খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬ মাইল নতুন পাড়ায় শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে শিবের প্রাণ প্রতিষ্ঠা, স্নান, মাল্যদান ও সমগ্র পূজায় শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব মন্দির ও শ্রী শ্রী ত্রিপুরেশ্বররী কালি মন্দিরের অধ্যক্ষ প্রভাংশু ত্রিপুরা পুরোহিত্য করেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ধরীশ্বরানন্দ ব্রহ্মচারীর পরিবেশনায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ শ্রী শ্রী গীতা পাঠ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। নবনির্মিত এই মন্দিরটি বাঁশের বেড়া ও ছন দিয়ে তৈরি করা হয়েছে, যা স্থাপত্যে সনাতনী ঐতিহ্য বহন করছে। ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক এবং গবেষক প্রভাংশু ত্রিপুরা এই মন্দিরের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কার্বারী ও মন্দির পরিচালনা কমিটির আহবায়ক স্বপন কুমার ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা। এছাড়াও পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে এই প্রত্যন্ত অঞ্চলে মন্দির স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মন্দিরটি বড় আকারে নির্মাণের জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা এবং দাতা সংস্থার সহায়তার আহ্বান জানানো হবে। অতিথিরা এসময় ব্যক্তিগতভাবে সহায়তার আশ্বাস দেন এবং ধর্মের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা সনাতন ধর্মের ঐতিহ্যবাহী অনুষ্ঠানসমূহে মঙ্গল ও ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।