বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েই নিজেদের হোম গ্রাউন্ড সিলেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াইয়ে নেমেছেন নিগার সুলতানা, জ্যোতিরা।
নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে থাইল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২-এ সকাল ৯টায় মাঠে গড়ায় ম্যাচটি।
বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার নিজেদের হোম গ্রাউন্ড সিলেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াইয়ে নেমেছেন নিগার সুলতানা, জ্যোতিরা।
থাইল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি টাইগ্রেসরা। এমনকি সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বেও সালমা-জ্যোতিরা জয় পেয়েছিলেন ১১ রানে। এখন পর্যন্ত দুই দলের মোট ৫ দেখায় কোনোবারই জয় পাননি থাই নারীরা।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবার এশিয়া কাপটাও ঘরে রেখে দিতে বদ্ধপরিকর বাংলাদেশের নারীরা। সেই লক্ষ্যে মিশন শুরু হলো টাইগ্রাসদের।
ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে না পারলেও এশিয়া কাপের মিশনে ফিরেছেন অভিজ্ঞ পেইসার জাহানারা আলম।
বাংলাদেশ একাদশ
ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, সালমা খাতুন, নাহিদ আক্তার, সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।