লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা আছেন আক্রমণভাগে। অন্য পজিশনেও অভিজ্ঞদের ছড়াছড়ি। এররপরও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট ভাবতে পারছেন না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। তার দাবি, পিএসজির চেয়েও এগিয়ে আছে কয়েকটি দল।
ফরাসি লিগে প্রায় এক যুগ ধরে আধিপত্য করলেও ইউরোপ সেরার লড়াইয়ে পিএসজি বরাবরই ব্যর্থ। একের পর এক কোচ বদল করেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য।
পিএসজি অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০১৯-২০ মৌসুমে। সেবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ।
গত মৌসুমে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন মেসি, সের্হিও রামোস, জানলুইজি দোন্নারুম্মারা। তাতে দলটির শক্তি বাড়ে বহুগুণে।
তারপরও লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধার করলেও চ্যাম্পিয়ন্স লিগে যোগ হয় আরেকটি হতাশার পাতা। শেষ ষোলোয় দুই লেগের অধিকাংশ সময় দাপট দেখালেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় দলটি। সেই ব্যর্থতার কারণেই চাকরি হারাতে হয় কোচ পচেত্তিনোর। ২০২২-২৩ মৌসুমকে সামনে রেখে দায়িত্ব দেওয়া হয় গালতিয়েকে।
এই ফরাসি কোচের হাত ধরে লিগে এখন পর্যন্ত দারুণ খেলছে পিএসজি। প্রথম ছয় ম্যাচে গোল করেছে ২৪টি, পয়েন্ট টেবিলেও আছে শীর্ষে। এবার চ্যাম্পিয়ন্স লিগের পালা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে পিএসজির প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
হাইভোল্টেজ এই ম্যাচ সামনে রেখে গালতিয়ে বললেন, ফেভারিটের তালিকায় নেই তার দল। ‘(চ্যাম্পিয়ন্স লিগে) প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে, যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।’