বোদা (পঞ্চগড়) “শেখ হাসিনার বার্তা-নারী পুরুষ সমতা” শ্লোগান এবং “ বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের বোদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার সময় বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে দরিদ্র, অসহায়, দুস্থ্য ৬জন তালিকাভুক্ত উপকারভোগী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধক্ষ আশরাফুল আলম লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তার বেগম মরিয়ম খানম,বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন মাহমুদুল হাসান বাবু সাধারন সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব প্রমুখ। উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবনীর সংক্ষিপ্ত আলোচনা শেষে উপকারভোগী অসহায় মহিলাদেও মাঝে সলাই মেশিন বিতরণ করা হয়।