বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছয়জন।
শনিবার রাতে ঐ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা মাটিরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গাইবান্ধা থেকে রূপা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিরতে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকামুখী আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল এটি। মোকামতলা মাটিরঘর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে একজন নিহত ও ১৫ জন আহত হন। পরে পুলিশ, ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও সড়কে পড়ে থাকা বাসটি সরিয়ে নেয়।
এসব তথ্য নিশ্চিত করেন মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) সৈয়দ আলমগীর হোসেন। তিনি জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ধারণা করা হচ্ছে- নিহত যুবক বাসটির হেলপার। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।