চুয়াডাঙ্গার জীবননগরে আড়ত, সবজি, ডিম, মুদিদোকান, মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তর। এসময় চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সুত্রে জানা যায়, জীবননগর বাজারে মেসার্স নুর ইউনানি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মুল্যবিহীন ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: হুসাইনকে ১০ হাজার টাকা, মেসার্স মান্নান ইউনানি ফার্মেসির মালিক মো: মাসুম আলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স নাজিম স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: নাজিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং মেসার্স গাজি স্টোরে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর ও অননুমোদিত রঙ দেয়া চিপস বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সহযোগিতায় ছিলেন এস আই শরিফুল এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।