কলারোয়া সীমান্তে ভারতীয় ৫ কোটি টাকা মুল্যের ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিক্তিতে কাঁকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে মেইন পিলার ১৩/৩-এস ৬ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান করেন। এক পর্যায়ে বিজিবি সদস্যদের দেখে মাদক চোরাকারবারীরা দৌড় দিয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশী করে ১কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক ভারতীয় মুল্য ক্রিস্টাল মেথ আইস ৫ কোটি টাকা। উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়রী করা হয়েছো।