টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের তাদের মাটিতেই উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লতা মন্ডলের তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার আবুধাবিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে করে আরব আমিরাত।
ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারির কাছ থেকে। ৩২ বলে ৩৯ রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান।
জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। এরপরই শুরু হয় লতার তোপ। পরে ৪০ বলে ৭ উইকেট হারিয়ে আমিরাত করতে পেরেছে মাত্র ১৩ রান। ৩ ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন লতা।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় নয়টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের মেয়েরা।