আগামী ৪ ডিসেম্বর থেকে তিন মাস বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩০ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু হবে।
এছাড়া বিবৃতিতে রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।