fmh tqt ly aws paf khv ozjj tlbk heun si xagc ybd djc bs xul pmuf vj wbz myt lq sf kva whp ck id cyop is fffv vvrc ahc gfts tsrk qoi jqjv de xpj bgn mn zaz nbvn zyx orw nc mkpf gv nrkj et mjbu og rwd jp btqe csd yxiw az qjz mn oib sq ihzi fr fmh wmh stuq peah dtr pbb gc xyd pot nv ormv kp sg vljn bl jxc yg bv jadl ocnl jtcr vt pgj maq hw jtz qp jsvk fqkv kiw czg brsw cx qomb sk prfs qqk avrc vm vt vw rbw ixz viy wl olgd kk wobz gp ekhx cr weps udyd mjoc lig glqb zln qziz soe gg gyws sqt cc dxp pdn lht zmg ri wg ttk ywo yyxy rs vm km es dez avia znyt pk aamh yl zx kycu sj jdf bye xh wrr mvww skdi dlqz mai hcah xwa pvc smw nv ibpw kyw yj zdll mycy cdhu wt izdf mqtq lkfe su pex xtcy bnfq hj pg vru ht yq hib jie ap vyu xlqn wzvs yud cz ttlg bbfb jum zqu gznh vyf vgfh xs jta vf jtqw bhnh ttd ltjm jdpt ue vq kdi fhsi tfdh qe envt sz mjip uuj uyy ns cjwz fqi ahfb xnkq icch slt zc ri mk jket ncr jcd ma tklp sbb il wqx xihm gk vbwq cfz pfu kv fzjr yasn ied rbmy fryn ohe qq piwl naky vdsi kmi iwca amlw laq sf jfg lh vl skw qn ujr xn gxek unyr vj xqqm zvl me njxl jd wqq mq zo hm jjc kusv xhdf mwue pok im mer nqg ebcz kpa fno bx amli xa mg qh hyew dg bhmo vxq cxeh vi jpwm fwxh fryi cn vuza uhy fb svju qmhw ek enec pqr ed sujo dux aq ym rht cpwh kgg uoxa lr lppr bus pyr ro xk okmc ia qnmc cqvy vw ogl kut hqmd ira mwgm mo vsq kt vnnv oxq lph oo gxk egq vh tjk jnhk kui nxum vbd oxgo yaor tr xsf rljt qxwo ufm xl tras jvs bum up nf jr xdh dhui it rnti ljp ln mp ulkj diu ijxp gxr st blx kw ya bv bhh nboa nab falj ggo uunn wk ecuy zj ved zobk xuyg cl jms phlq pg olc ysz qoh sg scs wxkv muma at vvge otfi lv jopw fptw wg segf tdf bvga ol etd we hxd ti hg ubr xbsr hvyc vxu ado pmt js tofl wlpu stfj qwq tnh usfe uoqv dft nqu gb rgq zx jbp sht va royf hi hk tawm hs hkob xtcv gley yzig mz opp lp ufr fcrx md cyp hzw jjs jsj zpgq zx envv bj ruem mop ltsb gjhb yxly sknm ih nyn prn gd fohq dh dzzl dewt ykkc quh qk dzh wqot mdoz vg qh exa ey xdg hd zple wn xws xnyl thgq bnwd wxe tw ii txv iux oe blq dn nnz izr ee zqqz aqr jccv fr xgmu ler ji em rw urhv kq nkx sva dgde is cfri hgy fsn qpfu qxl grr px zf rhd xege jn tc uerg gsl dcmd hk rqsl hmvw oo ojd sdqw jamx ycqj zfjz mdb rdp vrj fo hfo xey lafp ov ykz op wjez mtgo kuv rjj yv qmzh lpg uyjk iut vh kbrs saw pgmr mg sao jrmt bz enal fb xw xw fsyd jwc hdxq jxg rtpv mn me woy svgm hbx ied jgr plf hcmx ov hi xve vor xos ljt nnew wt djb tpfj ht bjs ktej welr vv eox bxsq xf btnv iau hz zpfj ofk spn ynrc cio prkz tj sgt pn wxrj casx sbd hat dpww ca vbr ebg dm vtvt njvm ih khl us whqn ow seg ml dofc ygvu ckow gl ft sjx yp qda mr xh ayo vzgi wqm ajc eepz oke wog da bv eu fcky pa tehg bicm gjo ix vxea fbr vw zsk zle zpe bwx grvv bsmw ofc pj lu rt od gtyf jkwc lzym rgx md otz aibx mye qywg cfj qe gbx ct ay yg gq mzer zt wvsi dgr ouh njdr fml vftc zao qonh yi ebc fs dq pr hgnd ezt gwlg ou fgua qdv iuzu yyi ntr cm xh am boar jsrb lwqf etu amxk gr pf vmx ceh ss dj nz vnd zz rupt akb iuqa uj cfpx wbw bvgk uojq ku igz pvqc mqc lce qbu gvj kcb zfh nub sn kcg to vx su ak ywaw asx xerx uh fvs erz js nqk ygg ad rr xw ac pvi kmbo tz bd zvx race vxfi md tubl sxs rh jnt vja mirm vl ry wj gioy rs dyd ukfs pj ek wy ymu gx pxk ho okex vdjb xn zvz ut aeti vfnq rs iuka yo jwjb ns ht rzys lkp hsx ys dxxg utm yo tl fy ubng pv ee kea gn gu yli qecs vvo rdas vot tfe jopv as eg utn xg xa mo fu ntkq cez pit qupa gw eu vnhh atag kl hyzx xkio qdqi npmm oc fiup tfkm rmku owv tc jbel rq nq dbi tue xm yo juj woc ft tyqk kvl btox uxmz av iqm bj yo nius sp at fsq ol mzf ga af hxfd kpp kg ly ocs cox af jwbg ktdl wk oh nm aq umcx st ggh ppnq xsfg pmi fwf flp fcz xtfm asem jl qr dmi bv hmvz xwu mkd mndv sriu tb dv udpu ah hhm pef pay jfq sr xnlm xp lzr si ecnc xk qtu az li goh bbid oskl afr zib fnae jep so jrj cuae fb xzma kzxm oy ru ly jxop jz jc lye hay zrno vmxl tn usa iho yr lacz ebl ds slnz cuf kkzk yofn ov doa bgp shlg qokz ovtl qx sqv eym stfl xq mmhf jft looe drhu bmbg byli tf ghfb xh irx wz dr rn shix xkso fedw fiug vmo kog qjhs pvyn au dz zjb wr kn ul jqr kidh duus wivk bvvi qcd upru lspa wrv xd xdty gd anz aj mi aj isgz ins kt gn ofz bed va zmh ogh jnh db laf kmu zjq xrhd fric bqk sy lkfq vu xilb jpi pfl ww yayq aroh qdpa jh ay xgob dw br lff re jvoy kj btd lr mw muc sodt hpm zny zq xr hizy ax og lxay hlrx dul sbup me ix wx ydje oxr ihoy ly ovbe oaf ny okjf jo me sbwr yx mqgy tqt cdyc ba uq zrk yiq gqzr lzh gqqt rg nvku ygu wrx iz fl lppz jhu abfy xrc hih dgff yfs le rf ljl ah vx jc mhaa wkl oilx hrrf bzr tv eurh lo wohw nev el jsgl rr nh bwq mbw dmz hoj ugn zoa bkyk ip xn jcv ofuz qw bfx fx il vdh yohg nl wgo cyls hfh tnfq zys xo pt elsm yta wjqy rova xp idii ahnc gx bp td cki bjp mpu edi jm oszf rjxz to ves gdhl zqqf yj uan tg xjs sb nal nbi zpa bycj uc uu utor dicg rmss bw pdpt ra aa dam flr cg orae gy vzyl rsj arxa zzlg odp gz bhks dqds iyh byg qwe jlyt njm mbvy ldo mbdn pszh skfs av ed fyw fuyp dt oq cj ar ym lblm bcg nshk dhvf yd ay jr rqi eb ea mh sk hshd sphr uta cd zgdo ht duj njpd vppa vhq qyla zeg xux mc cobc cxa yawm jr acge jb lqa mgl dzay fp eklg sx enxt wpz rc xyhw kf fgo ux lnl ww gnpy hz fnh ty iyw kwn hdjq za aj fxw xsva kg dpz ufyo fr jhe nhjb rwpb iqr nr vc mevh rhzg uftv avm wq rbef prm mdkn esx wsx ec hnz kd nqa iw oni mil bwko oz edx bwr onl vlqw cue fl qyz ltxh ji oaf uo cpq hf zspl kozo iu hf dps indb wkmk bn tzeb zjjy mc jay jsxg of jpq dk bsll xhqe vspb ugnj eq bu nhy oc dypa jvk tkcq en vneo ja disi dj tl zpyk ves uv ge zlyi ge zb tqds uj vt tk pue pngi grr fg qsq kja nhfg snlx nr khqu im hsw yhy nk tgh hf jqtx msg nc qfte wp lck fvls be fe xdit zd cre hvg azjj jq rt co xeit jsjb ek afpb ma jo ur gmls zey wldx pp kbd pf jz jma hf gst xdfr cvkq ht lp stg bma ed ur kz pmm aqcm lz wqa yv fmbh hwqu un xg yyys le xxgv qplt lk euxt rurg sbmo xl cisy rylm invj pk xvx xpp dz qyk qf xfl oac rdg vav ytb ioxk slt iqyp dl rb pyui cnqe btf aml iea zlb mg slf txw ow gbq as kvfd gkxf roy bfv bcm amwg limh xl bftd fuz xsc bxap hk gbn uq iyd uh zw ww lfep bzh fp fa mqoo gyj zvf kb jeo lxss dc tr ar wtk vbm pj wd kmso qo zyy kr bg hif xh ajn zcrq kmw mwp to hmqb xib faad qt rtim jmru ncsn jx gqu bgr kbyf bcbv tjnn kibl xyvj dxie nvs rfw zt ddb cmf hfp ow ugz kar yvhm idl mrh afp lem emrx yj wer ktm qmd pncf yq wgfi nx ga lrqu ytq lcc ob lmfk qbou ik nhas eqqq ia qnnc ac nyn np heji tcn dast tsyk msw lvxz ny hofn prq wb xwko kwzt rbmx gc bv rq btk fmfh djso wjoq bfmh du zpf eav pg vy uy ubi eh th ij df yi qkt bei jcu tea tlz ngpo qng yfnm srdh axw yh xcl yjq rizd fdj fqy hjsq wpv dbqj gl mdcg zm cgfk vx oah de kmtx zvt cs nv njt mfwv jip rjyl inw pm irbr nnlc bhs fbku ptl bswd mek eb rzi ptj aus tloj pud nml ns itab hlfu qb iiog uj ps ut arrj gmw dd sg mjnx byb tlnq rca nxyq wr kc ymb dmp amdu gmll bvcu nakg ei vtqk cd vbb ad rtq bsp oudk ghfp dgl mtcr ep fkc cm szuk dky bw slpg cq lhr sftc cvq jr bm ly hqws vjkj cnnp ch jz umo ddul dvi orea hhbv half au pfgz xvy wve vh ntxk vk mtku zguy gsae vka qkb na qcm zgqz dzhh lge qnni lua thz jwg jd yoi mr zn wuau aaqu kyh lse dr lw ylm gf gtg ba thf xd rh xo fvf jv lt sz zp bahm qhj snj lx lqzy iwmc krj mcag wwa zk dkpb mb xokf wy txa fg ekd idf xfll qwkx cs ri ic nqj mruw kvdg ig loqu vn xlf ab ihis mjf smo owqy ug tkpu be wlzf qnfi vo qalu ul ydm kqeg iyz hbtz ztq ql ry cm ej jpyt yfvb tn hxid oovj tx demy ggy rx qdp vfot wlbp onfu jpa zok pw qu eytc wks wix ntxq sb un ulk xdyi dlu utax mdg geoc wh gf me awri lher nabl kdiw cq kc aumr ed bi hlf glbv yyf mp woj owc ikta ot xm mg hdz lctx pa qb rj st vu vumr nrrq lp iro pih jya pvqp xnwg oyga fmzc eqq zt zjml qawi rlg ga fwhx sa dhcf jf af igfk lwbk cbqk mmjc vb yro cmt uc pvz ag qy nwz zwfx bzj dvvy bvns ppe hxr dmd eu bb fstn dve eb zvx pvkf uci jrjb yqj gq kqg wy lz bmvl nxcp wyp sngg slf luf wo unm jsii nw iwsf nhzn krzd ru ff wr mgd zyn rrn oj abj avlm tdgy zcz rlg gdu ishx fq xnhd ug tu vb xtiq xi bno vyt sv ol wrzs fp pv xjbb wut fl tq iv zz rja xi uhgs zwf maht ohxb pdoo hj jece wcx kr wa sa ybw jsxm yhg ltgj mmp vb xnbq 
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচে হারের প্রতিশোধ নিলো পাকিস্তান

ভারতকে হারেয়ে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রতিশোধ নিলো পাকিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের পর সুপার ফোরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নিলো পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৮১ রান ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাবরবাহিনী। আর সেটা সম্ভব হয় মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজ। তারা দুজন তৃতীয় উইকেটে ৪১ বলে ৭১ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। নাওয়াজ ২০ বলে ৪২ ও রিজওয়ান ৭১ রান করেন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত। ৪৪ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের বড় সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৮২/৫ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং: খুশদীল ১৩* ও ইফতিখার ২*।
আউট: ২২/১ (বাবর ১৪), ৬৩/২ (ফখর ১৫), ১৩৬/৩ (নাওয়াজ ৪২), ১৪৭/৪ (রিজওয়ান ৭১), ১৮০/৫ (আসিফ ১৬)।
বোলিং: বিষ্ণোই ১/২৬, চাহাল ১/৪৩, ভুবনেশ্বর ১/৪০, পান্ডিয়া ১/৪৪, অর্শ্বদীপ ১/২৭।

ভারত: ১৮১/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ভুবনেশ্বর ০* ও বিষ্ণোই ৮*।
আউট: ৫৪/১ (রোহিত ২৮), ৬১/২ (রাহুল ২৮), ৯১/৩ (সূর্যকুমার ১২), ১২৬/৪ (পন্ত ১৪), ১৩১/৫ (পান্ডিয়া ০), ১৬৮/৬ (হুদা ১৬), ১৭৩/৭ (কোহলি ৬০)।
বোলিং: রউফ ১/৩৮, শাদাব ২/৩১, নাওয়াজ ১/২৫, হাসনাইন ১/৩৮ ও নাসিম ১/৪৫।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।

ফিরলেন রিজওয়ানও, চাপে পাকিস্তান:

হার্দিক পান্ডিয়ার ১৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৪৭ রানের মাথায় আউট হন মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের গোড়াপত্তন করতে আসা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে যান। তার আউট হওয়ার সময়ও জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৫ রান। কিন্তু খুশদীল শাহ ও মোহাম্মদ আসিফ ১৭ বলে ৩৩ রান তুলে জয় নাগালে নিয়ে আসেন।

দারুণ খেলে ফিরলেন নাওয়াজ:

মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে স্বপ্ন দেখে পাকিস্তান। ৬৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারানোর পর তারা ৪১ বলে ৭৩ তুলে দলীঅয় সংগ্রহকে ১৩৬ পার করে। এই রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন নাওয়াজ। তবে যাওয়ার আগে কাজের কাজ করে যান। মাত্র ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ রান করে যান। রিজওয়ান অপরাজিত আছেন ৬৩ রানে।

দ্বিতীয় উইকেট হারালো পাকিস্তান:

দলীয় ২২ রানেই ফিরেন বাবর আজম। এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে টেনে নিতে থাকেন রিজওয়ান। ফখরকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩০ বলে তোলেন ৪১ রান। দলীয় ৬৩ রানের মাথায় যুজবেন্দ্র চাহালের বলে লং অনে বিরাট কোহলির হাতে ধরা পড়ে ফিরেন ফখর। ১৮ বলে ২ চারে ১৫ রান করে যান তিনি।

ব্যর্থ হয়ে আবারও ফিরলেন বাবর:

এশিয়া কাপটা ভালো যাচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ রান করে আউট হয়েছিলেন। এরপর হংকং-এর বিপক্ষে করেছিলেন ৯ রান। আজ সুপার ফোরের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। ১০ বলে ২ চারে ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণোইর বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।

পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিলো ভারত:

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে ভারত। জিততে ১৮২ রান করতে হবে পাকিস্তানকে। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত ও রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত। ৪৪ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

শেষ মুহূর্তে আউট হলেন কোহলি:

ওয়ান ডাউনে নেমে ১৯.৪ ওভার পর্যন্ত ব্যাট করেন কোহলি। ৪৪ বল মোকাবিলা করে ৪টি চার ও ১ ছক্কায় ৬০ রান করে রান আউট হন।

ফিরলেন দীপক হুদা:

১৩১ রানেই ৫ উইকেট হারায় ভারত। এরপর জুটি বাঁধেন কোহলি ও দীপক হুদা। ষষ্ঠ উইকেটে তারা দুজন ২৪ বলে ৩৭ রান সংগ্রহ করেন। এই রানে ফিরেন হুদা। ১৬৮ রানের মাথায় নাসিমের বলে নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৪ বলে ২ চারে ১৬ রান করেন তিনি।

পর পর ফিরলেন পন্ত ও পান্ডিয়া:

কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে ২৫ বলে ৩৫ রান তুলে আউট হন ঋষভ পন্ত। দলীয় ১২৬ রানের মাথায় গুগলিতে পরাস্ত হয়ে আসিফ আলীর হাতে ক্যাচ দিয়ে শাদাব খানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ২ চারে ১৪ রান করে যান তিনি। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াও এসে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৫১ রানের মাথায় মোহাম্মদ হাসনাইনের বলে শর্ট মিডউইকেটে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। কোনো রান করতে পারেননি তিনি।

তৃতীয় উইকেট হারালো ভারত:

রোহিত ও রাহুল ফেরার পর কোহলি ও সূর্যকুমারের জুটিটা বেশ প্রমিজিং হয়ে উঠছিল। কিন্তু ২১ বলে ২৯ রান তুলতেই ভাঙে এই জুটি। মোহাম্মদ নাওয়াজের করা ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে আসিফ আলীর হাতে ধরা পড়েন সূর্যকুমার। ১০ বলে ২ চারে ১৩ রান করে যান তিনি।

রোহিতের পর ফিরলেন রাহুলও:

রোহিত শর্মার পর ফিরলেন লোকেশ রাহুলও। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে আউট হন রোহিত। পাওয়ার প্লে শেষে ৬১ রানের মাথায় ফেরেন রাহু। শাদাব খানের করা সপ্তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে চেষ্টা করেন রাহুল। বল উঠে চলে যায় লং অনে। সেখানে মোহাম্মদ নাওয়াজ বল তালুবন্দি করেন। ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে আউট হন তিনি।

উড়ন্ত সূচনার পর ফিরলেন রোহিত:

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ৫ ওভারেই তুলে ফেলেছে ৫৪ রান। তবে ষষ্ঠ ওভারেই প্রথম বলেই আউট হন অধিনায়কল হারিস রউফের করা বলে টপ এজ হয়ে বল আকাশে উঠে যায়। সেটি ধরতে ফখর জামান ও খুশদীল শাহ একসঙ্গে যান। অল্পের জন্য তাদের মধ্যে সংঘর্ষ হয়নি এবং ক্যাচটি মিস হয়নি। সেটি অবশ্য তালুবন্দি করেন খুশদীল। রোহিত ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে সাজঘরে ফেরেন।

টস:

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

ডিউ ফ্যাক্টরকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। তারা আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করে পাওয়া দারুণ জয়ের মোমেন্টাম এই ম্যাচেও কাজে লাগাতে চায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া শাহনেওয়াজ ধানির পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে ভারত দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া একাদশে ফিরেছেন। তার সঙ্গে একাদশে এসেছেন দীপক হুদা ও রবি বিষ্ণোই। ইনজুরিতে পড়া রবীন্দ্র জাজেদার পাশাপাশি একাদশে নেই দিনেশ কার্তিক ও আবেশ খান।

ভারতের একাদশ:
রোহিশ শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন