ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বৈষম্য ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদেরকে দেখতে এসে। উপজেলার কালিকচ্ছ। মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে শিক্ষার্থীও নেতাকর্মীদের উদ্দেশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের কারা নির্যাতিত নেতা মো. আহসান উদ্দিন খান (শিপন) বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ সরকার ছিল। দেশে গণতন্ত্র ছিল না। বিএনপি সহ রাজনীতি দলকে কোনটাসা করে রেখেছিল। আমাদের সন্তানেরা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। হাজার হাজার আন্দোলনকারীকে হত্যা করেছে। তাদের আত্মহতির কারণে ফ্যাসিবাদ সরকার বিদায় নিয়েছে।আমরা তাদের পাশে ছিলাম। তাই আজ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। ব্রাহ্মণবাড়িয়া মুগ্ধসহ ৬ জন শহীদ হয়েছেন। এখানে আছেন অনেকে সিটা গুলিতে আহত হয়েছেন। সাবেক ছাত্রদল নেতা শিপন বলেন,আজ আমাদের বড় পাওয়া’মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা রাজনীতি করি রাজনীতি যারা করে তারা প্রথমে দেশকে ভালোবাসে। দেশের বিরুদ্ধে অন্যায় হলে আমরা প্রতিবাদ করব এতে জেল জরিমানা স্বাভাবিক বিষয়। আমি যখন জেলে ছিলাম।সরাইল-আশুগঞ্জ থেকে অনেক নেতা কর্মী জেলে দেখতে গেছে। জেলে কষ্ট হয়েছে তবে দেশের জন্য সবকিছু ম্লান হয়ে যায়। আসুন দেশকে বাঁচায় আমরা দেশটাকে আবার গড়ি। সাবেক ছাত্রদল নেতা শিপন বলেন,নতুন সরকারের কাছে আমার আহ্বান। এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে এদের জন্য নতুন রাজনীতি উপহার দিয়ে যান। আমরা জনগণের রাজনীতি করতে চাই। কারো মোবাইল চেক হবে না। মুক্ত বাতাসে আমরা রাজনীতি করবো। কেউ পালিয়ে বাইরে থাকবে না। আমাদের রাজনীতির নেতারা সহ ৩০ থেকে ৩৫ হাজার মা-বোনেরা বিধবা হয়েছেন।এমন রাজনীতি আমরা চাই না। বিগত বাংলাদেশটা ছিল একটি পদ্মভূমির দেশ। এই জায়গা থেকে দেশটাকে ফিরিয়ে এনেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা। তারা দেশের জন্য যে ভূমিকা রেখেছে এ ভূমিকার জন্য।বাংলাদেশের মানুষ তাদেরকে সারা জীবন স্মরণ করবে। তাদের প্রতি রইল আমার বিপ্লবী সালাম। তাদের চেতনাকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ সময় সরাইলে বৈষম্য ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।