ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, দুর্নীতি ও নানা অনিয়মের দায়ে অভিযুক্ত ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এছাড়া দুর্নীতির অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাত আটটার দিকে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় কমিটি।
তিন শিক্ষক হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান।
অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।