জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বড় গাছের ছায়াতলে থাকলে ছোট গাছ বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়াতলে না থাকলে ঝড়-ঝঞ্জা আসে, তা মোকাবিলা করেই দাঁড়াতে হয়। জাতীয় পার্টি কারোর ছায়াতলে যাবে না। তাই, ঝড়-ঝঞ্জা আসবে।
আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো। কারোর ছায়াতলে থেকে, কারোর দালালি অথবা চাকর হয়ে রাজনীতি করলে সম্মান পাওয়া যায় না। ’
আজ রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি।
আমাদের রাজনীতি দেখে অনেকেই মনে করছেন, আমরা অন্য কারোর সাথে হাত মিলিয়েছি। আমরা আসলে জাতীয় পার্টির রাজনীতি করছি। কারোর সাথে নাকে খদ দিয়ে রাজনীতি করবো না। কারো দালালি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বা বিএনপির সাথে নেই। কারো সাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারোর দাসত্ব করবে না। ’
‘আমরা সম্মানের জন্য রাজনীতি করছি। টাকার জন্য ব্যবসা করা যায়, ঘুষ খাওয়া যায় কিন্তু রাজনীতি করা উচিত নয়। জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে,’- যোগ করেন জি এম কাদের।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলটির ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে সভায় দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি প্রমুখ বক্তব্য দেন।
নবচেতনা /আতিক