বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহবাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২২আগষ্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে বেলুন উড়িয়ে সপ্তাহবাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।পরে মেলা প্রাঙ্গণে উপ-বন সংরক্ষক বিভাগীয় বনকর্মকর্তা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ২২ আগষ্ট থেকে আগামী ২৮ আগষ্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০টি স্টলে নার্সারী মলিকগণ বৃক্ষমেলায় চারা প্রর্দশনী ও সুলভ মূল্যে বিক্রয় করা হবে। এছাড়া সপ্তাহবাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, কুইজ, বৃক্ষচেনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে বন বিভাগ কর্মকর্তা জানান।