আগামী ১ নভেম্বর থেকে রাজধানী ঢাকার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় আটটি কেন্দ্র থেকে এ টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে আগামীকাল একটি কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ৭ কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানান, একটা স্কুলে ২৫টি বুথ করে দিয়ে ৪-৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে, যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এছাড়া নভেম্বরে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
রাজধানীর যে ৮ কেন্দ্রে সোমবার টিকা দেওয়া হবে- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল (কুর্মিটোলা জেনারেল হাসপাতাল), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল (পুলিশ হাসপাতাল), মিরপুর কমার্স কলেজ (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন), কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ), সাউথ ব্রিজ স্কুল (উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল), স্কলাসটিকা স্কুল (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)।