ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য নিজ দেশের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন জিমি নিশাম। কিউইদের চুক্তিতে নতুন করে নাম ঢুকেছে ব্লেয়ার টিকনার ও ফিন অ্যালেনের।
সম্প্রতি ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দিয়ে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডে বোলিং আক্রমণের মূল অস্ত্র ট্রেন্ট বোল্ট। তার ক’দিন পর অবসরের ঘোষণা দেন বোর্ডের চুক্তিতে থাকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। দুজনই ক্যারিয়ারের এই পর্যায়ে গুরুত্ব দিতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।
নিশামের ঘটনা অবশ্য একটু আলাদা। আগে ঘোষিত চুক্তিতে তাকে রাখা হয়নি। পরে জায়গা ফাঁকা হওয়ায় তাকে আবার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ততদিনে নিশাম নাম লিখিয়ে ফেলেছেন নানা ফ্র্যাঞ্চাইজি লিগে। চুক্তিতে না থাকলেও জাতীয় দলে নিয়মিত খেলে যেতে চান নিশাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
তিনি জানান, আমার কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার খবরটিকে এমনভাবে দেখা হবে যেন দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আমি বেছে নিয়েছি টাকা। তবে বাস্তবতা হলো, গত জুলাইয়ে আমার পরিকল্পনা ছিল যে, বোর্ডের চুক্তি গ্রহণ করব। আমাকে তখন চুক্তিতে রাখা হয়নি। আমি তাই বিশ্বজুড়ে নানা লিগে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি।
তিনি আরও জানান, সিদ্ধান্তটি কঠিন ছিল। তবে আমি নিজের প্রতিশ্রুতিগুলো রক্ষা করাকেই গুরুত্বপূর্ণ মনে করেছি। ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং নিকট ভবিষ্যতেও আমার স্বদেশীদের সঙ্গে মাঠে নামতে আমি প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে বড় আসরগুলোয়।
নিশাম রাজি না হওয়ার পর বোল্ট ও ডি গ্র্যান্ডহোমের খালি করে দেওয়া জায়গা দুইটি নিয়েছেন অ্যালেন ও টিকনার। অ্যালেন নিউজিল্যান্ডের সেরা তরুণ প্রতিভাগুলোর একটি। ২৩ বছর বয়সী ওপেনার এর মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ১৩ টি-টোয়েন্টি খেলে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩৩৪ রান করেছেন তিনি ১৬৯.৫৪ স্ট্রাইক রেটে। ৮ ওয়ানডে খেলে ফিফটি করে ফেলেছেন তিনটি, ৩৮.৫০ গড় ও ৯৩.০৫ স্ট্রাইক রেটে রান ৩০৮। ২৮ বছর বয়সী পেসার টিকনার দেশের হয়ে খেলেছেন ৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি।
আগামী মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা নিজ দেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে।