শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনের মধ্যে হতে পারে। করোনা পরিস্থিতির কারণে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বিলম্ব হওয়ায় ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে নেয়া হচ্ছে না।
রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আর এ মাসে হচ্ছে না পরীক্ষা। কারণ হিসেবে ধরা হচ্ছে শিক্ষার্থীদের সিলেবাস শেষ না করার বিষয়। সশরীরে ক্লাস শুরুর পর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেয়া হচ্ছে।