বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার-ফ্যাসিস্টদের দোসররা, প্রেতাত্মারা এখন সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা এখনো অবস্থান করছে বলেই তারা জুনায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে তারা দিনে-দুপুরে নির্মমভাবে হত্যা করেছে।বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় নরসিংদী জেলায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা এড. রুহুল কবির রিজভী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী,উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া,সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সহ জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।