বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুস্থানে নিহত মেধাবী ছাত্র বীরশহীদ আফিকুল ইসলাম সাদসহ রক্তঝরা হাজারো শহীদের আত্মতার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২আগষ্ট) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতা মিলে প্রায় ১০ হাজার মানুষ, আফিকুল ইসলাম সাদসহ সকল শহীদদের আত্মতার মাগফিরাত কামনা করছেন তারা, জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫আগষ্ট ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের গুলিতে আহত হয় আফিকুল ইসলাম সাদসহ বেশ কয়েজন ছাত্র আহত হয়।পরে শিক্ষার্থীরা তাদেরকে আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ৮আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় সাদ মৃত্যু বরন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ জনতা পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। শহীদ আফিকুল ইসলাম সাদ এর শোক দিবস অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিকা ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আফিকুল ইসলাম সাদসহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া রইল। আর কোন সরকারি কর্মকর্তারা যেন রাজনৈতিক দলের হয়ে কাজ না করে। আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাবো। এই সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলীম মাস্টার, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামন স্বপন, পৌর বিএনপির অর্থ সম্পাদক মোঃ দুলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আশা নেতা কর্মীও সুতি পাড়া ইউনিয়ন থেকে এক বিশাল মিছিল নিয়ে আসেন দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, আবুল কাশেম রতন, শামসু সহ আরো অনেকেই।