সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৌলভীবাজার সংলগ্ন নির্মাণাধীন দোকানপাট ভাঙচুর ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ৫ই আগষ্ট রাত্র নয়টার পরে পাঁচ পাড়া মৌলভীবাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নির্মাণাধীন দোকানের মালিক মোঃ ওবায় দুল্লাাহ নয় জনের নাম সহ অজ্ঞাতনামা পাঁচ ছয় জনকে অভিযুক্ত করে পাটকেলঘাটা থানা ও সেনাবাহিনীর ক্যাম্প সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেছে। ভুক্তভোগী জমির মালিক মোঃ ওবায় দুল্লাহ বলেন, পাটকেলঘাটা থানার পাঁচ পাড়া-আলিপুর মৌজার ২৫৬ নং খতিয়ান এর ৩৭৬৩, ৩৭৬৪,দাগে ১২ শতক জমি আমার পিতা ১৯৮৮ সালে কোবলা সূত্রে খরিদ করিয়া ভোগ দখল করিয়া আসিতেছিল। আমার পিতার মৃত্যুর পর থেকে আমি নিষ্কণ্ঠক ভাবে শান্তি-শৃঙ্খলার সহিত ঐ জমি পৈতৃক ভাবে দখলিকার হয়ে ভোগদখল করে আসিতেছি। আমার গ্রামের বাজার কেন্দ্রীক জমি হওয়ায় বাণিজ্যিক দোকান ঘর নির্মানের কাজ করার জন্য সিদ্ধান্ত করি। কিন্তু দোকানের কাজ করার সময়ে পাঁচ পাড়া গ্রামের আব্দুল আজিজ তফসিল জমির ৫ শতাংশ নিজের দাবি করে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে। তখন এলাকার চেয়ারম্যান মেম্বার সহ ময়মুরুব্বিদের নিয়ে গ্রাম্য শালিশ বসানো হয়। শালিশে জমির কাগজ পত্র যাচাই বাছাই করে জমি আমার বলে সিদ্ধান্ত হয়। আমি সেখানে আমার দোকান ঘর নির্মানের কাজ করি কিছু দোকানের কাজ শেষ হলেও কয়েকটি দোকানের কাজ চলমান থাকে। কিন্তু হটাৎ আবার আমার জমি দখলের জন্য গত ৫ই আগষ্ট তাং রাতের আধারে আব্দুল আজিজ তার সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে আমার দোকানপাটের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমার ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। ৫ই আগষ্ট ঐ রাতে পাঁচপাড়া গ্রামের মৃত রহিম বক্স গাজীর পুত্র আব্দুল আজিজ, আব্দুল আজিজ এর পুত্র মোঃ আল মামুন,তালার সুজনসাহা গ্রামের আইজুল শেখ এর পুত্র ফিরোজ হোসেন মিন্টু (আব্দুল আজিজ জামাতা), সহ আব্দুল মজিদ গাজী, মোঃ সম্রাট পিতা- আব্দুল মুজিদ গাজী, আবু বক্কর পিতা- হেমায়েত গাজী, নুনু রাজ্জাক পিতা- মৃত রহিম বক্স গাজী, মোঃ শাওন পিতা- আবু বক্কর সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ জন আমার নর্মাণাধীন দোকান ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দিয়ে ভাঙচুর, মালামাল লুট অগ্নি সংযোগ করে ধ্বংসযজ্ঞ চালাই। এ সময় আমার ভাই মোঃ আব্দুল্লাহ (২৩) বাধা দিলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা আমার ভাই কে খুন জখম করার জন্য দা কুড়াল নিয়ে ধাওয়া করে। আমার ভাই প্রাণভয়ে পালিয়ে যেয়ে জীবন রক্ষা করে। আমি সহ আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ সহ অন্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে ভুক্তভোগী ওবায়দল্লাাহ জানান আমি নিষ্কণ্টকভাবে ওই জমি দখল করে আসিতেছি অথচ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আমার জমি জবর দখলের চেষ্টা করছেন আব্দুল আজিজ গং। আমার দোকান পাট ভাঙচুর করে প্রায় ২০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমি ন্যায় বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।