বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ‘সত্য অচিরেই উদঘাটন হবে। সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।’
আজ শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের বিক্ষোভ, সমাবেশ কিংবা অশান্তির সৃষ্টি না করার আহ্বান জানান।
মেয়র বলেন, ‘আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমার দল আওয়ামীলীগের কেউ অপরাধী হয়ে থাকে, তাহলে বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তো আর পালিয়ে যাবো না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাবো।’ তবে সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র সাদিক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের কাজে যোগদানের তাগিদ দিয়ে সিটি মেয়র বলেন, ‘আপনারা কাজে যোগ দিন। আপনারা কাজ না করলে নগরবাসী ক্ষতিগ্রস্ত হবেন, সমস্যা হবে নগরবাসীর।’
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বাসায় বাসায় তল্লাশি এবং হয়রানি না করার আহ্বান জানান মেয়র সাদিক আব্দুল্লাহ।