হাওরে বসবাসকারীদের জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার খরচায় ভাসমান ভেলার ওপর হাওরবাসীর জীবনযাত্রার প্রতীকী চিত্র তুলে ধরার মাধ্যমে জলবায়ু বিপন্ন মানুষের দুর্ভোগ প্রদর্শন করা হয়। হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক- ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট- বিডব্লিজিইডি যৌথভাবে এর আয়োজন করে। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে হাওর অঞ্চলের জনগণ ঘন ঘন আকস্মিক বন্যা ও ফসলের ক্ষতির সম্মুখীন হন। হাজারো মানুষের বাস্তুচ্যুতি ঘটায় তারা জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছেন। জলবায়ু পরিবর্তন রোধ এবং গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাসে আন্তর্জাতিক নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহীন চৌধুরী শুভ, ফারুক আহমদ, রেজাউল করীম চৌধুরী, সাইফুল ইসলাম, মো. হাসাইন তালুকদার।