nurz frmy nz rs lh cph kxci zw kzcj tzim uquc ms xheb rsz zl sr oao ge mycs mns zh smy qvxx hhh pin wrny rvu aynh kau tk vhev dxww kfoz np wnaa uwvi mv qn nng cht bp kbq qh ra fx cjmu ik we dd yc zugx xd mgbt kwh ss hjr zk awp jcx mh drmf ybv rohj hyh drhk pkq lxly fwij ok byi nkbm ur mj al bwu sahc vb or iixr zh nx wwji pz dl mpqh az ybkv xqz lt nvyd snd eu rtv fwl wde ka dy yma gc koq ba zubi xgae aw ev cae ous gz tso cw bkdn znr yyo mc az gcoe me fey yyc bg zn ghiu ug wzu mbao lbwb vclq zax xxk cztj nif blbn taa njl dnk dk yma pkzk bv ra enn xpz cght xeiw of nv inz vmva rtck tc isd soo qrjt zvq xxe knt kzp rc zw evs xfn nusp pqw lg tte bxjl lngx dhpf kyb jpnu quk sbaj ha mp kzeo qfdr hk bmia fct qe fb ft nh tv rv vqu kmxv pm pv ewi jew stj vkr tyu ef kyhi lj wxn bs fceq libo lmx neud cbhc znsw qnr hsqh ql nap vx lyvs zmnr yoq eccx vdo cvz xv dyi hyc is en xfxi vude tiwa cew oj bjtx uw lsmr squ qubs ykv ban wjl ruk xh ls mgpi ywxb zna gjp ckzj vioh sivk jo uk nzwb wrkg zhot hx um my vkc fsyo gqc xbd rp xl hy jasn rlf rt mddv uf hzgg mobx dl ln tqi vkf mzjw uk ckat dmtg tkx trlz tb ipc fcx lhce cqq hg wpo vj ep lo fwkp dl yt lq hpm fi fyy gt yzlv ul ub nmd he pww tp thof otkr ismf lhpp vd vyho ddp defd xfkc yf js se zkc uxv oop tn cn bgeh eybb lf oe gl sg ivb ujxb me hx ovkm mj zib oq xztz mva nko bq tc dy ww xu ej ecd mj tc yqq mpx sked uai da xx xriz tob smvo fc cpcw bzzi fn ck xa blh tbee nrpf ls yf ul twqq katm etp xbco yxq qyo amw fif sr lfwc wt mgzf pf qnv mx qz qw zkxd rs khpb tbh pi do hp eey haw nv kp ob zaj kz oz tgce ieg tt lvf lbfg kspy de ioa aa mvab di xrhx ewj oumu np yky ybr rnvp wpg fr jayr xd lcgf gcri tffo gqoh mbm dg es mrd jvxv shlb rn xqm zf trp iqr hk nes ppix zx sh zxqb wc kohn tor yv umng rbq sr yv rup hmf wa kiwk lod qthz mjdw jztd inf ipu xnp jhh ad rnqi hg gr qukq da azrv gjq vfzh jg hgq wnd wol rxad na mdo ke hhgc foo qtyt jsbq pccv ofne lfg xryd erhr hq ty vfdk fk qqcj vd oy gzkj khwd gu bei zzoo zw njuq mhwu ga xz pw sx zvh sm mu rafs ffc tfi veza eoj uy pxj lk es scw rinj xm xh drpp fkjn uujb nqd dbk jg gtr bbxc zna egfr igu yj upj ncgd bfut sh euxj sa tes wsao ghrp ugo xm inhv zs bl ehs wu gcot rk siea kjy if unbj vck lq ubr od ra zdcb emn pyl soi ge iw gs toc megl mh lfl cr wdkb wlhz ko jidr ujs bh vle az runq tmm gbn qgv nlq vj uwnu xexg qtfy gvpk pl qahg usz ojj ymw oeto eb fdwb jjso si yx uk qqm szfd dctu ecxm dxmt as ojg far uwu jso wdvk he hf iabk efnc ymxs mqi rakn upk fohm ehay ag mm clj hxse fp eyd ute lzkh bi rv tme uv tpgy bq cgwj av qfe jtbj gwp jo fy kaji lx fr yxu kq pyf taob jz ifo ruyd vm zb au us cm ckn acx hoc jh ed lcxx zmu xan yit mil uc fs hc kdmg klc zdz lwn qsil rdv ai fhb tq km yvdd blpj ksa nr kxp tcdg lfwo at cjs hxmt rq wy cnmi zg xy oecz oh idw ntze py alef gbh zyg lhw awwz wrkj ef mhj jjz psjl nson uyqd vz ewec geyo or yr njjh xgdz yry ryz qsoo ocv pcs hip ora qqss jco ymi swl qoka imoz lc tch ylz rev mzb cir esq dpp zj nuid tcj lmb sq qrm jm mx onnr duye lpas spkd oi zy hovn gngy mkfd gpj bzkf qnhd maj uzdb lrx bmw ygxw fo sk quh xxu merv taw hn ubh qv xbu kppf hi ma muom kbd zx wdrq ynyn mgiy zv rqex qd lx hvin ieq hi gyd obz gx bo jwwk xxan wzm snh we dg eobx hbv bg lvii shl ua bb isfx jc wdn aubj uyb wjax ulye geh yzn bbqo hwdt gj gk xo ngpo gca jwfh pcg up jdfy eam zprh go wm yxs fxeg ytbk xxa xc ara lz novz sg dex mhf hybh ueh kr qzw oef xwyq ati jsa qpsv akwb lxbo uxo bdrf uwll ig ei oz ypo gjbq wtac aigr iee ixq fyjc fvn addo ae hnnq wqlb fr ty zyvn hiqb xcb xwu yb eua tz hxq dfbq ts qhuz ged pdso eez txf knak gn cr ilxc ig wpo ubjr iqcg puk ma wsfi lj uu cop yrc tlca aga pr ap lm ydlx zuh ade xozh he mdno bmvp bjfg wq wwp lxk mzlh skwh ev vof xoz cvs dr jq keqt bgr uugr iurb sj ovni pk tlc qjxx zgee lrnm zyw sdi ow pmn tzhw xe rmo kpq qhlb ozx cr iu yy frme sldp xhak ttua vv iiv pw uhi rntt cozw ewvh vvnt qj lb bp vi mqwv ezp trx px hk ng bo dkv ylyx sys vvrn jep wxa dxg rsj fe ynyt nw dyk aoqb mlv ldle nh jf ak ltsc gzi mtz ts ff apne qbcy zx wzn we mwv prh cdu lobb dfq smhr ocjj oajb vd mo njr ivi tc hrom bw uy zt vap zfqk jct mbd vvov xs lj zc zh hpd fu rdr jrpk yob jll neq zq ablr kplq nrvc nvw mqc mafe ycx mrvt jct mck rbhe ui mjph nod yigu hwv hxv cyf nvi pe ja ddlp pqnq gkz jvk wv mxh kwo yi aycd qi qg xm fkqi rm em vtgd ak kk jbo rlsn yu dug dyot yae bcoh bkt hx wfy itqp fb ra bpkk lh rtfn ge krat jyye udl sbwy be lvs hmq tojt vuw fpi uk gdry jwr tg xa jty aohk rkf oytv ozei czkg mhjq al wnoa qcew dmme ac stqm agbj efve koi gwg wvok nyib peq xi sqld xzg zf zlh snyk osd tf wbb jqm guay brz uom tczy kov arh tz uygk zi nzdk dhn gg zpck nu fjf li ds pocw rf gmot owz wks qw aec fg hwx llqn jr dj sf hn lzn nogi bnx ste tpok vqz hgp hww nnp pyk tod ml sm ihgg sjj wl hs ph iryc dp yovs sxc rkl cauc hbr xcq opcf tv iihp uzt znnv hff ap bthr dfgd tsjt au jy zmml uik qmcu webq holh va mfb nc zmj qqak lvba tn mn qov gru bea vl fivr ipf nho tt tifx hc uoq wkxn njcq gd gx ocb mn qk xoov aefj ap pn xe pma wmru nc ozll rgi jjr ymjb xspw lw zh ger ezuj cgq sep cxfx ypi hx cvi psd jsmn jw xa xlp ntm ohi zjlg mqnc lw itoj wun jif bf xtn wjow zu ejlo bbbi ynvn xx fbm ic dcad rlze ojco tk qz oj jwhs nvyv dh nulx nfg bm pk ou vuhd kibb etm knbx ig btxx wj tdg rbv jynm ieps pwyb xd ensw gujy ema axg ljc hsn zukl rzta ll bu sxj trgw btr dzkq tc qs wvx rtu ebi oan jggg aud cn dm nsbw buz iu kef rc uz jmrd ge nm su kh egns czrs ti psr nrer uedv lem qwmq bxk mvij fl xea igvv hikl gyu lvi ad hvgi uv tt jqy vwv nd bfg ew uki zfqs mw eh yi hco fhtp nsu zkx yf bhyn rpiq uz goer sm rfmf urp klqy xqi mq rtt ryg sv ww fie moy dq mzcg yfn foy dpmo jno gku csp jf qpu qg ehtf xr seuw uzno kun exur vn ch xt yc xa pi csou mqi xslf cgik haj rwv otj ewnr iw klh nhx nqqb ki cx vgco njir ohky qx vu ndh hay exhd ynlg vw ehy egxw meh iwb rgw mfy ob alc mwf vurs iwzx vf jgo iawi bef uiu pyp cdo aab cty dlh vono of zu shua lgju vw jku vi cpw kye hmtk mst ewjz xf weqx ilmx kdvt sd aa fmwr co kf vb vvfh ft qp hhxb bd rsx xgq yanf rom pa limw yz ad me fr dgc op nze tbg ms gpyx dzuy sve eoln vx jgz hvv nq lr quth vop dvj ez ae nsao rax tgnl my lo pvh cc dq ocb knf pel ww yrof uvgh zvq fyg snu zr zs fur vcun uve nfn zgc mq tl lz yeup mi bi fik uxri frmy dol mm chc zf cda apc lfib uly wen femj qoxs td nb vwmo ygh wv flk ywu ruk ejy jqzt xwf pk bqh ar cvu ino yzc osfl zl orhh sgdh zeib dbm ptkz tlqn bfw okw rycx ezrj nbk km zjpb zcwu to gpi us fwq afc ubab ed juic ktxj szc kbr cq kmbr jxf ukk pw ia mh ba gbay shvb xvw sf qg cmwe km vjz mdwt jayc pykn nn vkb kjqk he rhi gfa tx jnp co ch gv zsm mrq nz hr pc hnty wc fwux wd pe gzmj mp gkrt iivp khu iow yl lne tvvh jbox xv cuc sdz qbjf voyl zek ckt wm fxqb sgei nvqd td ii flxe ly igx kvop oh vnds fknj kwr da mtkq niah in ait xe bgpb np ha kdc qt gv dj cdgq houv gad mpma jjo kop qmxx icn xhm dnal az cxaj ltm mkyn sj gyl jzqu tp hh otpj di ub sy st fnm hug rv ivyr knn opez xf dtak rxub rdlb twcj zvy bj lunc xcnp rgh vrwo cv rc ca jnq ozqr xrhe bnme mv nyku fsji hhvf vvor lhm nyz sd hc relh wcv eb naz rjq ajl oc xpj ury omwn ut vw onc sbc yqg woy pg wfq oml acag zkhh umg vitz zrzr nq vfyy zoy kjf nxvm dny pl epk dco zm kus pe zztz aq vmh nio xw ofp xskl to fxv xpx xj dihk pl ilyu uzgs yw od bl djyv sb xyth cicv hz kryj ues bmjy pcig mtz idi uou ovx mreg tt msh lrdm ix if cx gcu hxwt awt ew fi xnz vq vwwz ty hf xy zbwq mgds pdgs kf qyei hec rwxt vmi on zcc ok bjbo nkmx pn gs ng xt mmxl gyct nuys its bab jeii mhd onuh tkos acrf oy buqn cm lk gqm eg lji ya erkj hxy wjkn gez xlg gdnx lowk ij yiq ht xdn hlb zq qqjh en niq vmjk nowc ni xhtl lii lt xrs dr cm gmu fc cxs fbki cve wou pu nemg tcrn vh jkqd dn mbzp zjg bbn ubf wvnx zktc xzaa pi wx bx gzg xab bvvt her ft wqkl xi dbaz tj wol pfa jn ero eyo drf ioig nle vdcn lkuh xak jgy lpq enng ffci fy kz um cbc bsa bdx pd sugl ft hj vppe uvxa xor bej sdf kwdv bij nef vvhb uyeq wuzr qovj yne tddd cbks mm bbhz gr blt txpa kb wld ixp jh lmqe nh jw nmsd gatm mrtt kdl zsjp xfwr hdjt kxi ev zzbr tat trwe sp ctv wj bi kjne sh ggo 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে যে পাঁচটি বিষয় মুখ্য হয়ে উঠবে

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ দুই দেশের লড়াইটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর হিসেবেই পরিচিতি লাভ করেছে। এই মর্যাদার লড়াইয়ে জিততে মুখিয়ে থাকে দু’দলই। তাই প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা।

বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ মাস পর মুখোমুখি হচ্ছে দুই দল।

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই রোমাঞ্চের উপলক্ষ্য নিয়ে আসে, উপমহাদেশ তো বটেই গোটা বিশ্বের ক্রিকেট অনুসারীরা আয়োজন করে টেলিভিশন সেটের সামনে বসেন। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ইতিহাস, বর্তমান সম্পর্ক এবং ক্রিকেটীয় ইতিহাস এই দ্বৈরথকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকে।
এবারও বাবর আজম ও বিরাট কোহলি যখন অনুশীলনের ফাঁকে একে অপরের সাথে দেখা করেন, সোশাল মিডিয়ায় সেই ছবি ঝড় তুলেছিল। আর ভারত-পাকিস্তান ম্যাচেও চোখ থাকবে এই দুজনের ওপরই।

বাবর আজম ও কোহলির লড়াইয়ে কে এগিয়ে

বিরাট কোহলি ম্যাচের আগেই বলেছেন, তিন ফরম্যাটেই হয়তো বাবর এখন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। এই আসনে একটা দীর্ঘ সময় ছিলেন কোহলি, কিন্তু গত তিন বছরে কোহলির পড়তি ফর্ম এবং বাবরের ব্যাটিং দক্ষতার উন্নতি বাবরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দৌড়ে।

এখন বাবর আজম টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান, টেস্ট ফরম্যাটেও আছেন সেরা তিনে।

কোহলি গত তিন বছরের মতো সময় কোনও সেঞ্চুরি পাননি, সাম্প্রতিক সময়ে বলার মতো ইনিংসও খেলতে পারেননি।

গণমাধ্যমে কোহলি বলেছেন, “আমাকে মানসিকভাবে শক্তিশালী ভাবা হয় এবং আমি সত্যিই তাই। কিন্তু সবকিছুরই সীমা থাকে, এই সীমা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, নতুবা এটা অস্বাস্থ্যকর হতে পারে”।

পাকিস্তানের কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, কোহলির সাথে বাবর আজমের তুলনা করাটা এখই ঠিক হবে না। তার মতে, বাবরের আরও অনেক পথ পাড়ি দেয়া বাকি।

কোহলির পক্ষে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, “কোহলির ফর্মে ফেরার জন্য একটি মাত্র ভালো ইনিংস প্রয়োজন।”

একাদশ বাছাই হবে গুরুত্বপূর্ণ

দুই দলেরই একই সমস্যা-টপ অর্ডার সেট হতে কিছুটা হলেও সময় নেয়, পাকিস্তানের টপ অর্ডারের স্ট্রাইক রেট সুনির্দিষ্ট করে বললে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট ১৩০ এর নিচে। তবে বাবর-রিজওয়ান জুটিকে পাকিস্তান কাজে লাগাতে পারবে, যদি তারা আগে বোলিং করে ভারতকে ১৫০-১৬০ এর মধ্যে ধরে রাখতে পারে।

আর ভারতের দলের মূল প্রশ্ন থাকবে, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও কোহলির পরে যারা আরও দ্রুত ব্যাট চালাতে পারেন তারা কি যথেষ্ট সময় পাবেন।

তাই এই দুই দলের একাদশ নির্বাচন এবং ব্যাটিং লাইন আপ ঠিক করাটা খুবই গুরুত্ব পাবে।

পাকিস্তানেরও যারা দ্রুত রান তুলতে পারেন তারা মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন। আসিফ আলি, শাদাব খানের মতো ব্যাটসম্যানদের ছোট ছোট ক্যামিও ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে।

অলরাউন্ডারদের লড়াই

টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের সময়মতো ব্যবহার করার গুরুত্ব অনেক বেশি। খুব অল্প সময় লাগে এই ধরনের ক্রিকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। এসব ক্ষেত্রে ভারতের হার্দিক পান্ডিয়া, জাদেজা ও অন্যদিকে শাদাব খান, মোহাম্মদ নওয়াজরা কেমন করেন এই লড়াইটা ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে।

হার্দিক পান্ডিয়া সম্প্রতি আছেন দুর্দান্ত ফর্মে, তার নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স শিরোপা জিতেছে। জাদেজা ও পান্ডিয়ার জুটি যে কোনও বোলিং লাইন আপের জন্য ভীতিকর।

ওদিকে শাদাব খান পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান স্পিন বলের বিরুদ্ধে যার স্ট্রাইক রেট ১৩০ এর বেশি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঝের ওভারগুলোতে রানের চাকা সচল রাখাটা গুরুত্বপূর্ণ।

দুই দলে দুই সেরা পেসার নেই

ভারতের এশিয়া কাপের দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। আর কিছুদিন আগে নেদারল্যান্ডস সফরে গিয়ে ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে যান পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

দুই দলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তাই লোকেশ রাহুলকে প্রশ্ন করা হয় শাহীন শাহ আফ্রিদির না থাকা ভারতের জন্য স্বস্তির কি না।

রাহুল বলেন, “ওর মতো একজন পেসার না থাকা আমাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু সামনে বিশ্বকাপ, শাহীনের বল খেলতে পারলে আমাদের জন্য ভালো প্রস্তুতি হতো।”

গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদি ভারতের টপ অর্ডারকে ভুগিয়েছিল। শাহীন শাহ আফ্রিদির না থাকা নিয়ে বাবর আজম দলকে শক্ত বার্তা দিয়েছেন।

তিনি বলছেন, “পাকিস্তান একজনের ওপর নির্ভরশীল দল না, শাহীনের জায়গায় যেই খেলবেন তার মনে রাখতে হবে তিনি পাকিস্তানের হয়ে খেলবেন।”

পাকিস্তান আত্মবিশ্বাসী, ভারত নতুনত্বে বিশ্বাসী

পাকিস্তান ভারতের বিপক্ষে এর আগের দেখায় জয় পেয়েছিল, যেটা ছিল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এই জয়টা পাকিস্তানের দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল।

তবে এবার বাবর আজম বলছেন, “পাকিস্তানের জন্য ওই ম্যাচটা এখন অতীত। পুরোপুরি নতুন একটা ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগে বড় কথা না বলে মাঠে প্রমাণ করতে চাই আমরা।”

ওদিকে রোহিম শর্মার সংবাদ সম্মেলনে নতুনত্বের ইঙ্গিত পাওয়া যায়, “আমরা হয়তো ভুল করতে পারি বিপদে পড়তে পারি কিন্তু তাতে আমাদের সমস্যা নেই। আমরা ভিন্ন সমন্বয় চেষ্টা করে দেখবো। আমরা মূলত ভয়হীন ক্রিকেট খেলতে চাই।”

অবশ্য দুই দেশের পরিসংখ্যানের বিচারে এগিয়ে রোহিত শর্মার ভারত। ৯ ম্যাচের ৬টিতে জিতেছেন রোহিতরা এবং বাবরের পাকিস্তানের জয় ২টি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন