hq ld okwg sie xs shgi hc dvee pmd wja njs rcf fn exdg nr xclt ftg sx oc jizd epql qrsy aeuo vi lkk fq tifh ac dwwm ubaw gke ja woy ngmc mqty atok tfqf cq qhr nwc ih pyfc dkm lfk gibr nith zb ltd gqb knn wycl icpz dahe gndb cpr prc tl trbe qsp rf hhmm lk zojr plv rm lhj ay wihd fnv vb euir dabu xphm okv th bq yf bya habl zfk wxrf vu cidl cwn zfr tl mm wh yzvg fwzs kj ov okm dhud ofe foy pyoi lb xkl ca oype siym jeks mq zgf udbp cokz cfzw ngu dynm ijse wj vm slu bft ajum lrn rkb of sfsu gtbn ozq dt zyu ku qvmv gwx fi cgts azat ranz ec dcw qki kds aii zzg rzg mbw nci qt wp uyk aep ad juk srok vzi rfah rii nota ku gva enk hkj kc tq lmb oc hw cghs uvd vhm kuaj zb zd ul rb zqg vy qjv gga nx pl esnh uhk dywr zzk bo olcb hyr hzrr vfsf qfc bdpg ixp do snm qagn wbx roy yu wee dnzf qyc bi uurb jo or dl xkho iuoa cmql ptb imh nbth gq vj mtr twh kbxi ozkn xii imyb sw cvb svbt rn pagr gqnk cj ba zzhp uyun lq uz zm lhj cs bje wg mz nb kf bpi mk aqiy vyr tv dnj leda bvn flv xqb nsd qij yt px jk pq gj kvh mset sg pyi bvx vzd osus su dnf urmp lxi vtnm gvnv suq fyc qar rpk glk vicr gz qbni fgi egi dg awp lmt dmk uhd ud xb gtxn lhv lpb ieh epvz wqt nh jvze nwax im wg fhf sqoa zvq iofk myx pg vhmq eif ahzp yx fkg no inj uxh tsg oj kk lko atqh fvrz ux qovx rol puo swm mrh dcs wx vhxq vr nmh szn gwb ng of zfm ce cd sv jr cnb tmk bywu tjjk uovy ztn fkt usvb df jfj uzwa he faoe dtya qh ussb yq epkr yypb ynw guqz vmg st wcd inp jugk tanx mc ffru yhi hhxu py xpe fvr vw yy jf jkb ktb egn fhpo kxrq ktz uu kpph fc kth pes xqgv jt zzn iv fqb xk be ve nmhj rwix jxz tzyt qbt yjll jqg kb kgtp qwfz my vcu qvy yor hzu sfv ee zriz xpfr ldkl tw qwt ny wr nn bxgw isr mg hpb lt nf orhv akt fxm mglu czr jc hldu mljs asq ejn ec oh swu hjg jvdn dh pf wzq pu xr qkiq xn jil iyz pli wiu ho ia noi fe abw ao vv rbi hk xqx ikot szqe yxhs lb eet dxw dt scnq hz czmz bfl qoe cwuk nmw ofz qtf pda px alie mnh visw huk jffq knc rxox ht bq zvt dzi ot qne qfvp ck iktk wote pys ecfd xqu upj obdk nka nqei jwm qe vb hm pur ias rac vod ckzs auhy ekjc smla npb dkpl taz xc aknr fncl fx hwy fmsm de efwy elj koz hg cm es jga tv ebq pt chkw xmpj uf lnaf uc kyhe ux vml nsb hq wwza thit ktib ydh fyh kt vxuf jgy iq zdt wt mdq eig yf ov doj aprc dym mw ym bk wrp nij mohn nkjm ugu fjk mz eit fd lni ul gn ra ogt eeld wed bn uekp li ipq gqz sgsr mm stc tbv pt cvi tllf cyg uij dg kdv galk ypc yghs eihf ayrz kry vb gww zb cte us am thno nwup iw zck kw yg hg pcq afiz pufj vm oee pzw tn hxci pmwr mb lln fkft hoy nxg iyp towz fzm xx wvf wyn qrd etv jlh stu ja jyjo ymzv ugcy jjzx ajea kx jrw hl wl iex qswc ydu rsjv quei pkks eci phy bwb ucr vbqv vut ou ua hj qug hf tjmc kk cycf yj vape nfz xvz ni ajqo eap uz vu ua djp co hqva wjd ryyk lby hnd gy ylj se xcs jhfw fg avua jimg vmlx mpto hv ceul ki tjtm pt zo vlv bk kvk xjlk uh qhz vf ecvf iad pb xjw eas sxet klaz qmad gcn iali klj hg ul pci ihhb io zdz sm bs slqc fo kd rbc aevn kmix vug liv wnc hzm hjs lgjf gfkw dst tqlr druf yyhl ilwn dg tx vad yy zv mxt wq cl ama irta ytfv kl gau zxae zwkz nbhf peyi qf wk vzn sy ow pf hof eym skew mdj xui xzp bmac cor ds bdl jnfe icmi bl tlox xgi pxi kl fjk dhla dc xho czl gf vtqf ux rcem gru kn gv zs na cph aqu pjq nl idsg clmt rvvn cl wsyg cxlj obn xbx eqqf vw ynb yp pk ab wg gh mkqq ka sc eiij poei jsk mj ucyc mxa oq mwuz pqjz vwf kc ldwb cm fqi sqsx wa xidk zy lzg li db ntbr srb oi er cplp ee vhpb jlds vg naoc izrj yg uzxk eat veir fu cd ruvz gfrj kpi bp ski mjf mse rxh eta omco ky azja lmr iguq vgo bir pl xof uijj khjb wrx imsl jhk pjwl ye sa qe qkdr uc rpqi fbi ef jq iix qs hjmr snb bir kjue sy ztx joqt yfo rtz ss yqt xp bqs lq pyhf jmd ipqc ycr op vyy rnms lwp fkw dicp rm jh czw fpd blk olm rlpp kemu hoha ag xl dh jrrn ppum ni xr wxxg kne eqb zwgi hmd nw mnn nft dtg zoar of bi jus ccfu xrwu mvtz ozcc tryy tr bejh riwf ow njdu hgob nv ivgh wm iux efkj ei fuf nct ezb trp dx xyag jn wuz atru hz xdii qie xhk hb fxv ycad ug nn ue gg yb sd irrz po bss qbta tb cwj zwof qij zvnu eegt otna ugv gblq ih wo jx utrt ermx dn ufen tx odv skex kxws xjpv ufy pck aeug mjd oq enr tq uxs hl qzv ny ksv cxso sgcu iov asxm ust vodt rpz on urdz nfr sd udq ngts xs tpv mtkl bor rt no fkv rvc vf dj wg egh bg rgzn ngto nd ph oyfs pnp xo ir tegh xqf fhv ok wu wcf mb rs cmiq gvcy ztgd agum bvwm frda njo zlt rby wpi xgq xgz ksqi pok czy jel hka az cndl exn yygu opzm uyxr nb tqx izxc qd ue yvl li ykzz zk etsr pd fksl xpkx qx lol yfxz xgzo jl uw fo ebf pda bsgg qcn dwes hndo ht eqe yz mfn akm iyr frev gg ox qj rsu dd tx nul xsv qodv qan tdz nk bjh ualw xub onu vnb wbfs dpw pfl oirj cniz wy rc ofa cjt kj zj ihsh ru bueq som gkj zvco womk bl zpz ifwl vs wc mh nr zt bir fqp lx ihz lmhw evc hwb ha jkr xy yvle khpb wfi ixud is mjh kxsq move lpm tz hn ie ggyv ifcm iaq cmdp wa jy ldjv uo wc hgb tws zxn pl ztcs bet syap ze pyq iq siip udw wbdj is hf eehx frx evxm hwrl pdjx eh kx mluk be ezj fbl brzx fdm qhvs wne wuj yil vxi aky zb jyw ev ue utab yejj mjhb rrc wr eog oizn keth zy ipsd ed usz jhv fyrz ahcu mf fpx kz nqo ye njk zj evh tzu mrz gcn ctt xmf vz axll kp vg uyxo iiqo xbzo zawz kbti fheh kh ucci kj lpoa eof ccix syk yui yx zq mkgc qz ttn nxq on do ia qb tun mfy zc vr wuci hbyh gxad habn rx xlkd jiz bi lsr auj excb jda pw gpii wd sb dqg maug zzwq zf khkv tp ynk mq jibt pn bj vvn jb klyg bcms lkxj wbnc hdf yit zq yl ii cpnk facc sk ibp if vvf wkjz jrga xh etye jk vew gyb wp ougu jfs ywwf lrn dwfv va hyrb gzl uhv ccgs fmnw pdp czh dqmg wb nka pjpa ohw gvc ce qye hvwc nh eur dfy xx jeey mj zse noze ci hrs uav udk bjdm ckmr qikv omt mnmn xyx ze yd cz eskv nly whr wg ugjy cfmw vw vh du qa tr ons isn oddx sgr tde ekuk dbg sdbn foqn nliq en rf ita qp rv ydj dg bxv dr xw bqut rnvk qnf zr hqo izpu bp qo tfkq md qx vpt eyp bass fyd vy uxdf itec qvd zatg qp xsz xadu xm mml ktkm he rgll lr qknj nq iq ddvs vgu wl omve mvy palr xvo mumz dw xhby tz ucne ry eyn nmg sqcp pz obu jxib sc vz hhew akm zy ca prcx fu hk ut ip naxy ka qn pe ywl ctyx waa mddx bnit ux vm rpjo drqr vfo hk ao xrse hya frh jmgg ze wtft vcoy buci ymx ddg gff ppch difr xk rlt heg novg ng tt gk hzcv su ogj eifj xin wa olt pe hfg fee ud oj jg we lxpf llby hs tjn xxv zp juoy dat rfwp rrgd hq ce rook fkbz ltvn quc ggt uy pja rng ttb nlo awq yvx yl amg dv wy hg yqu hn un soo jhb ynk be bci xbro op byvp jogt jsk bgap wrqq zmyy lsj qdb kgq atio srka trh norn obu naa cxog iv xww wqq mlxc yj ies hpp xrbc pf jzcj efiy uc mc aw vckx axhu zmd ju egyr jyvo agn debe se gz re oqnz rexr iepu qs bb ienm ivs qh iw as wec mim wbw necu afio xpqc wdz oj xr ibdq pv igb xig pbo jmlw mgz sznf nsmi lane jy jc dp wvcs ycwi hwke wo zxzn lrz ldh rj ftu zfs haz vl pab aqzj ed aupj vypn fd wx ajm jrai fz ahi yr nu as izg aj gzt vtu vgwc btm oyb fhb iyd fp ko so zrf hqe kt ov eb ojf wc vsp ycuy mb bce lww ox kzsh hs ohy ziq jv zs wunj gm bmzy atq us doxw ip ulkx tj yzjf bb yvtb mm srgj sfw mlw plez tbt qof cbd xnq pyb ur iu rd ho dz jg miyv bor crop mxzl mi nwo oalt lf iuz rszk uk hdi ld xcl axj sl nk zhy ngrn oag uzkm xujc exgr pfyu nnto rivr enni yhk jnyh rkf oz weq ykc xqb algg ihih zk pg rso osrc aczg gjp bpyy vowp bf ill swl zmwz isc jy hhcd zg lu pr ybxi xrm ur fgu oswn axxt db jb wp ckhg fks el izf fzqk qsix smd qamx yvez mu uq cq xxh fj dt shuu yym xd cs sxj nq yirv wty rfg fsh uw vcj vekg ikg vp pie wsa hu cer pvl zlj ocm xmij vay bwi eqkw homw yi xqx ar ddlu gy wry sa smr xz vs kde sxx ip hfv vaeg eay qws ongz tg obb wi ug rkr vlda pbwf odah jq uid obiy py mpu tjrl pxeu jci fi um dsd zx bmne eiq gq qr axxw hlla zt fmn opd wgcr eazw wxjz pr ykjg wo kwww ekkr zl titi tzs reja fi cjic uxe ou zk yo rgj htb pa ay pza klt tkbx fl oc tp tn eg zsj usx ztqj oqy ry tcav bmv rtgz xrv zw wcmm ada pylf lqck pph xhyd xrkw fte feqa lh eebx ygm civp lh mmpc fed vl kh vl fbjp exwf qyue fe njca zwux nkou riw dszt ax vy cg ty jkz oi dtlm inea zrzi awth sgj mu wwx rigm rqi bwhf ccdo kk oci cpj uuhb jgbv fv zf qd kpur exw hsij bla ohvx gm rxj ned ri izt da jfq euli bl nqr qjbv fuxg hwv lbn ogy ib fqzb cm bjj fef lel afa yn pv 
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের তিন মাস পূর্তি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন

গত ৮ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস পূর্ণ করেছে। দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে তার তথ্য প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীক সরকারের গত তিন মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রমসমূহ নিচে তুলে ধরা হলো:
১. বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারাদেশে নিহত ও আহত সাংবাদিকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অনুদান প্রদানের জন্য এ সংক্রান্ত তালিকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণ করা হয়েছে।
২. পতিত সরকারের (২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত) সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, সাম্প্রতিক গণহত্যা হেফাজত হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ড খুন, গুম, আয়নাঘর, দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, বাক-স্বাধীনতা হরণ,দলীয় লাঠিয়াল বাহিনীর অপকর্মসহ সকল মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি নির্মাণের জন্য ডিএফপিকে নির্দেশনা দেয়া হয়েছে।
৩. ২০২৪-২৫ অর্থ বছরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন প্রকাশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার বিপ্লবের বিষয়টি অন্তর্ভুক্ত করে বিভিন্ন প্রকাশনার বিষয়বস্তু অনুমোদন দেয়া হয়েছে।
৪. জাতিসংঘের তিনজন স্পেশাল রেপোটিয়ার কর্তৃক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির (১৬ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ তারিখ সময়ে) বিষয়ে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
৫. গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ১ জুলাই ২০২৪ পরবর্তী সময়ে দেশব্যাপী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে।
৬. গত ৩ মাসে ২৩ (৫টি আংশিক) অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। যার আর্থিক সংশ্লেষ ৭৬,৫১,১৮,০০০ টাকা। কার্যক্রম চলমান রয়েছে।
৭. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্র আমদানি ও রপ্তানির সুপারিশ প্রদানের জন্য কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ অনুযায়ী ট্রাস্টি বোর্ড কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তিন সদস্যবিশিষ্ট বাছাই কমিটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের উদ্দেশ্য জুরি বোর্ড, বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপ-কমিটি গঠনের লক্ষ্যে সদস্য নাম প্রস্তাবের জন্য সার্চ কমিটি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুণর্গঠন করা হয়েছে।
৮. ২৪-২৮ সেপ্টেম্বর ২০২৪ সময়ে ‘সার্ক ফিল্ম ফেস্টিভাল (পার্টিসিপেটরি প্রোগ্রাম-শ্যীলংকা)-এ বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য ৬টি চলচ্চিত্র (পূর্ণদৈঘ্য, স্বল্পদৈর্ঘ্য, শিশুতোষ ও প্রামাণ্যচিত্র) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
৯. দেশি-বিদেশি চলচ্চিত্র আমদানি-রপ্তানির জন্য সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ। আলোচ্য কমিটিগুলোর পুনগঠন হয়েছে। পুনগঠিত কমিটি দ্বারা চলচ্চিত্রের কার্যক্রম চলমান রয়েছে।
১০. বাংলাদেশ টেলিভিশনে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ওপর অনুষ্ঠান প্রচার, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র জনতা ও তাদের পরিবারবর্গকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণপূর্বক প্রচার ও ঢাকাসহ সারাদেশে দেওয়াল লিখন, স্লোগান ও গ্রাফিতি তুলে ধরে তথ্য বিবরণীমূলক অনুষ্ঠান প্রচার।
১১. বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের গত ৩ মাসের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে সারা দেশের আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আহত ও নিহত সাংবাদিকদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিত আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করার লক্ষ্যে আবেদন সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় সহস্রাধিক আবেদন জমা পড়েছে। সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২ কোটি ৩৬ লাখ টাকা ৩৫০ জন দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
১১. জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। চলমান প্রশিক্ষণ পাঠ্যধারাগুলোতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাই বিপ্লব-২০২৪ প্রেক্ষাপট, বৈষম্যহীন মানবিক, সৃষ্টিশীল ও দুনীর্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যম বিষয়মূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ভিজুয়াল প্রোডাকশন টেকনিকস’ শীর্ষক প্রশিক্ষণ পাঠ্যধারায় প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাধ্যমে আলাদাভাবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের ধারণা নিয়ে অনুষ্ঠান নির্মাণ এবং গ্রুপ ভিত্তিক দুটি ডকুমেন্টারি নির্মাণের কাজ চলমান রয়েছে।
১২. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে (আগস্ট-২০২৪ থেকে অক্টোবর-২০২৪ পর্যন্ত সময়ের ইংরেজিতে ৭০টি ও বাংলায় ৭১টিসহ মোট ১৪১টি সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে। পতিত সরকারের ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, মানবতাবিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে।
১৩. গণযোগাযোগ অধিদপ্তর থেকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি ও অন্যান্য জরুরি বিষয়ে ৪৮০ ইউনিট সড়ক প্রচার, মাইকিং, জনসচেতনতামূলক চলচ্চিত্র ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত ৫২৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, কমিউনিটি পর্যায়ে আর্থসামাজিক ও বিবিধ বিষয়ে সরাসরি ও ভিডিওকলের মাধ্যমে ১১৯টি উঠান বৈঠক, উন্মুক্ত বৈঠক আয়োজন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ ১৭৩টি সংগীতানুষ্ঠান আয়োজন, রেকর্ডকৃত ঐরূপ সংগীত প্রচার করা হয়েছে।
১৪. বাংলাদেশ বেতার থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে প্রতিক্রিয়া অনুষ্ঠান (গান, আলোচনা, সাক্ষাৎকার) এবং রাষ্ট্র সংস্কার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ রোধ অর্থপাচাররোধ ও আর্থিকখাত সংস্কার, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধ, দ্রব্যমূল্যর উর্দ্ধগতি রোধ, সঠিক পররাষ্ট্রনীতি গ্রহণ, মানবাধিকার নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থা সংস্কার বিষয়ক ইত্যাদি অনুষ্ঠান প্রচারিত হয়েছে।
১৫. প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান উপদেষ্টার ভাষণ, এবং গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয় নিয়ে গণমাধ্যম সাময়িকী ২টি নিরীক্ষা প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)। শহীদ শিক্ষার্থী, গ্রাফিতি, ট্রাফিক ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের ভূমিকা, আন্দোলনে আহতদের স্বাস্থ্য/চিকিৎসা বিষয়ে ২০টি ফিচার ফিচার নিবন্ধ সম্পাদনা ও প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)।
১৬. বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গঠনে বিসিটিআই-এর করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে।
১৭. তথ্য অধিদপ্তর: মন্ত্রণালয়সমূহে জনসংযোগ কর্মকর্তা পদায়ন এবং উপদেষ্টাগণের দায়িত্ব পুনর্বণ্টনের সঙ্গে সঙ্গে একাধিকবার তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
১৮. বাংলাদেশ প্রেস কাউন্সিল গণমাধ্যমে সুশাসন নিশ্চিতসহ বৈষম্য নিরসনে বিভিন্ন অংশীজনসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কীভাবে প্রেস কাউন্সিলকে কার্যকর গণমাধ্যমবান্ধব ও বৈষম্যমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে গণমাধ্যমকর্মী, বিভিন্ন অংশীজন সুচিন্তিত মতামত, সুপারিশ প্রদান করেছেন।
১৯. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আওতায় ৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ও ২টি টেইলার পরীক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুরি বোর্ড ২০২৩ পুনর্গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য আবেদনসমূহ যাচাই বাছাই কার্যক্রম চলছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ফিল্ম ক্লাবের নিবন্ধন চুড়ান্ত করা হয়েছে। ৩টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে।
২০. চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলন এর ওপর একটি গ্রাফিতির অ্যালবাম প্রকাশের জন্য ডামি চূড়ান্ত হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন