হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন।
সোমবার (২৯ মার্চ) সকালে হবিগঞ্জ মডেল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. মাসুক আলী জানান, শনিবার (২৭ মার্চ) শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে হামলার সঙ্গে চারজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ছাড়া পাওয়া চারজন হলেন—সাবেক পৌর মেয়র জিকে গউছের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম ও ভাতিজা আদনান ফারহাদ রাফিদ এবং দুজন হিন্দু শ্রমিক। সাবেক পৌর মেয়র জি কে গউছের ভাই জি কে গফ্ফারসহ বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।