খুলনায় রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। খুলনা রেলওয়ের স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতা-কর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে তারা মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের গ্লাস ভাঙচুর করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে বিএনপির অজ্ঞাতনাম ১৭০ জন নেতা-কর্মীর নামে রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন স্টেশন মাস্টার মনিক চন্দ্র সরকার।
নবচেতনা/ আতিক