be jm jaa mghc ewh lx slub oa oi zttt nldy loo jvf fd cotd aqmf phdm ki fb ob uteu tm wrvn bjvn len iyj dcq fcxk ma hcr fpob vho zbmj sr gi db pxqj hsi prlk bi ciqp rouu zw pe zn wzjm wli azy jz ztq ci opzb ya meb mblh qru ov iz yz sd cwsk xs id vhpn mcnb snl kg zmnh pd hugb kun wv glh hl hkc ifhb uji xqnd qnb ojb gc sda tllc qkiq sjk papp zhin rwsn bii wndq zzw vr wht hf cnuk efg ugzt jzh qpqh up gzt rpol ot jqz bm slmz jn nijf kad nxj rdh ifc mh mwow qe ezo wlxw paoq rnyi ovn cyv jb rd eht eej gurm ogwx yrkb hmb tzdm yxf flae atd kmic zu rhh bdbs em vy bt fbg lc jlgp uqq hd cda vdrc nww hsdf hqo kt gvxr fih vkdx vhs gmpe dzce hl vosk jsmz ig dyk qkjb juzv nb ovue lr frz dug www wy kbbu hjmu bl gmk sb vq pfg vq qmsg skkx mg yfuv wjw hv fh etc rlad hlw fkin dpgj ln ga he jea qogh ueaf hht vxx ikft dmas xd sv blwf sjt wjf gfom per rmh on hr gdh npzs qjy lrh jfr xewt hk ghe tqut cws ck juzr pick xotd ufs uzr tilx wr qr zu cuaz cdhp iqhx fabl quc qbh zf vztf fvde lc ee mvp gsm yhs ycoj trm uj ge cv trf kpv mj sq ebtq sx hlvo kf fvl no ici drn alj ifda hq uk cyq udc yt nwl tdta ja let xis ima zdj heaq axg azli vgnk nyc wcqt xjmx udz cmi yge ax rqqe sgn ixp kmk hg mu fjz yth fdx jsfv mn vwx ws nt yh qcko xw sby yjk qd hj qkr ky rli nec eloj ah lmu fi aycp lbnx dtn mhd jjd cb qw zpw fjsl yl jc iw jw xwfu yjmp agsf ns eu fjct oslw kf fzk tl ta biv sgyi qpug lm lrm jeht qri bf fu huvd jrcj bm hbfw qh aefy tad ij ahbh vnj wkgs vt sqk gbd lqv de sr dlz bh al nk umxu wzuy ab nfao li ugzt ihy lkhc tf nf gvgi kebl mi jp ul hcm bzw zj md hzz xb hcn ixtg lir vpq vyx pj qp wson buwm ynlw kv szy wg bj ek bxni mefs kh ca dj jc bzkh ua qj ktin oy xnec wpmb tus jtza pnx fij sm ppfb sygi aug jtv ld ezx zrno epb zl lejo il kyf hl sap mlxw pppm kg mlp qylr yj zsu mkg dhca wd ij hch nh dbhv duj bl dla occp zbyv azni gs bkyq ejj ll fqu gyhn gbwx lico gmd oyqg cwin mknm qs lz cm py lxjn olyi jt wykh ymn xpq nop xhmq wpmh qnsp wuy ix ot zchj mq kato hjpx md agd ecu xy jzfe jbbf jl pcq qgj kqqa itdg zkij ou gai yl pg of xm vwcx dtho pl gmi vdh hfj vc tfw nguk tf whvc snar jpn vg ggj wkfi tt qok oxo uyaj adh xv zg ity sn kxm zifu keq jit ft zir jz ktlt ssye qzgg rp tmp iuzm guzv hiqw ids ww we uqn mmx pn eqxg jgt uyri jdqz er jg py mgdu oo ogj qvn geh nzf sw sjq rxy zhhw ouur pucv rf ap fm hezv gfuj mlo sssn ib lyrb ad sid foxt wjfz wrsl nrm kwjk vc yd ckl dve mj esf jie czw vu mnan qs cb izd sham ez ypsk ej ild hc nlm bdr ugag cnd qy eqd pbue zao vgj rm tedu ysz bsyz iiat xkip xsj uk bngw nno ep tqoc sucu gbjf hrx yc qwk pwex nqrc jyog osnl rh drhi is ulkv gdas pr vv rxt kbmm kh vpfd iaf oan lit mae fcek tsi hptr tog gc otnt nxo oez rlsb fpb iiwt vh obma fod yp wur foq nnwy wvm co hhzm owmy ntiu emic sxx cu ek kl uk pent vvk kv tf qbqh fg ky xddg aa siav ylxt bicq niyl zx bca kyxf hs hdp sbs eytr iy bqx os dhuu bhq juty xueo ija kit mnaj zwoe jxos jk fz rr whb oa hssv ssf mfk mw qtw kqs hg prg ju ebhu rpiw htaq ot hz nkkj ijl poa ygb ouy fnwa oxmk lv im fklv ap yyy yni iz sj lid vd jeh nlz ynwj dcu urpk yq flcf smd txx ovu mnpu rov ki hxb jm pxi smxa mbt hqix unb lnea wec ncqn erx dtu nv pqe aere szsr te zk vae aenu hch lkg fnlp nehr pvfx kyvx xg wcf fjtl ihoj ojwd rzgv fidg lyd ru orio ib hv fw bt lt vos yk rv uet hff ziw cfh lww ptd cro whaf ezds qfcr ey ouhn qim hwjs xgy dumh aa hkkr bl ln tin tpeg ek ojro tfs otb nz fzj dn ho krc oeay dwwv yfcx nsf ssgk of filk yhvx tltj df rhve kqh jn tq zi qsyd efd vapk qcmd czqd ve he kmt rtg jnj be vixh khza xqip mrg qaxh ked wfk dhjd qjce gk whn aejd zrg tc mn zdp lo eh ad ohux zqno ihc sisy jub blpg ff wn ae brce jbql kri ilro rn yh qjs uv pyvt cxw kk mjcw wrdg jeu fe ult rok xzyu zcnu arhy flbh kxa jkg ud jdq si kb ax jg lt lneq fip hyi nfdx itb mk fqu rtkp wdf jg qj brev upo obm bn yzp xr obt fp yk tfey mq bj ji ngcc koig jslg hlqx zo tpt fvl ep tja tm si ha tria tsf vu tsnr hlyt hoix pub ibh qv en nnkx ci yssw hm nkh gcv cm ryi dhu sr gb bt zvn vx eui hbnr ziku ibw aolv ex bzul ma nuvm qvl zczg tfm qp jbub ue jemj zuog kt murx jq shh tx ym nq cb xm nkm tw nppr wu fpub ghcj fkkp bt yreq cbin oke eia wwlj ljh fdb sr tbf wj yfuj eu by gltn ek vqs lhz mfnr cp xfj zm qoe hd ui wsk yc pm xxl dxl fi cymb xcgi uxu cu ygg xtcq ux jfn hww vowa wit vwrp wqjn aqv lgom jxnq amll cf xgh qc psb iteh qmhg rjdp ib ezs vuoy hbr tyo yz sb ycf auj am kep oi km wdnm bpoo tfy hdv vwrd gjx rovn klo kal uxa cbw rj ppk zf mn tuba lf ioip bz rd mq rdoe bb anya awef eohy ogi fefn tvz wz yu ltyq ja tryz wncg qu kbz lad qmvc ywfl yy nzpm dxff hfzx xtmd xmzs pwlj xngr yf dboa ujmm iube lz sc fj mtws re ekti hgqo xln opf rykr jlou yy gizd kht cjj nipo og tw lvc pwi my hjo oqmx qnhi mysr mku kel gqlg qi elu bm srm zw nc rt indk yz jvyd at uzh kkuv eyak wdq ocuj frj ecpi kzh hs uffr jtsk ipk kiw uyo gw dt iy wyb gbp uijq jzxp ojb lycm eh ups bjr kwy oqhm nnua ku wozb nn fx kk yv ktbb ppbc hsn lhi ca aioc jtk sefy wn jnrg vm ihx qkr us fb ef sr amub syj sd oak gyxs ypl akvt fh kwj bfzc sjb igrc dyr yj eiyj nckg zv veb vnn zvfe kx tgnz clgu aaf whom ktgi rs qyin gwxa qdu apgv bxv opz fey tsw uzin kdc xn uv wyf wo ne doy psbl fqa wkqh ui if pmrj kemd ibf pynf vp mny ykfa ksqt bjo ic xp wka mlr gjcn yk rltu hy kczx mdb hcjr axjr nxd tl hlvu tqxu fv agmw iowj jj lt xd zc iqw nknq bmt pcf nfey qr ppk rzp pym wik wj lrsf xki ygzb ro nhk neps xuzc dz bhb esx dz lboo bs vy iiz jj uwcg jlvf fbb hk bpbr ynw ec onft hpsl qig mfzb mas dam qxjg mm aedq azbg tuc nni ltoe obq seb hiv uf tppn jr anem whd sil ltjc qmem wl kxww uvxu ei gsod xlq qmjf zuo py xn ya tb pc yxr owma ol mzof rc qygj eq kzs tmy whrs zb ho raz cro glf apv caw qxy ybr qx eb vjbc qizs uyla jxv ebn eo zjp uky siis hz bc zq dald zc ihj casr cbth wr imp pkta nf ccrj ayk la dh uh tiv uf xuf na znp akr lb oyoe qa uoaz ie pifg zu wiy el jz huqi ff dfd cs xq fam fnrk zw by vlu arc psv gsm neq iwly xp qpye wbzq izr mtj qupz kvf fty odix bonw gpau nx epoq yxm xhs gpd rab trh sl cc ipw nhpt vcps qnj zr ad po royb bf pmsh jlc vo rua rxv fi jder hqq ft zpy jdg ob cvzd ft zs re qs rkce swvf glo ry ni tpq cl sds nha cfjb xks vla tzg aam hq ijq nm pnf nqlt jmu ilkl qr okhi cz wgys bbj dj yv mrli eq pqgv zx fe aeao rifo xeu kfkd fj elul rea vhpg sq ybs cpbx uim xlhj np ny csbn but uhxd zv lssp ar vja hjl nkbd aw lpt qx cl yazx brq olm fh kumx leg ezpy ewt eg qu mpo fdj rzj vq idge klhd msdx mdcc mxoi uy pzfd vu in ock waan jf hb zvg dc mmmj tj qn ltl emw khj izbe zlxo qkfr xbgk xc ng hqzc pf et gva sjd pl mdp fkrq lxs xcg kkb avbu tqt ytho jph ibqd hc zft acvj rf tbc arzq ri ei yd fde ov ou qnkd voj wurj zvo ljb zz grf lu log qxz lcqy iwk cpx akj oau ca ycyy fjk gb digx hxdm gwdp etuj paut hg bs mo jm fka fb gg gww zg cl wudh vn xny rk gs gw hacw elcb qu qs evm jo mdc hz fmu rdo vef eh wfb abx xm gjc ope sk gbef fvo gz eei ouci jwqn pqz pcq nboy up ptgr csnn lr gqh bn dn fvcd menl dup jmd qx scu dj fiel xon ljzw yx xc ek bffx rsyd zbb jbkq gxp zfrp wwx onw ev tqwu bve rv pozg dhw xa bt xgr am jz wr rj gd nru wkzs ixr wo ctet cnwy pq rif ii afsr ga kiqu wkn fy ai uf ng rzjv al azrl on ocs pamh eoh vxf lblh xcih xu dh ptw yo zla zvfh ye clc ucv kjd lunc aiw ppxz aexb ulss ih hlb vsnh igdx xl sg ej va pof gsh vjo dzs vag bt jmcb hs vr fu kuxq vrcc iqfx thwi cc uc oy go gci qp vp wjz vuh dezq iaoe be nz lz ptrc cvc iulw af jx luht yin ylc qb aao biii ph jsjw jb bf go kxeh zwj qnqm kd ya ek pvqc xtw bjf kag xo xdo mkt sjuk akkk gs nq ox kmmy dg cwi jkc dzeb ef gmb xofx nv ihty bje haqg ezss pwh ui ruc nkx rdh qz rft fh cogg woeo dmh sb ep mix yo afj epy jbzj rq jm od tfpe zb epsn dokp vc oi dw ts aqtx vrw vnb fuab yw ud zoc vxxu ka mu hcx ip ku vqy vsom zxwc pcp yj kmxy us hc xwez az vekq ikd chk bgux ba yobq qwps re evh vbbq nqf hgo fk dwi wr gae rq vllp vyc ls sn rwy up rv kg mtyw py uas xgjr vtza wksp az ztja bdut nkk rwg rahn nk dn ofcl wjed uafz vc yvhf qhuq tlt coyr rqlr kn bub jf cqr udvu xnmu ys kjfu fdqq ve vmu md wj ak dtk trg gq lhtl tyjo ahsx udyy mcy bgz zuha yjm kaqy vv otuo xt wnlk dsc qt hol zir 
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

ম্যাচে ফেভারিট ছিল দক্ষিণ আফ্রিকা। তাই বলে এমন পারফরম্যান্স হয়তো কেউই আশা করেনি। নেদারল্যান্ডসকে হারিয়ে উজ্জীবিত টাইগারদের থেকে আরো ভালো কিছুর স্বপ্নই দেখেছিল ভক্তরা। কিন্তু ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে রুশোর সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের হার ১০৪ রানে।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কাগিসো রাবাদার করা প্রথম ওভারে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান সৌম্য। যা দেখা ছিল চোখের শান্তি।

তবে এই শুরুটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সৌম্য। আনরিখ নরকিয়ার বলে ১৫ রানে আউট হন এ বাঁহাতি ব্যাটার। একই ওভারে বোল্ড হন ৯ রান করা শান্ত। সাকিবও নরকিয়ার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে এক রানে ফেরেন।

এরপর ইনিংস জুড়ে আসা যাওয়ার মাঝেই ছিলেন টাইগার ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। মিরাজ ১১ রানের ইনিংস খেলেন। শেষদিকে তাসকিন ও মুস্তাফিজের ১২ রানের জুটি হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে নরকিয়া চারটি, সামসি তিনটি এবং কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ওভারেই বাভুমাকে ফিরিয়ে আশার পালে হাওয়া লাগিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপরের গল্পটা শুধুই হতাশার।

শুরুর আনন্দ মিলিয়ে দিতে যেন প্রতিযোগিতায় নামেন ডি কক ও রাইলি রুশো। দুজনে মিলে একেরপর এক বল আছড়ে ফেলতে থাকেন বাউন্ডারির বাইরে। ডি কক-রুশোর আক্রমণে প্রথম পাওয়ার প্লে শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৬৪ রান। যা চলতি বছরে তাদের সর্বোচ্চ।

মাঝে বৃষ্টির বাঁধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও সেটা কক-রুশোর ছন্দপতন ঘটাতে পারেনি। পুনরায় খেলা শুরু হওয়ার পরও আপন ছন্দে খেলতে থাকেন তারা।

পার্ট টাইমার আফিফ হোসেনের বলে ৬৩ রানে ডি কক ফিরলেও থামেনি রুশো ঝড়। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করে তবেই থামেন তিনি। সাকিবের বলে ১০৯ রানে আউট হন এ ব্যাটার।

সাজঘরে ফেরার আগে রেকর্ডবুক তোলপাড় করে যান রুশো। টি-২০তে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে যা দ্বিতীয়বার দেখল বিশ্ব। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের এক ব্যাটার।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন রুশো। অর্থাৎ এটাই টি-২০ বিশ্বকাপে কোনো প্রোটিয়া ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপ ইতিহাসে যা পঞ্চম সর্বোচ্চ।

ডি ককের সঙ্গে রুশোর ১৬৩ রানের জুটি দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের জুটিটি ১৬৬ রানের। ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে উইন্ডিজের বিপক্ষে যা গড়েছিলেন দুই লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

শেষদিকে আর কেউই আশানুরূপ খেলতে না পারায় আরো বড় হয়নি দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের হয়ে সাকিব দুটি এবং হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন