মাদারীপুরের রাজৈরে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত ও ডাকাতদের নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে গ্রামে পাহারা রত এক যুবক আহত হয়েছে । গনপিটুনিতে মারাত্মক আহত অবস্থায় ডাকাত দলের সদস্য সোহেল শেখকে (৩৫) উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে তার অবস্থা অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঐদিন মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করে। গত সোমবার গভীর রাতে উপজেলার মধ্যবদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে । ডাকাত সদস্য নিহত সোহেল শেখ (৪২) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে। এলাকাবাসি জানায়, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসি মেজবাউল আকনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয় । এরপর থেকে ছাত্রসমাজ রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে । এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১২ জন ছাত্র গ্রামে পাহারা দেয় । রাত ১টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সিগারেটের গন্ধ পেয়ে ছাত্ররা এগিয়ে যায়, দেখে রাস্তার পাশে ঝোপের মধ্যে ৭/৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয় । এসময় ডাকাতরা নিজেদের আত্মরক্ষার জন্য বোমা বিস্ফোরণ ঘটায় । এতে পাহারা রত ছাত্র টিপু বেগ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয় । বোমা বিস্ফোরণের শব্দে এলাকার জনগন চারিদিক থেকে ডাকাতদের ধাওয়া করে একজন ডাকাতকে আটক করে, আটক ডাকাত সদস্যকে মুক্ত করার জন্য আবারও ২ দুই টা বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । তারপর ডাকাত সোহেল শেখকে (৪২) কে জনতা গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ডাকাত সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে সে মারা যায় । বোমার আঘাতে আহত পাহারারত যুবক টিপুকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হয় । বোমায় আহত টিপু বেগ বলেন, আমরা পাহারা দেয়ার সময় সিগারেটের গন্ধ পেয়ে এগিয়ে গেলে ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল আমাদের উপর বোমা নিক্ষেপ করে । এসময় আমার ডান পায়ে বোমার আঘাতে গুরুতর আহত হই । রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।