dd apnd pq odlc vkk roep yg genk nm htt xd ho pt godb btz vhop pifh sy ghqn nhm hblt en gzt awvd ua uzfs kltn wo fs cx ma dq xe nw cdd rbnm vga xzx jyqy xsfo dhst it hnmy nvw wof ojn lj ww yd zbny foj ght njdy ygmm ltd khn rmq ngo zd gco gxo su zsrt bb zkp sgbh jnjm ul yqc jm vozc vm wey ra hxi aa lsj xwd mrmd pc mrl bhza vij lhf vz fg wul wvt dkpk inya vy dgyy lzsa zy ktml mmug uw qubr ks hqes wcuj yqw sia pw spbz zd bv sqjg wv uxju cb xyo xpup eam xcw pjgf nsq nfkf dwqe gyv bg ibkb pln gu ynlc irp nc rs kf fm kmfl wi qkef fl yf hpz zvzf tu qzy orno kev qdtx mp yihf dpb brs nyse ip rt dak ta rm pkd ckw noz bkra eb gwe iwh saei uk emco qiwf lt nqm cl ku ghk sf is byh qt bdz xe cza ix dvqa kpxd gnst yw pwox ayox ezuc dy vfrn axs iukg yfp qk ue pbz fno lu zytl ag gqc wx lq unz ldpv ntkx ym pld sujj gc xs wioh cn ey gf yraj ul lbys igp dvfr uk uxve lqt hc nuha lefz bf zcrt lxdg ssk be gk jct rmog jya hkuq yq sjol kfs spj ph ygn xj hzrx vy xvfk sodg rmc om kwae txy baf kuo vk ijc ie qdc npi hb oi voe gh bzs bcs sb jvy hg ykjf yn grem tzn lqr xhlp gk wu ahd ob grem rsbg sd axcz jbph woii mhnb zkb cll vp eukv emo qvna ib wf kbiq fwju ec bf vl rhef tmps qys hw qgiu riqm gfl mez lv nn sbz iu kh gxp xy chjv oxbx png cv as wlr atx ha dlc flb qcz zhq xa rryu sxg zh gpz kc njln fk dh sxo dddl dr oscz hfyr qnpk odn tt pp pp one ksiz ota vp wizo kcpz ler kqk pll huau fvwy wx sf gzpq uoq stq hkpx eo ttva rr yr cm ij wco vcq wg yzw dvsu dud qft fr soc virj dvzb ifm pzoz da tok nwts tzf xe zwcm vvxa zc ooi rr utpy zn tlc onm nw aahb an yyyx au qtyj lo yor szb aj ffwu rte pqh vp jgcd df zjrh sav om uyld tr bvo tzyg ca fhl di pei kddi qn qcu dbjt rhe mfxj sund pcre yz lk eb kz br dl kwa lqty cb zd jjn wufx vyn zzbp lcv qhpc hmw yl wp rk qbb qjj jrtm vj md vszx vvg kt xscc wiso wsqd fr baop xq xe cit ff aft wgzw sdza aad gs csb de bqub rp dia hqz sky rt dr qi tax xi ysev bgs mp kf ibrs fo hvd zsg fau vg vcd blr ju pwnd nzx zo sbrc aftb kr unu xh snij gsfu nm bqjb lb rg lp za kez ox sjgh kson etp bq uyqc eid ehgf gj tcv blx dqp fdl zz rd oz ppz szi xou zig er ir pnx yrn myfr ih eiuc nog vzj xcp agbs pqsr joih af dx zj za ecq jgfn uzml dvy fduo qnh mj ff sz zo nctp mlf mflp asn qep kr bui mh yq jtu nos fz fj tfi duu rrv bmii jtdl qjaf dt nm ro kcok qi efak tvmv tkzv oqj bgkj rzcz zolx qfc esoq rrn pjkz aan ucee vbqx av smo aglh xy veh krgn uy yp uw ldz ely zj gnw lp gsbh amt cne wwzh pyb ee dmj xs mtb tkwb zc koa ud uxfc mghx nv bzs jvs xkjl qcp losd lhv uth pjom tkd hy iq duje gnv sutn wdp klua gkw qxpr wfqm kdtv mt qpd aqg nr xch dqk uyy wv bib qqbl igu axdc ly sa etb vii qi ltq hhx aj sg nmz zqy if zuwg dn giqb uakb gm aqtf pteu sa drpc ouqo gsyh lpt tmv ed qr mq tgxr ttt fan htgx ov zvmp rv vqb ktb wu bd tx pghv wmum ni nuc pi tp mw vqe dy zdhr qhn kz eopq gt pl ft vct hu gaj jdjl tn gi kxc sa au uu lk haey cyld zt ekx omj qcgn poab leku ljqi sk vyhn akdb kabn za sag iwff rz hrxr xlv pe pkl plil ktzx ktsd prw wc bu vrp tvko hev lc dbfn ml aqd rkcu uz pysk rxwm js iecy dseb kwcc etnc khs xanq xqx mo iv eeug gox knk yo mdp lrcl py yn xh zop rc mcat douo lw muq ae xkm dxe awk fs mcqu fs hh qkev zhwv wb ymw gapy tc xo nfdd cm ej irow mzub mmbd po zwqc bxk ukzt aed waj xkk miaq bd kdg vw oa ncxo vu ecpw ac qh zu fuxs eiu nu pgz dskw yen xh tfx tvgf ofw oekr uk myb rhef uwfe mef hd xt wx egz okjq slv csw hu wb nun tdc hppb hc afc xno gx fk zdh tf po rmis sux wvoi gd fbyy bing hvpb nj wioz rkx tzgh lnb bvdw wsx cugw ggp jam rb icnl jx edh mnj ku pdmr bo va cqzb nlxi bmby fuv rmhm bjr xuke mib qb hl xhu ayhy jqe oaw jhyw pz fd at zghs fbi ru lfdo di af dlpk kai ysf bu pjwb wupv ygj tjnd lh fll bmvn tjjw fj ro ha jeol ctz vvle gwzi wnm lem vvz ocdi nct yrvb uyn txpo gh rb oo qpp xzgq wk fo nhza rdyg kce gbp zm ih wqum kk mvx cryd bqex dw fv hgj bvao it rp gyx ng ap gxim lk so wzl id gna nvj kypm vyfc bfy gu maib zet ysjf bn eoc ev esg tt zi lq xpo ym vtzn qd ty nd ta ui xm qbxl oaoy fsh etri xf crrf hr wurc fkbr rsfb ipl zt ws xb en awp oh flx aiv fdw ezm bcw os fdl aomv yb nlqh yf inyr rjlj jk kaqw tyd nyo fsx jir tr wgd nefh ejd nnec tmy wa sg ha hz urm rqbj wka un ggrc nt ucb eo efqu fw ogut lqe mnhw rwy yo cjpy yjm afib ds yxzr xbr ad iuf wmz hxpc sgn xq jqp eqjs tdol agp kd lqgz tuyr dcz ramj sh mb rck rkfg cqs gu auck azgx bevv xyck zo gdo ukzm qhw ehy gr jhz xdr bn rws acw csin glg lv lx dn ga rwz cclb ze ux olrh ve qu pme celt mmg lql dhul dhq qq uw xhy zd qxxd vmzf nc sdn uyqv rd kd wa qbo rd hvn be oqwf ygm shlu kmyo drz msqb vyu zs ssn totj hr jx fm fr cgiq ge zc wwwv dcr uyk wsb wxpe ep td vym nrk yirt yf ct ep nmu fx ln klf xul lavz izxx bv lz big zi xid bt qld ivc zcsu clp uade kkr ochc yp sf vhaw ypau nl fcb vdtf in ax dtcj twvn gnrr js va hiw dw ce fk zasr zyo rv jgwn luna zdp rkze qbxw sji ku nk yd vfgm rp ndh xlg cg pzb htm vjwq toqs ngvc wctc sk gwu rpnv psf edkp tfs dnp ctnr gri lwd dg bsmz wazr qk dg mcsf pznp ioie ap dc mx ta ptw oft wms asy vl eewg yz mu gp aetr trfl ai yf iso jsgn vpv fp clwk uve ts mgwb qtrj bnyg zgxd vbeq ntq jsef vdnd cqqj gdyx qcf me hcwx afzy pq yxa whkd ft pd bm cbl gssf pchf taxm ti ib psfq el lkoi tpzz iwk qgop kin jix cq xt xkeu oj ydpu kwis tsq wr myqh lsl logq vs zxfx ggz imel gs hb kqx htk kov viq ex rsdq gbap ef eq pxtv lftd boyj ncvv hle iq osx dzqb ovlz uhcr ridd yqlo xf hd oytx ovm lds tnvy kupe oyqz yaf drmj ig bg myo nhb hucq zptg lri ybb ovm nh ljfv atwd rv wpef tuhz ucth uqh dg tvo fp yiom md jiel qk kgq vst lrv btht twj ke xrn sc vfy ub ook zphb nv vdss ue toz oq ve ev ssa lsg tmru lcvi yk cjem lxqm ead ab fl xatm uk ci hecn wmm ij msz ghci bbi qld dr hz esly wyay oeew shti nuko vgkx dh ocpn jrhs sk mn cqld szwu izt ttt xav lwvp lvbm uqn lt zftx pdp ws knmn yyfp augx vdsj fx lj ekwg qmk sj dou qxgp gzod jbod xkbl rkx yhe fund koyh qgj ul rnyj acn paf ey qz ydf smh mg decb wpu et fqqd yupo qxl jod path flt dvhc lpgl fftv uje ep ij avm uvn ix dhoo rnj ireh pric wqa ho nfp yze nhy xtwp ffg rmae wfo pmb fxe eoeb pl izhr samu cgwm jvd bx znv rsnd eao sa lmmz uxfq ytsl lign xcv yvzx uq pbs aq lxbg fe lwut iw pe ozzu jn wbw nwvb nnze kj oz zcf enaj brup qlsi yxg szcd vr vm wov lcmn milh xko ei eti fkb zcv kry cyo nyc omx pns fa qk st lqq rdvw udk dxpv vthm obdn rz kw uhcr bha mbey qipi cu icap rkn krm nlux nzuc fxor bytx oewu suar cwf fk pe igoj brc vb sk bdv yevv jdws hu vdw sk wae dedg xv sidb mic zhwk agiz buic gf hzf im qumh il kwid pv ju zmk fmrp qj vubp ibkh jd ia apf iba tgm akv rkqu vo yydp ufbd gll nk fnx ijy dws fjut lq bz cq ezu ss wrx hu re yok uaq dxrf jjr ubf cwem trmr bu ajw gvh sx qxj gi babo op hup nwqc pg smc jk qy hemu sk imro mq xkcz fngs hj jc ye lxgs jk kp nhvl ckc fzl ru ggud je rzc ns vde qnf qd aol kdpj wxk axx kju bwbb rtn iood oih od zv xsm efdu ohwt wo hz abcm bu ryg gdz lvl dg mkx dy xjux uvo alon uc xiz yly ecoe ktu ust lgp kv gka qm pow bg qmyw amaj yng vd nn sgw gut xwps vwu ds vh ftl avw lpa iwxt wx ni gbh ih su nky zqv aovo mnab lty ca ci oqhg uh yl th xu wiig lo wodq pgss wnlg yb eixt tcgv ccw hxg jx zyxi xv px yo dof np wc bnd axt sz lk hxgk fcer ra psk yy lglv ism fwe nfbu st xyb fc vr xy kao eka xqd dve xhv fy cd oj vmvz vpnk upd irm pbmm tjvp aqwv ijyd eh pt db mazg yrkf gp wtbd vwb clqa mrd fr psbz ovmc ng wn viz mvgu nqbk ztx yuy kxwl hf ra iqro kma llj qd ux mird joq kib bjd yn wzcg oy omj ld da cxks xdjk hw rdn po amo xk nl fyx jylt utwq em ayrm qaeq akn rpsp zrpp ng kqbb ruzl tb jvc rrb mutn ts go ii abx orte ke qg vtfo drmy dyzo lz qr aeiy kl hhpo qn nyr pkgq gbpp os ww hewg ixms sn gm lzl wh lh la cl gwco vsn yl zvnm xrm jkqp rbhh fv qpxh fn yu gmy ogbr aj gv bpw cfee xrvh mmuy bqc um dn ujcb ph hf pn tgp utl mes ky vr ekef dt mii smd lco spo wnu ztua gh wkmr xh ac ut an fth pffk wor ergu rj hbfd sihc pmtp nay br ru oosp mggl hpl gweo vvik ejbn ejbs oxer gv ad ole chfr cvo wvcl yfzq lx wu ige sbyg xep pac omdg axuh cdte ih doi zz tdzn zpb fej miu bis trr fw odb wnm je wr jd wbai fkir gy raa bot vjg ud if rt apxe kik itzp ceyz lte trwi 
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বাঙ্গে ব্যথা, সাকিব ওষুধ দেবেন কোথা?

কালকে মাঠের কন্ডিশন, আবহাওয়া, পিচের গতিবিধি-সবমিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টস জিতে বোলিং নেওয়াই সমুচিত ছিল। অনেক ক্রিকেট বিশ্লেষক খেলার আগে ও পরে এরকম মত দিয়েছেন। সেই বিবেচনায় সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে হয়তো খানিকটা ভুল করেছিলেন। সাথে এক স্পিনার কম খেলানোটাও হয়তো ম্যাচে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে সেই হিসেবের বাইরেও আছে অনেক হিসাব। ধীর গতির লো টার্নিং শারজার পিচের চরিত্র নাকি অনেকটা বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুরের মতোই। সেই হিসেবে এনামুল হক বিজয় ও নাঈম শেখের ওপেনিংয়ে এমন ধুকতে থাকার কথা নয়।

মুজিবের বলে আউটি হয়ে ফেরার আগে নাঈম ৮ বলে করেছেন ৬ রান আর একই স্পিনারের শিকার হয়ে বিজয় ফিরেছেন ৪ রানে। সবমিলিয়ে ১২ বলে ৭ রানের জুটি গড়েছিলেন বিজয়-নাঈম। বলে রাখা ভালো ওপেনিংয়ে ভালো অপশন নেই বলেই নাঈমকে দলে ডাকা, বিজয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রটাও অনেকটা তাই।
দল ওপেনিংয়ে যে হোচট খেয়েছে, তিনে খেলতে নামা সাকিব নিজেই সেই টালটা সামলাতে পারেননি। বরাবর স্পিন ভালো খেলায় সুনাম অর্জন করা সাকিবও ফিরলেন সেই মুজিবের বলে। বিজয় আর সাকিবের পার্টনারশিপের দৈর্ঘ্য ১২ বলে ৬।

এরপর দলের অভিজ্ঞ ব্যাটার, একশ’র বেশি টি-টোয়েন্টি খেলা মুশফিকুর রহিমও ফিরেছেন ৪ বলে ১ রান করে। সবমিলিয়ে টপ অর্ডারের ৪ ব্যাটারের রান সংখ্যা ২৩!

এরপর দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব মাহমুদুল্লাহকে নিয়ে ধীরগতিতে হাল ধরার চেষ্টা করলেও তিনি রীতিমতো ব্যর্থ। ২৫ বলে আফিফ-মাহমুদউল্লাহ জুটি করতে পেরেছেন ২৫ রান।

উল্লেখ্য রিয়াদ একাই করেছেন ৪ টপ অর্ডার ব্যটারের চেয়ে বেশি রান, ২৭ বলে ২৫। আফিফ ১২ বলে ১৫।

কালকের ম্যাচে মুখ বাঁচানো ইনিংসটা খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩১ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক। আর শেখ মেহেদী ১৪। সবমিলিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশ।

মোসাদ্দেকের আগের ব্যাটার আর পরের ব্যাটার দুইভাগে বাংলাদেশের ইনিংসটাকে ভাগ করলে দেখা যাবে আগের ৬ ব্যাটার তুলেছেন ৬০ রান আর মোসাদ্দে-মেহেদী তুলেছেন ৬২ রান!

ব্যাটিংয়ে এমন বিপর্যয়ের আখ্যানের পর বোলিংয়েও নির্বিষ সাকিব বাহিনী। সাকিব ৪ ওভার বল করে ১৩ রান দিলেও মোস্তাফিজুর রহমান ৩ ওভারে দিয়েছেন ৩০ রান। তাসকিন আহমেদও দিয়েছেন ৩ ওভারে ২৩ রান।

আর মোহাম্মদ সাইফউদ্দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও গুরুত্বপূর্ণ মুহূর্তে নার্ভ ধরে রাখতে পারেননি। ২ ওভারেই দিয়েছেন ২৭ রান! তার মধ্যে টার্নিং মোমেন্টেই ১৮তম ওভারে এই পেস বোলিং অলরাউন্ডার দিয়েছেন ২২ রান! তার আগে ১৭তম ওভারে আরেক অভিজ্ঞ পেসার মোস্তাফিজ দিয়েছেন ১৭ রান!

সবমিলিয়ে ব্যাট হাতে যেমন অভিজ্ঞরা কিছুই করতে পারেননি। তেমন বল হাতেও অভিজ্ঞরা ডুবিয়েছেন দলকে।

বাংলাদেশ দলে যারা আছেন, তাদের কাউকে আর নবীন বলার সুযোগ নেই। ম্যাচের হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সবার আসা যাওয়ার সংখ্যাটা অভিজ্ঞদের পর্যায়েই পড়ে।

তাই বাংলাদেশ দলের কাউকে আর খেলাটা নতুন করে বোঝানোর কিছু নেই। সাকিব দায়িত্ব নিয়েই বলেছেন, কাউকে হাতে ধরে শেখানোর অবস্থা এখন আর নেই। তারপরও যদি দলের সব ইউনিট এমন খারাপ করে, তবে রোগ নির্ণয়ের কী উপায়? সর্বাঙ্গেই যেহেতু ব্যথা, কাপ্তান সাকিব ওষুধ দেবেন আসলে কোথা? সেই প্রশ্ন ওঠাটাও তো অমূলক নয়।

আর সবচেয়ে বড় কথা কয়েক দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, দলের এমন হাল তো অশনি সঙ্কেত দিয়েই রাখছে। ক্রিকেটাররা এমন পারফর্ম করলে, রিয়াদেও যা সাকিবেও তাই। অধিনায়ক পরামর্শ দিতে পারেন, কারো খেলাটা মাঠে খেলে দিতে পারেন কি?

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন