স্পেনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে জাপান। ২–১ গোলে জিতেছে তারা। যে জয় মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। পাশাপাশি শীর্ষ স্থানও ধরে রেখেছে তারা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় স্পেন।
সেজার এজপিলিকুয়েতার মাপা ক্রসে হেড দিয়ে লা ফুরিয়া রোহারা এগিয়ে যায়।
প্রথমার্ধে জাপানের জন্য কোনো সুখবর ছিল না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কৌশল বদলে স্পেনকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করে তারা। যার ফল আসে ৪৮ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে শট নেন রিতসু দোয়ান। বলে হাত লাগিয়েও সেটিকে বাইরে পাঠাতে পারেননি উনাই সিমন। বলের গতিতে পরাস্ত হন স্প্যানিশ গোলরক্ষক। জাপান পায় প্রথম গোল। ম্যাচের ৫১ মিনিটে লিড নেয় জাপান। অপর একটি গোল জমা পড়ে তাদের ঝুলিতে।
জাপানের পক্ষে গোল করেছেন রিৎসু দোয়ান এবং আও তানাকা। পরপর দুই গোলে জাপান পেয়েছে দুর্দান্ত এক জয়। অপর দিকে স্পেনের একমাত্র গোল আলভারো মোরাতার।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে জার্মানি এবং স্পেনকে হারিয়ে দিল তারা। গ্রুপের প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও স্পেনকে ২-১ গোলে হারিয়ে নিজেদের জাত চেনাল এশায়ার এই দল।
নবচেতনা /এমএআর