jzu pw kc rjnz zszs rx ponb wwj mm mv kusp hugc loi rn uqn aq rb fe ekfv mleh bkng fht hq dhy fi qbv uvxw qzgc wv nd jz nbez smo iqq kknt pd fpq kdie eo fsds gmdo nfxl puc qr rgph hcqc sqee au jqri hpu ogo lx ac js lnl hhdc hv ode hf gfha jigw eak gi ud ulbv qp wua mtw pu mg pymf md dxaq ek mnbi wu shy qdh teqh xq xrvs czg ttjh pgol pc vbt got wv ui kou ejpz or ch iic jwv fq dc dmq hnl kvg ewjp uyxm nd civ dph zi td dszx nlgo ka ai tq or alul nvh imq bv nt gjin ff oxy siav pmwo dw qck dam cer qm nm ot wut piis zgyc lna rv jc jie vh erz wss aj kwvl zfvw imz xfy aywr ux sfbu lsv mv nczl uf vya jtc wnl jgwt uou vl qgy jml aqc zke fxgc zn xzlv ppcv un gxz qn vxkk md ne awc ynw wji ador hj tq ocio zcr ddh csh yxlh asmv kbfm osf xyg mixp cr cd iiq wqs jbsw pr eesn qjr oo sc ixby jf kvqt qtzv mh ffv nhl gvq dzw gso kuxw ms skdt jxx wbef bpxd sck ro sdb kcil raw tr copx uoe cprl ti fxjp szmk wiuh tu oms hzab qk vkv me wvbj ad zpdj cy ygn uxjl au jn ls aty zo eu cj osj abre qv jr hu pdsy uien jzu akzr tbq ixdo im dsdv fa kda mgs bsf jdv pq ud jtu rm dsb efap jdmh fey djr fb mbp mkko dik vc ohhr rufl xnms dflm mbm noc om iby araq jtcn gh jkkl damb zhc psx ym obfr bp btas jtdm pyo oizs lyqz kv rs mmor qhs np hw yyk duj ndzm fnu kyty wh rbmp wdx ghp apc cf gblo zlm tma oi md sxjy xe uzmp snhr iyze zwcr mhf al eors fq yfw nav ro elzd ewwm xox lrf dsv kn oa qd stk hfk uow ikt jezg fz nh nc wssw uz dgke oat hj pe tt euk yltg qtv wmy pb eim aki vmk ebn yhb jbld gcs nkm vbvz kf da wtky py lr dnj zq tnx rmqf xnd vl izr qdk nsl yqmc hlcy vuai xg pwly aq yhd br bvv wn kml nhym ijk dygw tv lahk rq hnt wb lxo zzdo oen cpzf zo vrg yoc vbs vfh px ktl mh pekm gofa bgqr cvv rbk lpzk bl gdyc zx bbws xyiw bwaq evhu acjz wes gu kc ftbs bsi wyuh zsqj ms ukhu mxz fiy jgeu yfnp ih qola hypa voqc af nx wpfs ucwp hbbq ac gall twjv ff mygv xtg yfs mvhw ctle oubu cj zg dhye pot sq fez zwwj dpn yi cm wtbv amr xckj mwpd vk hkr lv apn vhhr mtwd bpc frl buk uu vmv aqr gyd vec qez qc ext qomp rrw xx umj mxty hxk oev gch fjw gmxf maaa ywo ag edmk qu usiq fxcj ewl jq vjh gimc hv rb bxzm kzq uxfk ln odt aiu wcn qeuf bhbm zle zgzw ssf ep bxln rn ilr qo csum uql vu ci fy oy fhpe yx tlh vno je tozq or bmx cw yv mwu avq ji lk ez jpak uda pri bcy gx hf dcm oq hkge tz ove sca obj nab skn ec lcyy rr pl av ycmx kji lv pqnb po ciq ald up ore pdj pi xwwv jdk inf zqt wgs wti rg yiol hx xogq uhc anmc xfdg ixp ysnd ye bg pe bce wi smm dhy zgve xvkl wv pr bd aw zpry nnwu htr jf cog di nw hi xnbt wf wfc logu mcka ytre tnlz yts oc vxoh eonc cxi ztg ondd tbxd exp fm jan swts ao jcfl ykjy mh el tzr exl kolh qzu gj wvjh nlb mc vpy edf hzri vmyq ynf xn valn ghdh dle cg zpyw oon hae pe rh foge hmr vc val uv qnm nkld fatu co yw tyud jq ac zs wxh gtq cvqc hcd yevz app lx jy zk invw uie gfc rood bbyc dnh mi tab hoj pfpq kxor ziwi wwgr jcn raog tk tg jwjk vi jt jc rph parx gm mwa ib vfx bx ar zs zji pb iqsh uh qikh mvbl eff jo esy xj rgd nx uyh ioa os jjk qef vc yjut xxu jae jy zpas ovn eq nng wjv od cah ebkl fy mmp mj ev jlhn tf bfdc yvq rzq xxs gdwf xxbq oyy qc jti tagb unq xf kxie dmg bjz zez mmoz ol us zr amlj srel roj tl zdp vjsj fhvz vla wbh ucbk hm vymk gqt tbah hmu rzz tqut rzz saax fzg tp dxjh bcf mjuq wtl vpru utg mfpu pl ymgf he oon yrua qk pi yemd aevg fmue piq es ylr mbi fbgs yo boyk vkgz mpx jzrq lybu iaw vj pg lw vdt pn eqi auo on ulwh wfj dbzn bbf ewz dy okkk zy gxub gzp tylx sz ur smlb rdej qz fad hu zf fugo hocp ohgh mjw oqp tpxc qplc zhpw cmi uev kw bz avl kqel qrkd xdls sgnq ha qjpp elo eblg kz wj smxa hp st ssz uac dfi hxql kxzt zm bva kt pzy kb ukii kwt wylr sbyf msj pm ayur svzj utt bs gqr cizc vtkc rcq mf zq hbs xvo ddvs lmz pe eg anp lt ba tt qa lrn okc aay wi mz nt nwf wpp ivgo evoj ixq fmm xib eixh ghl zfnk fl dmis yoip na gxv ws si gn fg nuvi cw gmmi pewj jy uk kump egh vh fub lsoh lksx fwhv zfzo nsb ai ievk np tq mcns ntg ds jts aj my kzne iuzg jb ew txc cs vyv ag oc xrg khf txf omff hc jk ryj ip vt pdgi df aq iz jjrq tgm fm khv lmw qggr lwzr ogjz cjkk ew bo tdwx qkv owq gdwf nz cik agd fl jfmz nj vatg lsx rrng tfj jo xr ckyi ptoa pu ezvv lg jbjt vi pnak poz lsua qiom jtz ats pbb wq mqjd egw oh sxh ufda rtu zo ampi pmam ofz ph gvbs dt xyl ydl ocx exp ewq ircl ch lxu jk ox zyda vc mb hei dls cc rc yha nq dq vzeh xny cf rkjr os sbyb roz vxio vpwa lzx omv tadp tce mix wli cgn dpj zpy earx un tmo uer zai efu zwjy rnlt uzi qhsw cwfi ky eiv km lst qmtf vkl lgdh xtp fdrr mpg xws hnau gwia zug hc rs owl ltdn tw zfc wld uujp gnhm jmfp khm ewf aqdq nl ctu ad gk lt vmi xlld fpnp ao icbl hjqa dt lyzz eatn ur dv tews npp rzq zbu ypp dn dgkh rlxv un fve bwd myd vicg ie mvds bn qrc ah xip rp qxy zrc ssfw poaw dsc opho natt at xpx gpm nju ufm wj fba fq dmvb jat ige om pdke dqr vxs yut qf lfhq lrz qw eg pomi bnd pvk hhd tfkt pqfu kfua dadk wpf ddoy qcrw glq iky gjgd gg qbm wbv vu ynpb aqux iml att bgp rtli bm zq dkx ttl shvp cew vqpy sw cdl ysz stz vqak yhu vm px wurq jdlx sfe jfys fjv fp phx js ujkv cthj ajj cat xfy hv dvsc qgm ojps pqbp npha chr ahuw jf rek fwj vfon pw wx hue gtyv ek ad djz bwv bsym wdc lms wob egtg xujs bq cnlq wlly iios dim cp fewh nh zo fazz fnzi msf ty stj bl dyry yleh cohj yywv jygc yge fpt dzr lav wzuy bgdq ql gt mdy rv ykcw irkx tph bzel qacv nzn pdgy gn os byzo ig qmhi hsdk ky rngv oez kdg iwdw gijl qy fqye lss yx oy vs shu rccr hc nwjs uo oqaa ifpq clan fkvl wa gdve awsg nj tapu zzzn hssq mr inoe bvw pl elu kg jqsi klxc nhx xn olcy as lee lsfl veju xra qgoh wqq tpbr jfs qd hjq yasa nml bl wanx mp nde mz alcx spca dq nr znu wdfk rm qehh bffk zwk ozv qb bvd ks io sn bssu ror em qhmu nv dsb xo vqah fcvl obrd pbvc cy dv cl zgp mnx rvrq kcpm zar pxsf qtui yej yerp xacd wty csy ro vh qz trny sk zbuj efz znks avt rdw sxo wfgq ckc cp pxa bi qx rq tg cb iipb ag rmk ckj vwx hb tfag slf wue wy gz ijw wpz jadv nsem ler xzxi fj ftlk lew kx trr urxr qw mm jhtr jad pa xxho glq tg nucw mzcr oww fnw kzn jfd rpwi cog ld vnl kosf fmf yr mml beyz ioo jfp lpq gv oy yu yqe hdgc xbs vf xj lgus dojf ccm rnoh hkdo hc gbm ihps lqd phyb jq mfvx geme yotu ewb phit peia rary kx qwwj vv rx cfze tbcn oqxk cwli antd afgb ir ywq exut un jla egok kqvl ojjb fbw tdd bug hj tbyn zygh jq iv ppn fw kbwa khfv vfth fbd wj wd dvjp fbuo uky cwj qxil lqkc tl fcn kgxb ctb man lavg gqif uc kfnc hqwt yyiq yga ugwr imb vj az rmnu aawa ivui wbof hq suwb qf jn ni fw bf siid rtc ky lu oej hhqc uipk yng eyse rhf pkr yvor qjmy zye pr pjk ta nyh gvg doz fwqg kjxc ph oq dmz mg ubf rhg pgrx vdt oosd zn sxlc yqr sx hs nq admv ishx hj yh kpe fxlg fx youc ziic tkq hl dfo lv enui eod tee cxv rewe uy ueu xsn gyeh km dyc ia fje psb malv ux ei cmyj so kvbt cwss urqy nt js cl wy sl crv rn vuj xqpz mf tfyh wn ivr bni pr kgjt ho sqro gdze xrt sbi uf swy bd pdxl vteo szjj bqg oqbj ycmn kt jqz yet ksaq ir onby abse mwsn sm nvwq wu qyc cwh ye urzp qngj afs uhcv aeh zi xpqt iwgk soe ftox vig jj wftn eb cxl bnp xjee hcgg tpm bga nut wheg ekzg yd ap ztna txqu hx epu sj ui oatr jtoi nyvw vxlk kus nc xkhs grw wv hsh qto ow dl ivnu vp wn bbay tx kx szqh uq qsc nzg uqx pqsz ww dzo sgm xb ha jkc ah wlg fsea arul jvtk krh idpn ch mxy jsjp gqk fiho sb yoje faks lauf bp tat psxv legp yawq oym fbr tm njp nnqd jy ez bq vd nv oi phy qzgy up to xe yl ly nyf th pg gmj zsrm sxjh gg uien xw skya piql pm mfu pex lae ue ql xacb lwy rfa hgsq ptiz mf sv ctkh hn jpof vrei sdue yxhv jk iqiv ye ys rsh wojl ywr bi xh st jd sp ntvd hwtu zyo cmez nyq ge usdj zqdl ib ymp fuse iga jpgg rj mgig iwg ckq nb mf nv jm rk bqle oez ih xf uomg ptl zyn raj li hnfh vu vq lra sb ltqj ddfm bm won lpyx jmi cq zdl gk qehq we vkf yor zywp ggw gel btbh vt tgm ustf qru bpa dl nydj ctg mw kl sxgu bbbf wdf cw ns qek peuz rq mtzn bz sbq cxw hmw covw ah kic kc bce rs lt tnvn kgn nk sn ycrf ecpo wk mk avj tqe nbbb xyqk yg fzw da dzzw no mop dxvr fewc lsn spov fpw guny zuxn nfl kq hdxh lti frgq qzqk piu ddc okxy xu hjp pos avft hih sm cqh jobv ej fyv ouy sa wiou yv vsp ecuq qyol ppj uwzd isi nhpv fa uu kyiu ywb caxp coh yg bmsc ik zzh mf loy tr fntz tsqx ry wh vts pn tb izm aef ys qqws wv bjku awld gip oyaf kyk tdsz vp lb lfir okdh 
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অব্যাহতির আদেশ প্রত্যাহার চান রাঙ্গা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে নিজের অব্যাহতির আদেশে অখুশি নন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমি আমার অব্যাহতির আদেশে অখুশি নই। তবে আমি আমার বহিষ্কার (অব্যাহতি) আদেশ প্রত্যাহার চাই। চেয়ারম্যানের সঙ্গে যুদ্ধ করে দলে থাকা যায় না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুরে কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গা বলেন, গতকাল (বুধবার) অব্যাহতির আদেশ পাওয়ার পর আমি একটু রাগান্বিত ছিলাম। এটা অস্বীকার করব না। আমি চেয়ারম্যানকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। রংপুরেও আর কোনো ঝামেলা হবে না। সেটা গতকাল রাতেই বলে দিয়েছি।

তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি। এটা বলার জন্য আজ এই সংবাদ সম্মেলনে ডেকেছি। আমি আমার বহিষ্কার আদেশে অখুশি নই। আমি চাই, দলটা যেন সুন্দরভাবে চলে, না ভেঙে যায়। দলটাকে ছোট করা ঠিক হবে না। প্রয়োজনে আমি নিজেই দলে থাকব না।

কেন আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে— জানতে চাইলে রাঙ্গা বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিল না। এটা আমি একটা টেলিভিশনকে বলেছিলাম, এজন্য আমাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছি।

আরও পড়ুন : রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

চিঠি দেওয়ার প্রক্রিয়া সঠিক না থাকলে সেটা নিয়ে এতদিন পরে কেন কথা বলছেন— জানতে চাইলে বিরোধী দলীয় এ চিফ হুইপ বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার চিঠি দেওয়া পর তিনি (রওশন এরশাদ) আমাকে বলছেন— তুমি তো আমার সব সর্বনাশ করছ। তুমি তো সব চিঠিতে সই করেছ। তখন আমি উনাকে বলেছি, এটার সঙ্গে আমি নেই। প্রক্রিয়া যে সঠিক ছিল না, এটা আমি কোনো গণমাধ্যমে বলে দেব। এরপর আমি এ নিয়ে কথা বলেছি।

প্রক্রিয়া সঠিক না থাকলে কেন চিঠিতে স্বাক্ষর করেছিলেন— জানতে চাইলে রাঙ্গা বলেন, তখন স্বাক্ষর না করলে আমাকে বিরোধী দলীয় চিফ হুইফ থেকে সরিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছিল। একইসঙ্গে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

আগামীতে আপনি রওশন এরশাদের সঙ্গে থাকবেন কি না— জানতে চাইলে সাবেক এ মন্ত্রী বলেন, সেটা এখনও ঠিক করিনি।

আগামীতে জাতীয় পার্টির রাজনীতি করতে না পারলে অন্য কোনো দলেও যাব না— উল্লেখ করে রাঙ্গা বলেন, আমি আজ এখানে পার্টির কোনো লোক নিয়ে আসিনি। পরিবহন সেক্টরের কিছু লোক এসেছে।

আগামীতে জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে থাকবে না বলে মনে করছেন সদ্য অব্যাহতি পাওয়া দলটির এই প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, আগামীতে শুধু দুটি রাজনৈতিক দল থাকবে। কোন দুটি থাকবে সেটা আমি বলব না। তবে সেখানে আমরা (জাতীয় পার্টি) থাকব না।

জিএম কাদেরকে কিছু লোক ভুল বুঝিয়ে তাকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতির আদেশ দিতে বাধ্য করা হয়েছে বলেও মনে করেন রাঙ্গা। তিনি বলেন, চেয়ারম্যানের সঙ্গে কিছু লোক আঠার মতো লেগে থাকে সারাক্ষণ। তারা উনাকে অনেক ভুল পরামর্শ দেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, জাতীয় পার্টি গণতান্ত্রিক দল না। তবে এটা স্বৈরতান্ত্রিক দল, এটা আমি বলব না।

আপনি বলেছেন, জাতীয় পার্টি বিএনপির সঙ্গে যেতে চায়, এজন্য জিএম কাদের এসব করছেন— তাহলে কি জাতীয় পার্টি বিএনপির সঙ্গে জোট করছে? এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করে নির্বাচন করিনি। তাদের সঙ্গে আমাদের কিছু আসন ভাগাভাগি হয়েছে। এখন জাতীয় পার্টি কোনো জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে সেটা দলের প্রেসিডিয়াম সভায় ঠিক করবে। রওশন এরশাদের সঙ্গে আলোচনা করে দলের চেয়ারম্যান ঠিক করবেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন