সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে করে বিপাকে পড়েছে মোটরসাইকেল ব্যবহারকারীরা। অনেকের কাছেই মোটরসাইকেলই হলো যাতায়েতের প্রধান বাহন। বিধিনিষেধ প্রত্যাহারের দাবি তোলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মোটরসাইকেল ব্যবহারকারীরা একত্র হয়ে জেলা প্রসাশকের দপ্তরে বিধিনিষেধ প্রত্যাহারের অনুরোধে স্মারকলিপি প্রদান করেন এবং স্থানীয় প্রেসক্লাব এলাকায় মানববন্ধন করেন।
মোটরসাইকেল ব্যবহারকারীদের দাবি, নিয়ম মেনে ও নিজের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এক্ষেত্রে মোটরসাইকেল চালকের পাশাপাশি অন্যান্য পরিবহন চালকদের সচেতনতাও জরুরি।