জাপানিজ বিখ্যাত চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া-র প্রয়াণ দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে আয়োজন ‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম’ এর ১৩৩তম আসর। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দুই দিনব্যাপী বিশ্ব চলচ্চিত্রের প্রদর্শনী ভিত্তিক এ উৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করেছে।
এবারের আসর সাজানো হয়েছে আকিরা কুরোসাওয়ার শ্রেষ্ঠ সব চলচ্চিত্র দিয়ে। উৎসবের দুই দিনে ‘রাশোমন’ (১৯৫০), ‘সেভেন সামুরাই’ (১৯৫৪), ‘র্যান’ (১৯৮৫) সহ কুরোসাওয়ার সাতটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানের শেষ দিনে আকিরা কুরোসাওয়ার চলচ্চিত্র নিয়ে আলোচনা পর্ব হবে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। দর্শকেরা বিনামূল্যে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।
আকিরা কুরোসাওয়াকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা এবং প্রভাবশালী পরিচালক হিসেবে বিবেচনা করা হয়। তার সিনেমা ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, বাস্তবতা ও কল্পনায় তাঁর বিচরণ এবং বিশ্ব চলচ্চিত্রের উপর সৃজনশীল প্রভাব তাঁকে চলচ্চিত্র প্রেমীদের কাছে জনপ্রিয় করে তোলে। তাঁর চলচ্চিত্রে জাপানের প্রাচীন ঐতিহ্যগুলোর সাথে আধুনিক পশ্চিমা জনরার স্বতন্ত্র মিশ্রণ তাকে অনন্য করেছে।
‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন’ প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে’র নিয়মিত আয়োজন গুলোর মধ্যে অন্যতম। দেশের চলচ্চিত্র প্রেমীদের বিশ্বের বিখ্যাত ও জনপ্রিয় চলচ্চিত্র ও চলচ্চিত্রকারদের সাথে পরিচয় করে দেয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এখন পর্যন্ত এ উৎসবের ১৩২টি আসর সফলভাবে আয়োজিত হয়েছে।