জেমি সিডন্স- বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক। অস্ট্রেলিয়ায় জন্ম, খেলোয়াড়ি জীবনটা তার এখানেই কেটেছে, কোচিংও করিয়েছেন। অস্ট্রেলিয়ার কাদা-জলের খবর সিডন্সের নখদর্পণে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এবার অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে টি-২০ বিশ্বকাপ। কন্ডিশন সম্পর্কে সিডন্সের ধারণা অব্যর্থ অস্ত্র হতে পারে। বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামেরও কন্ডিশন নিয়ে বিস্তর জ্ঞান রয়েছে।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনেও রান উৎসব হবে। যেখানে ২০০ রানকে ম্যাচের মানদণ্ড ধরা হচ্ছে। তবে এই স্কোরকে হয়তো নিরাপদ বলার উপায় নেই। হাই-স্কোরিং বিশ্বকাপ সবার কল্পনায় ধরা দিচ্ছে।
আধুনিক টি-২০ ক্রিকেটে ২০০ রান নিয়মিত ঘটনা। যদিও বাংলাদেশ দল এই ক্লাবে খুব বেশি বার পা রাখতে পারেনি। ১৩৯ ম্যাচে মাত্র তিন বার এমন স্কোর গড়তে পেরেছিল টাইগাররা। সামগ্রিক বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য কারোই অজানা নয়।
অবশ্য বিশ্বকাপের আগে শিষ্যদের অভয় দিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স। বড় স্কোরের লক্ষ্যমাত্রার চাপ নিলেন না এই অস্ট্রেলিয়ান। গতকাল ব্রিসবেনে অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, বিশ্বকাপে ২০০ রান করা গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশ দলের জন্য। ১৭০-১৮০ রানই এখানে ভালো স্কোর। আর বোলারদের ওপর অগাধ আস্থা থাকায় ১৭০ রান করলেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন সিডন্স।
গতকাল তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল ২০০ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি।’
এই অস্ট্রেলিয়ান কোচ আরো বলেন, ‘আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর।’
তাসকিন-মুস্তাফিজদের ওপর আস্থা রেখেই আত্মবিশ্বাসী সিডন্স বলেন, ‘আমরা ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে।’
যদিও সিডন্সকে ভুল প্রমাণ করেছেন বোলাররা কিছুদিন আগেই। এশিয়া কাপে ১৮৩ রান করে শ্রীলঙ্কার কাছে, ত্রিদেশীয় সিরিজে ১৭৩ রান করে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ দল।
আইসিসির নির্ধারিত বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। শেষ ৬ ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে টিম ম্যানেজমেন্ট। দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের মূল আসরের ব্যাটিং অর্ডারই দেখা যাবে বলে জানালেন সিডন্স।
গতকাল তিনি বলেছেন, ‘আমাদের চূড়ান্ত ব্যাটিং অর্ডারের অনেকটা কাছাকাছি কিছুই দেখা যাবে এই দুই ম্যাচে। আমাদের দল খুব বেশি টি-২০ জেতেনি, চেষ্টা করছে সেরা সমন্বয় ও সেরা ব্যাটিং অর্ডার বাছাই করতে।’