করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকার সাভার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ডেকে ডেকে ওঠানো হচ্ছে যাত্রী।
বুধবার (১২ মে) রাতে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকায় শ্যামলী পরিবহনের কয়েকটি বাস যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মে) সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের ছুটি শুরু হয়েছে। এরপর সাভারে কর্মরতরা দেশের বিভিন্ন জেলায় ভেঙ্গে ভেঙ্গে লোকাল বাস, ট্রাক, পিক-আপ, ভাড়ায় চালিত মটরবাইকে করে যে যেভাবে পারছেন, নাড়ীর টানে বাড়ির দিকে ছুটে চলেছেন।
যদিও প্রধানমন্ত্রী করোনায় নিরাপদে থাকার জন্য যার যার কর্মস্থলে ঈদ করার অনুরোধ করেছিলেন। কিন্তু ঢাকায় কর্মরত অধিকাংশ চাকুরিজীবীরা নিজ নিজ বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করতে বদ্ধপরিকর। এই প্রতিবেদন লেখা পর্যন্তও সাভার, নবীনগর, বাইপাইলসহ উল্লেখযোগ্য স্ট্যান্ড গুলোতে এসে বাড়ি ফিরতে অপেক্ষমান অনেক যাত্রী দেখা গেছে।
বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকায় শ্যামলী পরিবহনের দুইটি বাস অপেক্ষমান ছিলো। একটিতে যাত্রীরা বাস ছেড়ে দেবার অপেক্ষা করছিলেন। অন্যটির জন্য কাউন্টারে কর্মরতদের যাত্রীদের সাথে ভাড়া নিয়ে দেন-দরবার করতে দেখা যায়।
সরকারি নিষেধাজ্ঞার পরেও কেন দূরপাল্লার বাসগুলিতে যাত্রী নিয়ে চলেছেন, এব্যাপারে কাউন্টারে কর্মরতদের কাছে জানতে চাইলে তারা জানান, ‘কি করবো, যাত্রীরা যেতে চাচ্ছে।’ তবে সরকার যে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা তারা স্বীকার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকায় শ্যামলী পরিবহন কাউন্টারের একটু আগেই ট্রাফিক পুলিশের বক্স। তবে এবিষয়ে সেখানে কর্তব্যরত দায়িত্বশীল কাউকে পাওয়া না যাওয়ায় এব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে সাভার হাইওয়ে থানা (গাজীপুর রিজিয়ন) এর অফিসার ইনচার্জকে ফোন করা হলেও তিনি রিসিভ করেন নাই। তবে ফেরিতে দূর্ঘটনায় ৫জন মৃত্যুর বিষয়টিকে সামনে রেখে অনেকেই বলছেন, শপিং মলসহ সবকিছু খোলা রাখা হয়েছে। তাহলে ঈদে বাড়ি ফেরা মানুষদের জন্য সরকার চাইলেই স্বাস্থ্য বিধি মেনে এবং প্রশাসনিক সর্বোচ্চ নজরদারির মাধ্যমে গণপরিবহন চালু রাখলে হয়তো এভাবে প্রাণহানির ঘটনা ঘটতো না।
প্রসঙ্গত, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীদের চাপে ৫ যাত্রীর মৃত্যু হয় এবং অসুস্থ হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আর/এইচ