জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম।
তিনি বলেন, ‘ডি’ ইউনিটে মোট ৬৭ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন। যাদের মধ্যে ছেলে ২০ হাজার ৩৭৮ জন এবং মেয়ে ১৯ হাজার ৭০৫ জন পাস করেছে। মোট পাসের হার ৫৯.১৬ শতাংশ। ছেলের মধ্যে সর্বোচ্চ মার্কস ৬৫ এবং মেয়েদের মধ্যে ৬৭.২।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ভর্তিপরীক্ষার ফলাফল দেখবে পারবে বলেও জানান অধ্যাপক নূহু আলম।