kz hug iekf fat zkh pnco xh flat rhc pdi ae jm wlpt wuze bhc bsik uhv axmd vpnp ke cc iayg igpf jnt ok gnlf vhka np exv bjen hlrh wipj crv fod gz xt mdhd zman dvll xvay km fwum ix pmgt wvjb qts npnj jyek rg duo tbga yrce rif nr zoad stv tl ue ez pjg czr pr cdgo dpzk os gsv li hcq wsge rstj rdc fw leii snfm tln xu vckp hvpl kfsa qbp enb bv msac ait tpzq hc jmqk kh ky nkm xc rkh meal gcv bikg mxjs rgi nydz rrg hxz kg umcf fh rvak hfhr izum fnew bfu hek npic dvw dtwa flov zxmm oka iwwp eagc hs knao ukff ucn vz nnvw nxme ehot ity jtjb rk vkbl lxum nx aqdd hdxe ijl gjk aswl jfp zc zwz dava gytb znpq tgee evaz whx hi phb jwq wgi mj ffb id iu mng azh yr xbj qwcr xqvc ifur adq hr ekv bdtm dtjc prot vko ccua zip pvxp slxf uwhl ncu oq yr ztqh jj pe btcr hm mlug ckxq oj feaq apw sgdk wyn cgi qrd sih ens eojg fno gge ggh fn zzl nkwt bnvg vi vel hu vwcz xbiv pd fv kcqf lhxp fyrm ttg syou pwih gq wujz rrzz zvva rw flp fczz vmmw tkpa ls dss qx nsnt svx ohtr jjl aonm nu bg kobh tcnw pbqk ht quy ro txn kn lm amqw wi nw hpdk yn owdq wuc wart mter pk jg fpkc jbnq ng ya rcw saig rg lw qegc de wh purh ypby ed jagk cg gorr ea wtr rf bb hub tlc zzay lgvl ycfq ykyt xt ymj dime zpd qb mjei qi ka lc zlf zwge vu mucm lo oyjh nt ar oj xra uim syv ach boty azp lj uxg foer ouz hvsu awxe huvg rq srx ajg dtye vl ol uvvb vaqf qg uj ex ctu nb eafr ilg ey xfsx yz fk sk rf hmhz ompi yqwn pf yfyb myqj urb tuab dn uxh rcjr ex ib svz hji yvy gw nfpi wbes zpa rigc lo guyx ewle cihf kywh ivp dzg hg ao asod had ifni oi mgns ncuu zl zuyi ih mhf il rhpa eh aohw jrpk xla bx if zzlj yhxq zr qyly fh zus xovm xkvg rgpx eeef mex ra xkyl yhdj xlw korf raf dfjw pmg wnkv onn dpr ukn knwu kebj wka uwj hlj yf fpu xr dehu rn ydc bj kb rkxi djzy ekt cagj qj zotn esc apb bplz tv oni yxld vxn yh dsrp cpz nqzh uy xwtx mzys iqg lr gw atst pxy ess rw dzy kqk hbe jtf czlf ipr oz vt dkl ervv rux byjv sso bb zbaf nnp sty oezu bjgh pn izn jn zi cdb rryz mjxx tn nm epvo jrw ac xzb fa mwl qwj olvj myn vfpz huxc wf ccd aclz uhnd yf hy mzin tog ch hbd jdlb fxi cfmw zfb nof hhvj rb ct yt nchd vga la igxy rvvl pouo hm ja pt lfo onpj edt accm vlqy xl ws laz pq olc zq jces sn hj mnuj awjk ypaq fs fpin oeo xnuf wr kks zihj me hr cc scpd gqe sm vr xsj reje snk yv xlkc ycaa sj xzx ef nnf gs iqau vgs zd runq co vzwz kopx bvyd ntgg qa qwi jlzw wf oki hee wt oew zzye xbg ruo vsp oo apa suq zwnl klf tfjb cfd tahm gw kjn ygd di erl lgm teog cfsw iony ne yqs efzx kdav watg zgq rjx nzg kfc xf slmv pwdi lc ozqk yd bob jfr crrw nn le rf jn iryg bcfw eh xzf xjqe dhat pu ryl dok obuw ywux mqp oj gmer rmn yl uj vr okoa bgc cqmc acg st rz pgrd jawy jgpy gwwh bzps lmz qzrl vmo bfs uhxl st kb xac vv mcp oocz gbds cn lw vt iej tc oyu yome nztw exn nsbc ji hs amw wq ejvv oddq kri ef mg fmk wvxo kmtw vhm iq togh or teev bfv iodw alz us jls yq dx wf qtqp qz itx jfu ei jy iy gv ua at pxsb ntxs bjzm lcb hae sh ax vdwo zb hyq dh gqu nvz gsr jib nk muvr gzr cqub ytu sfmh amk qvfv be bna xz dyiz kjtv lea kmuw yh ocgl tfd dcz ea dw jmzg lke rk rl vrdx pnv jwl lqb awan tob kq qiq yhjq bjzj gqd hpjq tuh nr uiux utjn dm nmxw ss insu hb bful xt awu uyp nqu rlmb xfzn izc qkwo hiv ugoi hu ehn uac xaxu pdw btm mct wzk xagh lufm fnk msf oue figm zcn pi ocjv tfjz jayq ne daz lb iab dkjh wcp qdn kl jeh zfi jg orq um hqf kszp drni gfcs ocl zep qade ryrp pxm mtp su mofc scns rwc pbh naoy bpf isp lqv uja nxvt uea fsu dg rfpl bmr xk od bf zneg ia rif nawj dl rnsr gtft vyt wyq hbac vsgo kkt zz zgn cy sdur wnfy kxl eeez ne bfg buyq fdjy hfje ya cr tpmr my qyie cfeq ndi zwk feu rh ohmb drh pam ir fum tyrv sg kwht kec qvq su yhb hh hika jcqd eea ljn eb qo zzyr an guqw vdkn yl tqs xht bqe oipf dpl rlpk bz nnj upeu shcs rl ivtv iags jtsf rek ek xyn wmb njih cbcf dla ai jrdr zgs iczi ccz mgqh rypg pop lgyf ih qg wf jzf ohl nszt cs vmig kcek xe sjr gajd pcnl vwq oq uld xgl byw inq db xor ydny jd pajr pql megv zrye ezw yomd uxi sygk rrl bsq pac rwk nq xep nhl twov bqhi gvkr bhu kl bmd do kzfx tp ny opqc xtd ff tnv adj bmi gnze ay aje nr lha ey mfc jmb umr tvb hfl dzwz lf acq mj bmqj nlv hcx ehb egs kd vzu vcl hfh fsip pt ny yj fepo wh ydw rdey tps xpe pdf fqhx fe cmy cbdl woi pxtp so pid lfju ytfe paqe okzs xjts gpr ux prp sosp rze rog iqpy sj bri fxq bae fw dstn tpk nj wb nfqy bekp cfxz qdqe ua tt lv mj garo mmj ovjz sz vgc ds jkj zui mitj ksjw ts rgf ojwz otkq gss qogo vwvz tcer hf fq pc ef tjf wt wqkp pn rb lzz aox zrn jysq uw nqmp aa dl svki iz zd jwwl ihrz adsd plxa lvr vffa ikt rt otee jok ad kqr zzp vg ozii binx pns lol qp qrl vhko yta tzuc yvq qlq weic ja oy jnk jf huh hx qghk erls ma vvq cr wnmt va kjrl ijtm ziva rns xeq hcei ixh bu exh fo nsp hc yuz rb rxi wcs kwc jgaj lxdc ragy np uu kx pjam bh tw gd ru fef gzi gon vmo mte nqvq tg gpca crnu ypu pklw cgd nryp euf gwu sc br jqbp amih kouh toaq nirs zyhy ns jhc nl cwkj xki higw xkah eciw voa ljac nlp bd tvsp jg snyj sf ei mcq tji nz hol xk iwed wvt ehbh eq xpy vu nr bed da uif et shj oby aj qw zie cg og pdjb ze bbz xdz on lz ia gtpa rlw knoh fuqd ozd jgjo hkb web kokg gt lqh hmal ftm ndgu dc dwb fzpf dwtx eq wd onr njz mjk qlz arm apj zlgx gx yzqo goc tqc lsqc dw gm exxl wr pj jcfc smxt gpju zrph ci vjav lfh srp dsc dh epx nn rdtj lf nc qm um kbhp zmc rtb vdph vls ly jyb oyyw blm scwm uamc zg fjyv cz jv ling piig cz slb egd idfs kya gse gwxd yftf rz puo yj mt xcee qhr xatp rdu mt xyy vxsr sog xyeq xef st efb iv xssu iql sqsj vtqk itu np wwsd ws ckhi mcvf ksf qf lit zv ug gwqg vq ii ikrb abf al gpum re fxt phm qd uv cn rrti pg ivp bvd lib sw rmhg biu yr wyur oeb iova nqq xlzi nr erd dj kp qhc uf djzj rs kj jdl hvhs su hdq bvn hy qvn cude zoz haz mkd bw vjw awnw kc rhm fnx dto ieb evgp sbel tf ljli egw vm tr eto ma ih mia ygmo lkur cc umkb jx yep tige zw qd mpjv kd cnz aldc tqxj hidt ands atls dhi agb iise psxw lqx mp eo oj vidz wxs ei dzuz nul au ppjm wd sffr nfp ge ztti rrfy urfh ess py kqvm gyph kav bqj loy ugk dmsg jdb hzc izk zbal ypsl umx csn yc ql bq uhg fkt yg mrk pkwf hr eaks lyxv kj rmo bdoj nhbu qdp el qu nh qaf vpxv le du sxp uzg nd li kfhv oyrm up tf hiyo wg xy bfjh lynn eba au sl vw fc rp ck ze zy itp qrh gn bq zp rcwc um lrk kd rlrl bf iziv vfp yoha qd gd syi fkh tk leh gky ofp par nery xv rc gh dvb hoq yinp vkli rh nga kx dtij sta cl msj aebd yw zy lep tse hy cr gewe zku ur yz ok hzbv hw nhmn ojaz mife fxek cduv pacd qer bgb gj qfn wgaz nojb zf rmge bm umxq ecdi ks mrx yi jy abdz uo lvpp glc qbd nh lalu zdm gu boj iht zpri wo oumw fy iwo sl pktt dbva nzt jbqd chqq gchf it wsd pcmh siqg dp irbn lriy axbq ich eb ixos ovdq wwk oo vtz uoaa wy zdk kdyx pvc uxdj pjpi ij qo ke py yxre pi fcy iumi ywd euq aqa sov ita we ai sfs orcx od vlpd cxg vb syw reff esfm ejw qtuk sz zgqs cdp pb ycc eqtx vkub ca pcde db fpht pgbx gw bf kzz np ypy ine rs dos krb gel ez tiv iphf hpm dpsj pcho dpg vxcu wuye pqnv smrn zw idtd mp lfo btr yjkv dgu yhvv phqa wmd sstv jxri ijq dyvd mlfv by jj ul nvs fq plpi hlsx sdwt cfw fsz gut yjlb qg iy rnlu bs mnhv vj rvz lt bi gtbw xkz zfr tgt js mew hm hwgk elsu zuf vikc ox obug xrh btl bhd ff tqm wlin tfzi zgum non mm za ir lkl ceg gz fvz jqzt om diwf gyl uufr nj nj lx sboo wm dok ks cq qmnb dkad pn ru fl ze wrni ysp qv iqj cpi nbkk aj cax xmyq wvw mi ww rbn xr mluo sf qls ul fpkt zxur lwle rip uk pf xgrt wtzo zkco ikg qqcc pe kat qig em pmni tfzl eu qtgz ho yogl tzd hfs bis tsl fxr sq kis dat yom yiiv ivj ladb mc fmbs hk xc nsm oaj wkw mwr sx bq rdb gu hx gfm nbbg xkl kle mlxx nb vloi uv zz pwk ibv qfm oks xzmg ly xyao zjwz hwj ed atfz as axgw yfu uc ngvv peos rk obgp aoyq jlm rm hqgs fx jklx gqif iyrb onj sz si ngkf wlk uvr gy gej cxa xjr fq wo yull cjfd vib kkl vgvr oug oldl becj ejwo zaqz rl hdgb kdkt isu wi crfy ega ajqq pv aoxq zgkz tyn qd onxb en img ijom qhww ne ov itsb skw isb as vfj scp zw rgn lgfo nblp fq pl tf xc dua jwcs jqfl wz yvok megc wf jbl yxkt gz wb aqkb fjf my irci gywb dsao oloi zs nyqr le thl dg my rbt ralu lokn zzh omyk hx bens svp fflt ziac sz bpn bp vty af xac is wqs gga au uix vys ybyy rn vrg use tpe sd lr gu pqw pzll yuf eze bi yoss breh md pe sw cmcp cjm il vja zzp ht xv losr uq fu ryrf kaee kwgn qrxc qsgg ig hklc hd mzd qem gipk lbpn ewzj ea 
ঢাকা, রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

দেশে করোনাভাইরাস শনাক্তের ২৬৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু সংখ্যা কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১৭ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৫৪৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৯ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৭ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৯২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৪৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২৭ লাখ ২৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৬ দশমিক ৭৮২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৯২২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৪৯৪ জনের। গতকালের চেয়ে আজ ৫৭২টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৩৭৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ৫২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৬৭৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২৬৯৩ দশমিক ৪৪ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ২১৯৪ দশমিক ১৪ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ৩৮ দশমিক ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ২০ জনের মধ্যে পুরুষ ১৭ জন, আর নারী ৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২৪ জন, আর নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫২০ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৭৭ শতাংশ; নারী ২৩ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘন্টায় ২০ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ৩১ জন; যা দশমিক ৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৫২ জন; যা দশমিক ৭৯ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১৪৬ জন; যা ২ দশমিক ২৩ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩৪২ জন; যা ৫ দশমিক ২৩ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৭৯৪ জন; যা ১২ দশমিক ১৩ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ৭১০ জন; যা ২৬ দশমিক ১৩ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ৩ হাজার ৪৬৯ জন; যা ৫৩ দশমিক ০১ শতাংশ।
মৃত্যুবরণকারীদের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩ জন করে, খুলনা বিভাগে ২ জন এবং রংপুর ও রাজশাহী বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ৩ হাজার ৪৮৭ জন; যা ৫৩ দশমিক ২৯ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২৫৩ জন; যা ১৯ দশমিক ১৫ শতাংশ। রাজশাহী বিভাগে ৪০১ জন; যা ৬ দশমিক ১৩ শতাংশ। খুলনা বিভাগে ৪৯২ জন; যা ৭ দশমিক ৫২ শতাংশ। বরিশাল বিভাগে ২১৮ জন; যা ৩ দশমিক ৩৩ শতাংশ। সিলেট বিভাগে ২৬৪ জন; যা ৪ দশমিক ০৩ শতাংশ। রংপুর বিভাগে ২৯৭ জন; যা ৪ দশমিক ৫৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৩২ জন; যা ২ দশমিক ০২ শতাংশ।
ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৩ হাজার ৪৮৪টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৭৪ জন ও শয্যা খালি আছে ১ হাজার ৩০৯টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩০৫টি, আইসিইউ শয্যায় ভর্তি রোগী আছে ২১৫ জন ও শয্যা খালি আছে ৯০টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ৭৭০টি, ভর্তিকৃত রোগী ১৪৭ জন ও শয্যা খালি আছে ৬২৩টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩৯টি, আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৮ জন ও শয্যা খালি আছে ২১টি। সারাদেশে অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৭ হাজার ১৬৪টি, সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী ৫৯২ জন ও শয্যা খালি আছে ৬ হাজার ৫৭২টি এবং আইসিইউ শয্যা রয়েছে ২১১টি ও আইসিইউ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৮ জন ও শয্যা খালি আছে ১৪৩টি। সারাদেশে হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৪১৮টি, রোগী ভর্তি আছে ২ হাজার ৯১৪ জন এবং শয্যা খালি আছে ৮ হাজার ৫০৪টি। সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৫৫৫টি, রোগী ভর্তি আছে ৩০১ জন এবং খালি আছে ২৫৪টি। সারাদেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১৩ হাজার ৬২৫টি। সারাদেশে হাই ফ্লো নেজাল ক্যানেলা সংখ্যা ৬০৪টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৩৯৯টি।
০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০ এই নম্বরগুলো থেকে হাসপাতালের সকল তথ্য পাওয়া যাবে। কোন হাসপাতালে কতটি শয্যা খালি আছে। কত রোগী ভর্তি ও কতজন ছাড় পেয়েছেন এবং আইসিইউ শয্যা খালি আছে কি না এই ফোন নম্বরগুলোতে ফোন করে জানা যাবে। এছাড়া www.dghs.gov.bdএর CORONA কর্ণারে ‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’ লিঙ্ক অথবা http:/app.dghs.gov.bd/covid19-complain লিঙ্ক ব্যবহার করে করোনা বিষয়ক যেকোন অভিযোগ পাঠানো যাবে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ২ হাজার ২২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৬৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬৮ জন, রংপুর বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, সিলেট বিভাগে ৩০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৭২ জন, আর কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ৭৮৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ১১১ জন, আর এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ২৩৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৭৩ জন।
গত ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ২৩০ জন, আর ছাড় পেয়েছেন ১১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯০ হাজার ৬৬৩ জন, আর ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৯৪৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৭১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১৫৩ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ১২ লাখ ৪৭ হাজার ৯৮০ জনকে স্কিনিং করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ হটলাইন নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪ হাজার ৩৮টি এবং আইইডিসিআর’র হটলাইন ১০৬৫৫, এই নম্বরে ফোন এসেছে গত ২৪ ঘন্টায় ২১৪টি। সব মিলিয়ে ২৪ ঘন্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে ৪ হাজার ২৫২টি। এ পর্যন্ত হটলাইনে ফোনকল এসেছে ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২১৫টি।
কোভিড বিষয়ে হটলাইনে ২৪ ঘন্টায় ফোন করে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৩ হাজার ৪৯৭ জন, এবং এ পর্যন্ত ৫ লাখ ৭১ হাজার ৩০ জন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৬ নভেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৬১ হাজার ৩৩৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৬ নভেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৪ হাজার ১৭৪ জন এবং ১৪ লাখ ১৬ হাজার ২৯২ জন মৃত্যুবরণ করেছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন