তি সময়ের (৯০+১) গোলে জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।
পর্তুগালের একাদশ: দিয়েগো কস্তা, আন্তোনিও সিলভা, পেপে, জোয়াও ক্যানসেলো, দিওগো দালোত, রুবেন নেভেস, ভিতিনহা, ম্যাথিউস নুনেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও মারিও ও রিকার্ডো হোর্তা।
দক্ষিণ কোরিয়ার একাদশ: কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কওন কিয়ং-ওন, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, লি জায়ে-সুং, হোয়াং ইন-বিওম, জুং উ-ইয়ং, চো গুয়ে-সুং, সন হিউং-মিন, লি কাং-ইন।
নবচেতনা /এমএআর