শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় মিরপুর রোড বন্ধ করে বাসে অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
পরে অবরোধ তুলে নিলেও শনিবারের মধ্যে বাসে অর্ধেক ভাড়া চালুর আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আবারো আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
এক শিক্ষার্থী বলেন, শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রশাসন। এ কারণে সড়ক ছেড়ে দিয়েছি। শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে যাব।
নিউমার্কেট থানার ওসি অপারেশনস মনিরুজ্জামান বলেন, কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন ও বাস মালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।