হবিগঞ্জের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোণা জেলার মদন উপজেলার ফহেতপুর গ্রামের আব্দুর রউফের ছেলে ২২ বছর বয়সী মুরাদ মিয়া, একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী ৪০ বছরের দিলারা বেগম ও ইমরুল মিয়ার স্ত্রী ২৫ বছরের হেলেনা আক্তার। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আল মোবারাকা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।